বাংলা নিউজ > ময়দান > ভারতীয় এ দলের পেসারদের দাপটে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ধুঁকছে প্রোটিয়া এ

ভারতীয় এ দলের পেসারদের দাপটে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ধুঁকছে প্রোটিয়া এ

প্রোটিয়া ব্যাটারকে আউট করে ভারতীয়দের সেলিব্রেশন। ছবি- বিসিসিআই।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা এ দলের অধিনায়ক পিটার মালান।

ভারতীয় এ দলের পেসারদের দাপটে দ্বিতীয় টেস্টে বেশ বিপাকে দক্ষিণ আফ্রিকা এ দল। প্রথম টেস্ট ড্রতে শেষ হয়েছিল। এরপর ব্লুমফন্টেনে দ্বিতীয় ম্যাচে টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া শবির। প্রথম দিনের শেষে পিটার মালানের নেতৃত্বাধীন দল সাত উইকেটের বিনিময়ে ২৩৩ রানই তুলতে পেরেছে।

শুরুতেই অধিনায়ক মালানকে তাঁর প্রথম বলেই ফিরিয়ে ভারতীয় দলের হয়ে শুরুটা ভাল করেন আর্জান নাগওয়াসওয়ালাও। তবে সারেল ইরওয়ে (৩৮) ও রেনার্ড ভ্যান টোন্ডার (৩৪) দ্বিতীয় উইকেটের জন্য ৭২ রানের পার্টনারশিপ করে দলের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল করেন। ইশান পোড়েল অবশ্য তারপর দুইজনকেই দ্রুত সাজঘরে ফিরিয়ে ম্যাচের রাশ ভারতের হাতে এনে দেন। নভদীপ সাইনি দুটি এবং স্পিন যুগল সৌরভ কুমার এবং বাবা অপরাজিত একটি করে উইকেট নেন।

প্রোটিয়া দলের হয়ে জর্জ লিন্ডা সর্বাধিক (৪৪) রান করেন। মার্কো জানসেনের সঙ্গে তাঁর ৫৩ রানের জুটি দলকে ১৭০ রানে ছয় উইকেট হারানোর পর কিছুটা খাদের কিনারা থেকে বাঁচিয়েছে। দিনের একেবারে শেষের দিকে লিন্ডা আউট হলেও জানসেন ক্রিজে ৩৮ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনে দ্রুত তাঁকে আউট করে প্রোটিয়া ইনিংস শেষ করাই ভারতীয় বোলারদের লক্ষ্য হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন