মরণ বাঁচন ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করল টিম ইন্ডিয়া। বৃষ্টির কারণে খেলা মাঝ পথে বন্ধ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাঁচ রানে জিতে সেমিফাইনালে ওঠে ভারত।
ডাকওয়ার্থ-লুইস নিয়মে জিতল ভারত
৮.২ ওভারে যখন আয়ারল্যান্ডের স্কোর ৫৪/২ রান ছিল তখন বৃষ্টি আসে এবং খেলা বন্ধ হয়ে যায়। সেই সময়ে ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাঁচ রানে এগিয়ে ছিল ভারত। আর শেষ পর্যন্ত খেলা শুরু করা যায়নি। এবং ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাঁচ রানে জেতে ভারত। এরফলে সেমিফাইনালের টিকিট পেয়ে গেল হরমনপ্রীতরা।
শুরু হয়েছে বৃষ্টি, বন্ধ খেলা
বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। বর্তমানে ৮.২ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ৫৪/২ রান। ডাকওয়ার্থ-লুইস নিয়মে এখন পাঁচ রানে এগিয়ে রয়েছে ভারত।
৫ ওভার আয়ারল্যান্ডের স্কোর ৩৩/২
পাঁচ ওভার শেষে ২ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের স্কোর ৩৩ রান। আয়ারল্যান্ডকে জিততে ৯০ বলে দরকার ১২৩ রান করতে হবে।
আবার আউট
ওরলার অফ স্টাম্প উড়িয়ে দিলেন রেণুকা ঠাকুর। শূন্য রানে ফিরলেন ওরলা। ১ রানে ২ উইকেট হারাল আয়ারল্যান্ড।
প্রথম বলে প্রথম উইকেট
আয়ারল্যান্ডের প্রথম উইকেটের পতন। রানিং বিটুইন দ্য উইকেট খারাপ থাকার কারণে অ্যামি হান্টার রান আউট হলেন। জেমিমা ও রিচার যুগল বন্দিতে এল এই সাফল্য।
ব্যাট করতে নামল আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডকে এই ম্যাচ জিততে হলে ১৫৬ রান তুলতে হবে। ব্যাট করতে নামল আয়ারল্যান্ড। বড় পরীক্ষার সামনে রেণুকা ঠাকুররা।
আউট জেমিমা
ইনিংসের শেষ বলে স্টাম্প আউট হলেন জেমিমা। ১২ বলে ১৯ রান করে আউট হন তিনি। তবে তার মধ্যে স্কোর বোর্ডে ১৫৫ রান তুলে ফেলেছিল বারত। ফলে আয়ারল্যান্ডকে জিততে হলে ১৫৬ রান তুলতে হবে।
১৫০ টপকাল ভারত
১৯.৪ ওভারে ১৫০ টপকাল ভারত। দীপ্তি-স্মৃতি আউট হওয়ার পরে জেমিমা ইনিংস এগিয়ে নিয়ে গেলেন।
দীপ্তি গোল্ডেন ডাক
স্মৃতি আউট হওয়ার পরেই আউট হলেন দীপ্তি। ওর্লার বলে ডেম্পসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফির যান দীপ্তি। ১৮.৫ ওভারে ভারতের স্কোর ১৪৩/৫ রান।
আউট স্মৃতি
বড় শট মারতে গিয়ে ৮৭ রানেই আউট হলেন স্মৃতি। মাত্র ১৩ রানের জন্য শতরান হাতছাড়া করলেন ভারতের ভাইস ক্যাপ্টেন।
১৮ ওভার ভারতের স্কোর ১৪০/৩
৫৪ বলে ৮৬ রান করে ক্রিজে রয়েছেন স্মৃতি মান্ধনা। ৯টি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন জেমিমা।
আউট হলেন রিচা
হরমনপ্রীতের পরেই আউট হলেন রিচা ঘোষ। বড় শট মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন রিচা। লউরা ডেলনির বলে আউট হন তিনি।
দ্বিতীয় উইকেটের পতন
আউট হলেন হরমনপ্রীত কউর। ২০ বলে ১৩ রান করে ডেলনির বলে আউট হলেন ভারতের ক্যাপ্টেন।
স্মৃতির পঞ্চাশ
৪০ বলে ৫৩ রান করলেন স্মৃতি মান্ধনা। ছক্কা মেরে নিজের পঞ্চাশ সম্পূর্ণ করলেন তিনি। চলতি বিশ্বকাপে এটি স্মৃতির দ্বিতীয় অর্ধশতরান। তবে এ দিন পঞ্চাশ করতে গিয়ে বেশ কিছু ক্যাচ তুলেছিলেন তিনি। আয়ারল্যান্ডের ক্রিকেটাররা যদি তার মধ্যে একটিও নিতেন তাহলে ছবি অন্য হতেই পারত।
১২ ওভার ভারতের স্কোর ৭৮/১
ধীর গতিতে ইনিংসের শুরু করেছে ভারত। স্মৃতি এখন পঞ্চাশের লক্ষ্যে ব্য়াটিং করছেন। স্মৃতিকে সমর্থন করতে ব্যাট হাতে ক্রিজে রয়েছেন দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর।
তিন নম্বরে হরমনপ্রীত
তিন নম্বরে নামলেন হরমনপ্রীত কউর। শেফালি আউট হয়ে যেতে রানে গতি দিতে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন হরমনপ্রীত কউর।
আউট শেফালি
দিনের প্রথম সাফল্য পেল আয়ারল্যান্ড। ২৯ বলে ২৪ রান করে ডেলানির বলে অ্যামি হান্টারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শেফালি বর্মা। এদিন নিজের ইনিংসে ৩টি চার মেরেছেন তিনি।
৫০ রান পূর্ণ করল ভারত
৭.৩ ওভারে ৫০ রান পূর্ণ করল ভারত। তবে এর মাঝে গ্রাউন্ড ফিল্ডিং ভালো করলেও, বেশ কিছু ক্যাচ মিস করেছে আয়ারল্যান্ড।
৬ ওভার ভারতের স্কোর ৪২/০
এই ওভারে ১২ রান নিল ভারত। শেফালি ১৩ রান ও স্মৃতি ২৭ রান করে ক্রিজে রয়েছেন।
৫ ওভার ভারতের স্কোর ৩০/০
১৭ বলে ২১ রান করে ক্রিজে রয়েছেন স্মৃতি এবং ১৩ বলে ৭ করে খেলছেন শেপালি।
২ ওভার ভারতের স্কোর ১১/০
ভালো শুরু করল ভারত। ২ ওভার শেষে ভারতের স্কোর ১১/০ রান। স্মৃতি ৪ বলে ৬ করে খেলছেন, শেফালি বর্মা ৮ বলে ৫ রান করে খেলছেন।
দেখুন ভারতীয় দলের একাদশ
গুরুত্বপূর্ণ ম্যাচে কোন একাদশ নিয়ে মাঠে নামছে ভারত। দেখে নিন ভারতীয় দলের একাদশ।
১৫০টি T20I ম্যাচ খেলবেন হরমনপ্রীত
এই ম্যাচ হরমনপ্রীতের জন্য বিশেষ। কারণ এটি হরমনপ্রীতের ১৫০তম ম্যাচ। এই ম্যাচে জিতে সেমির টিকিট পাকা করতে চাইবেন হরমনপ্রীত। টস জিতে সকলকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন।
টস জিতে ব্যাট নিল ভারত
টস জিতে হরমনপ্রীত বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করব। পিচটাকে দেখে হার্ড এবং ড্রাই মনে হচ্ছে। আমরা অনেকেই রান পাইনি, আমাদের নিজেদের প্রকাশ করতে হবে। রাধার জায়গায় পারফর্ম করবেন দেবিকা। এটা (১৫০টি টি-টোয়েন্টি খেলা) মানে অনেক, আমি আমার সতীর্থদের কাছ থেকে একটি আবেগপূর্ণ বার্তা পেয়েছি। বিসিসিআই এবং আইসিসিকে ধন্যবাদ, আমরা এতগুলো ম্যাচ খেলতে পেরেছি।’
HT বাংলার লাইভে আপনাকে স্বাগত
মহিলা T20 বিশ্বকাপ 2023-এর গ্রুপ বি ম্যাচে পারলের বোল্যান্ড পার্কে আর কিছুক্ষণের মধ্যে ভারত এবং আয়ারল্যান্ড মুখোমুখি হবে। ভারতের জন্য সেমিফাইনালের সমীকরণ খুবই সহজ। পরের ম্যাচে জিতলে তারা ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে উঠবে। এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। ভারত হারলে সেমিফাইনালে খেলার সুযোগ পাবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। পরাজয় টিম ইন্ডিয়াকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।