ভারতীয় শিবিরে করোনা সংক্রমণের ভুল রিপোর্টে মাঝপথেই বাতিল হতে বসেছিল দক্ষিণ আফ্রিকা সফরে হনুমা বিহারীদের বেসরকারি টেস্ট সিরিজ। তিন ম্যাচের সিরিজ চলাকালীন ভারতীয় শিবিরের অন্তত দু'জন সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে পুরনায় টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ ধরা পড়ে। প্রথম রিপোর্ট ভুল প্রমাণিত হওয়ায় সিরিজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, এমনটাই খবর টাইমস অফ ইন্ডিয়ার।
ওমিক্রন আতঙ্কের মাঝেই এ-দলের এই টেস্ট সিরিজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দু'দেশের ক্রিকেট বোর্ড। যদিও নেদারল্যান্ডস দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের মাঝপথেই দেশে ফিরে যায়। এমন অবস্থায় এ-দলের সিরিজ চলাকালীন ভারতীয় শিবিরের কেউ করোনা আক্রান্ত হলে বিরাট কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফরের উপর যে প্রশ্নচিহ্ন পড়ে যেত, তা একপ্রকার নিশ্চিত।
এমনিতেই নতুন করোনা ভ্যারিয়েন্টের জন্য টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংশয় দেখা দিয়েছিল। শেষমেশ সূচি বদলে বিসিসিআই প্রোটিয়া সফরে দল পাঠাতে রাজি হয়। সূচি থেকে বাদ পড়ে টি-২০ সিরিজ।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে ভারতীয়-এ দলের তিন ম্যাচের বেসারকারি টেস্ট সিরিজ ০-০ ড্র হয়। সিরিজের তিনটি ম্যাচেই ফলাফল নির্ধারিত হয়নি। বৃষ্টিতে প্রথম ও তৃতীয় টেস্টের বেশি কিছুটা সময় নষ্ট হয়। তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে নজর কাড়েন হনুমা বিহারী, অভিমন্যু ঈশ্বরনরা। বল হাতে নজর কেড়েছেন নভদীপ সাইনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।