শুরু থেকেই অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার হিসেবে বিবেচিত হন সরফরাজ খান। চমকপ্রদ উত্থানে বিস্তর সম্ভাবনা দেখিয়েছিলেন মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান। তবে ক্রমশ স্পটলাইটের আড়ালে চলে যাচ্ছিলেন তিনি। অবশেষে ভারতীয়-এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে দাপুটে হাফ-সেঞ্চুরি করে সরফরাজ পুনরায় আলোচনায় উঠে এলেন।
ব্লুমফেন্টনে দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে চার দিনের দ্বিতীয় বেসরকারি টেস্টে সরফরাজ ব্যাট হাতে নজর কাড়েন। প্রথম ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন তিনি।
হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হনুমা বিহারীও। তিনি ৫৪ রান করে আউট হন। ১৬৪ বলের সতর্ক ইনিংসে হনুমা ৮টি বাউন্ডারি মারেন। এছাড়া ভারতের হয়ে প্রথম ইনিংসে ইশান কিষাণ ৪৯, পৃথ্বী শ ৪২, প্রিয়ঙ্ক পাঞ্চাল ২৪ ও সৌরভ কুমার ২৩ রান করেন।
দক্ষিণ আফ্রিকার ২৯৭ রানের জবাবে ভারতীয়-এ দল প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৭৬ রানে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ২১ রানের ছোটখাটো লিড পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা-এ দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা তৃতীয় দিনের চায়ের বিরতিতে ৩ উইকেটের বিনিময়ে ১০৫ রান তুলেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।