বাংলা নিউজ > ময়দান > অলিম্পিকে কোন কোন ভারতীয় শুটার পদক জয়ের লক্ষ্যে যাচ্ছেন?

অলিম্পিকে কোন কোন ভারতীয় শুটার পদক জয়ের লক্ষ্যে যাচ্ছেন?

শুটিং বিশ্বকাপের ট্র্যাপ ইভেন্টে সোনা জয়ের পর ভারতীয় মহিলা দল। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

দেখে নিন পুরো তালিকা।

শুভব্রত মুখার্জি

আর কয়েক মাস পর থেকেই টোকিয়োর বুকে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের আসর। ২০২০ সালে স্থগিত হওয়া গেমসের আসর ২০২১ সালে হওয়া নিয়েও বেশ কিছু অনিশ্চয়তা ছিল। অবশেষে সেইসব মিটে গিয়েছে। অলিম্পিককে পাখির চোখ করে সমস্ত দেশের মতো ভারতীয় ক্রীড়াবিদরাও নেমে পড়েছেন অনুশীলনে। যে কয়েকটি ইভেন্টে ভারত অলিম্পিকে এতদিন সাফল্যের মুখ দেখে এসেছে, তার মধ্যে অন্যতম শুটিং।

স্বাধীনতা পরবর্তীতে ভারতের হয়ে অলিম্পিক গেমস থেকে একমাত্র ব্যক্তিগত সোনা আজ পর্যন্ত ভারত পেয়েছে এই শুটিং থেকেই। অভিনব বিন্দ্রার হাত ধরে ভারত শুটিং থেকে ২০০৮ সালে সোনা পেয়েছিল ভারত। বিন্দ্রা ছাড়াও গগন নারাং, রাজ্যবর্ধন সিং রাঠৌর-সহ একাধিক শুটাররা ভারতকে অলিম্পিক থেকে পদক এনে দিয়েছেন। টোকিয়ো গেমসেও বরাবরের মতো শুটিং বিভাগ থেকে ভারতীয় সমর্থকদের আশাও অনেক বেশি। মনু ভাকের, অপূর্বী চান্ডেলাদের উপর ভারতের আশা-ভরসা-প্রত্যাশার চাপ যে অনেক বেশি থাকবে, তা বলাই বাহুল্য।

একনজরে দেখে নিন অলিম্পিকগামী বিভিন্ন বিভাগে ভারতীয় শুটিং দলের সদস্যদের :-

∆ ১০ মিটার এয়ার রাইফেল (পুরুষ) :-

১) দিব্যাংশ সিং পানওয়ার।

২) দীপক কুমার।

রিজার্ভ শুটার :- সন্দীপ সিং, ঐশরী প্রতাপ সিং তোমার।

∆ ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (পুরুষ) :-

১) সঞ্জীব রাজপুত।

২) ঐশরী প্রতাপ সিং তোমার।

রিজার্ভ :- স্বপ্নীল কুশালে, চইন সিং।

∆ ১০ মিটার এয়ার পিস্তল (পুরুষ):-

১) সৌরভ চৌধুরী।

২) অভিষেক ভার্মা।

রিজার্ভ :- শাহজার রিজভি,ওমপ্রকাশ মিথারভাল

∆ ১০ মিটার এয়ার রাইফেল (মহিলা) :-

১) অপূর্ভী চান্দেলা।

২) এলাভেনিল ভালারিভান।

রিজার্ভ :- অঞ্জুম মুদগিল, শ্রেয়া আগরওয়াল।

∆ ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশন (মহিলা) :-

১) অঞ্জুম মুদগিল।

২) তেজস্বিনী সাওয়ান্ত।

রিজার্ভ :- সুনিধি চৌহান,গায়ত্রী এন।

∆ ১০ মিটার এয়ার পিস্তল (মহিলা):-

১) মনু ভাকের।

২) যশস্বীনি সিং দেশওয়াল।

রিজার্ভ :- পি শ্রী নিভেতা, শ্বেতা সিং।

∆ ২৫ মিটার স্পোর্টস পিস্তল (মহিলা):-

১) রাহি সর্নওয়াত

২) মনু ভাকের

রিজার্ভ :- চিঙ্কি যাদব, অভিন্ন পাতিল।

∆ স্কিট (পুরুষ) :-

১) অঙ্গদবীর সিং বাজওয়া।

২) মাইরাজ আহমেদ খান।

রিজার্ভ :- গুরজ্যোৎ সিং খানগুরা, সিরাজ শেখ।

∆ ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম :-

১) দিব্যাংশ সিং পানওয়ার।

২) এলাভেনিল ভালারিভান।

১) দীপক কুমার।

২) অঞ্জুম মুদগিল।

∆ ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড দল :-

১) সৌরভ চৌধুরী।

২) মনু ভাকের।

১) অভিষেক ভার্মা।

২) যশস্বীনি সিং দেশওয়াল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রামনবমীতে রক্তাক্ত বাংলা, ধারালো অস্ত্রের কোপ ও বোমা বর্ষণে জখম বহু পুলিশসহ ১৮ ধনু-মকর-কুম্ভ-মীনের বৃহস্পতিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল জোড়া ঘূর্ণাবর্তে বৃষ্টি চলবে বাংলা! ৫০ কিমিতে ঝড় উঠবে একাধিক জেলায়, কোথায়? আতাপাত্তু একাই ১৯৫, সব থেকে বেশি রান তাড়া করে ODI জয়ের বিশ্বরেকর্ড শ্রীলঙ্কার সরু ফিতের ব্লাউজে উন্মুক্ত ক্লিভেজ! বিয়ের খবর পাকা,কৌশাম্বির রূপে বিভোর ফ্যানেরা IPL-এর ২০ ইনিংসে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রান সুদর্শনের, চোখ রাখুন সেরা ৫-এ আচার্যই নিয়োগ করতে পারেন উপাচার্যদের, বলছে সুপ্রিম কোর্ট, বিবৃতি জারি করল রাজভবন ‘আমার বরকে রাতে একা ছাড়া যাবে না’, মা-কে এসব কী বলে বসল স্মার্ট দিদি নন্দিনী!

Latest IPL News

পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত IPL-এ ঝড় তুলেও বিশ্বকাপে ডাক পাবেন না রিয়ানরা! সামনে এল সম্ভাব্য ভারতীয় স্কোয়াড মার খেয়ে হাড় গুঁড়ো হচ্ছে বোলারদের, IPL-এ ইমপ্যাক্ট বদলি তুলে দেওয়ার দাবি মুডির ইডেনের ম্যাচে শুরু থেকে তিনিই চিয়ার লিডার, KKR হারায় কেঁদে ফেললেন শাহরুখ ইডেনে দোষ করেছে দল, বিরাট শাস্তি হল একা KKR দলনায়ক শ্রেয়সের, নিয়ম কী বলছে? চোটের জন্য ফিল্ডিং করতে পারিনি-RR-এর কাছে হারের পর KKR-এর চিন্তা বাড়ালেন রিঙ্কু গত ১২ মাস ধরে, ওর কানের কাছে মন্ত্র জপছি- T20 WC-এ নারিনকে খেলাতে মরিয়া পাওয়েল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.