ভারতীয়-এ দলের বিরুদ্ধে সিরিজের তৃতীয় বেসরকারি টেস্টে প্রথম ইনিংসের নিরিখে পিছিয়ে পড়ল নিউজিল্যান্ড-এ দল। এমন নয় যে, কিউয়িদের ঘাড়ের উপর বড় রানের বোঝা চাপিয়ে দিয়েছিল ভারত। বরং প্রিয়ঙ্ক পাঞ্চালরা ম্যাচের প্রথম দিনে তিনশোর কমেই অল-আউট হয়ে যান। তবে নিয়ন্ত্রিত বোলিংয়েই প্রথম ইনিংসের নিরিখে উল্লেখযোগ্য লিড হাতে পেয়ে যায় ভারতীয়-এ দল।
ভারতীয়-এ দলের প্রথম ইনিংস:
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল ৮৬.৪ ওভারে ২৯৩ রানে অল-আউট হয়ে যায়। প্রিয়ঙ্ক পাঞ্চাল ৫, অভিমন্যু ঈশ্বরন ৩৮, রুতুরাজ গায়কোড়ায় ১০৮, রজত পতিদার ৩০, সরফরাজ খান ০, উপেন্দ্র যাদব ৭৬, শার্দুল ঠাকুর ৭, রাহুল চাহার ১৩, সৌরভ কুমার ৯ ও উমরান মালিক ৩ রান করে আউট হন। কোনও বল খেলার সুযোগ পাননি মুকেশ কুমার।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড-এ দলের বোলিং:
ম্যাথিউ ফিশার ৫২ রানে ৪টি উইকেট নেন। জো ওয়াকার ৬৫ রানে ২টি উইকেট নেন। জেকব ডাফি ৫৬ রানে ২টি উইকেট দখল করেন। সিয়ান সলিয়া ৪৭ রানে ১টি উইকেট নেন। রাচিন রবীন্দ্র ৬৮ রানে ১টি উইকেটে পকেটে পোরেন।
নিউজিল্যান্ড-এ দলের প্রথম ইনিংস:
দ্বিতীয় দিনে পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড-এ দল তাদের প্রথম ইনিংসে ৭১.২ ওভারে ২৩৭ রান তুলে অল-আউট হয়ে যায়। মার্ক চাপম্যান ৯২, সিয়ান সলিয়া ৫৪, ডেন ক্লেভার ৩৪ ও টম ব্রুস ১৩ রান করেন।
প্রথম ইনিংসে ভারতীয়-এ দলের বোলিং:
সৌরভ কুমার ৪৮ রানে ৪টি উইকেট নেন। রাহুল চাহার ৫৩ রানে ৩টি উইকেট দখল করেন। সুতরাং, দুই স্পিনারই সাকুল্যে ৭টি উইকেট তুলে নেন। এছাড়া মুকেশ কুমার ৪৮ রানে ২টি উইকেট পকেটে পোরেন। ৩৩ রানে ১টি উইকেট নেন শার্দুল ঠাকুর। ১০ ওভারে ৫৪ রান খরচ করেও কোনও উইকেট পাননি উমরান মালিক।
ভারতীয়-এ দলের দ্বিতীয় ইনিংস:
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল দ্বিতীয় দিনের শেষে ১ উইকেটের বিনিময়ে ৪০ রান তোলে। অভিমন্যু ঈশ্বরন ৪ রানে আউট হন। প্রিয়ঙ্ক পাঞ্চাল ১৭ ও রুতুরাজ গায়কোয়াড় ১৮ রানে নট-আউট থাকেন। প্রথম ইনিংসের ৫৬ রানের লিড মিলিয়ে ভারতীয়-এ দল এগিয়ে রয়েছে ৯৬ রানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।