বাংলা নিউজ > ময়দান > WTC Final 2023 IND vs AUS: সৌরভদের স্বপ্নভঙ্গের বদলা নিতে পারবেন রোহিতরা? WTC ফাইনালের দৌলতে ২০ বছর পর এল সুযোগ

WTC Final 2023 IND vs AUS: সৌরভদের স্বপ্নভঙ্গের বদলা নিতে পারবেন রোহিতরা? WTC ফাইনালের দৌলতে ২০ বছর পর এল সুযোগ

২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া (বাঁদিকে), আমদাবাদে উচ্ছ্বাস অশ্বিনের (ডানদিকে)। (ছবি সৌজন্যে, রয়টার্স ফাইল এবং এপি)

WTC Final 2023 IND vs AUS: আগামী ৭ জুন থেকে লন্ডনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে। যে ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। যে দুই দল পুরুষদের কোনও আইসিসি প্রতিযোগিতার ফাইনালে ২০ বছর পর মুখোমুখি হবে। শেষবার (পুরুষদের কোনও আইসিসি প্রতিযোগিতার ফাইনালে) দুই দল ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল।

নিউজিল্যান্ডের জয়ে ইতিহাস তৈরি করল ভারত। প্রথম দল হিসেবে দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাল টিম ইন্ডিয়া। তাৎপর্যপূর্ণভাবে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিলেন বিরাট কোহলিরা। সেই কিউয়িদের জয়েই এবার ভারতের ফাইনালের টিকিট কনফার্ম হয়ে গেল। এবার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে রোহিত শর্মার ভারত। তার ফলে ২০ বছর পর আবার পুরুষদের কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া।

প্রথম দল হিসেবে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগেই উঠে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে কারা ফাইনালে উঠবে, তা নির্ধারিত হয়ে গেল সোমবার। ক্রাইস্টচার্চ টেস্টের শেষ বলে শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ড হারিয়ে দেওয়ায় ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা অনুযায়ী, অস্ট্রেলিয়া এবং ভারতকে কোনও দল ছুঁতে পারবে না।

আরও পড়ুন: NZ vs SL: উইলিয়ামসনের ব্যাটে স্বপ্নভঙ্গ শ্রীলঙ্কার, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

প্রথম দল হিসেবে দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

২০১৯ সাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। দুটি চক্রের ফাইনালেই উঠেছে ভারত। প্রথমবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল ২০২১ সাল। চলতি বছর হবে দ্বিতীয় চক্রের ফাইনাল। তাতে ভারত ‘কমন’ থাকল। 

কবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে?

আগামী ৭ জুন থেকে লন্ডনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে। যে ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। যে দুই দল পুরুষদের কোনও আইসিসি প্রতিযোগিতার ফাইনালে ২০ বছর পর মুখোমুখি হবে। শেষবার (পুরুষদের কোনও আইসিসি প্রতিযোগিতার ফাইনালে) দুই দল ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। 

আরও পড়ুন: IND vs AUS 4th Test Live: লড়াকু হাফ-সেঞ্চুরি হেডের, ১০০ টপকাল অস্ট্রেলিয়া

সেই ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে গুঁড়িয়ে দিয়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ১২৫ রানে জিতেছিলেন অজিরা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে দুই উইকেটে ৩৫৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ১২১ বলে অপরাজিত ১৪০ রান করেছিলেন পন্টিং। ৮৪ বলে অপরাজিত ৮৮ রান করেছিলেন ড্যামিয়েন মার্টিন। জবাবে ৪০ ওভারও খেলতে পারেননি সৌরভরা। ৩৯.২ ওভারে ২৩৪ রানে অল-আউট হয়ে গিয়েছিল ভারত। সর্বোচ্চ ৮১ বলে ৮২ রান করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন