ভারতীয়-এ দলের হয়ে নিউজিল্যান্ড-এ দলের বিরুদ্ধে সিরিজের প্রথম বেসরকারি টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন অভিমন্যু ঈশ্বরন। দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে শুরুটা নিতান্ত মন্দ করেননি বাংলার তারকা ওপেনার। তবে সেট হয়েও বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হলেন ঈশ্বরন।
যদিও ইনিংসের গোড়াপত্তন করতে নেমে হাফ-সেঞ্চুরি করেছেন ক্যাপ্টেন প্রিয়ঙ্ক পাঞ্চাল। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান কেএস ভরত, যাঁকে টেস্ট দলের ভবিষ্যৎ ধরে নিয়ে ঋদ্ধিমান সাহাকে বাদ দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
হুবলিতে বৃষ্টির জন্য ম্যাচের প্রথম দিনের খেলা ভেস্তে যায়। দ্বিতীয় দিনে টস হেরে ব্যাট করতে নামে ভারতীয়-এ দল। আপাতত দ্বিতীয় দিনের শেষে তারা প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২২৯ রান সংগ্রহ করেছে।
ভারতীয়-এ দলের কারা কেমন ব্যাট করলেন:-
১. প্রিয়ঙ্ক পাঞ্চাল ১৪৮ বলে ৮৭ রান করে আউট হন। তিনি ১২টি চার ও ২টি ছক্কা মারেন।
২. অভিমন্যু ঈশ্বরন ৩৬ বলে ২২ রান করে মাঠ ছাড়েন। তিনি ৫টি চার মারেন।
৩. রুতুরাজ গায়কোয়াড় ১৫ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন। তিনি ১টি চার মারেন।
৪. রজত পতিদার ১৭ বলে ৪ রান করে ক্রিজ ছাড়েন। তিনি ১টি চার মারেন।
৫. ৬টি বল খেলেও খাতা খুলতে পারেননি তিলক বর্মা।
৬. কেএস ভরত ১০৪ বলে ৭৪ রান করে অপরাজিত রয়েছেন। তিনি ১০টি চার মেরেছেন।
৭. শার্দুল ঠাকুর ৫৭ বলে ২৬ রান করে আউট হন। তিনি ৪টি চার মারেন।
৮. রাহুল চাহার ১৪ বলে ৪ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি চার মারেন।
আরও পড়ুন:- Duleep Trophy: ২০০-র কমে থামলেন না যশস্বী, দুর্দান্ত ডাবল সেঞ্চুরি অজিঙ্কা রাহানের
নিউজিল্যান্ড-এ দলের কারা উইকেট পেলেন:-
১. জেকব ডাফি ৫৫ রানে ২টি উইকেট নিয়েছেন।
২. লগান ভ্যান বিক ৩৯ রানে ২টি উইকেট সংগ্রহ করেন।
৩. রাচিন রবীন্দ্র ২০ রানে ১টি উইকেট পকেটে পোরেন।
৪. সিয়ান সলিয়া ৫৮ রানে ১টি উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।