খারাপ পারফরম্যান্সের জেরে বিশ্রামে পাঠানো হতে পারে রোহিত শর্মাকে। ভারতের অধিনায়ক বর্তমানে খুবই খারাপ ছন্দে রয়েছেন। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের পুরোটাতে না হলেও, কিছু অংশের জন্য বিশ্রাম পাঠানো হতে পারে রোহিতকে। এমনই দাবি করেছে টাইমস অফ ইন্ডিয়া। বেঙ্গালুরুতে দলীপ ট্রফি শুরুর একদিন আগে ২৭ জুন উইন্ডিজ সফরের জন্য দল বেছে নেবেন জাতীয় নির্বাচকেরা। ১২ জুলাই থেকে ডোমিনিকাতে প্রথম টেস্ট দিয়ে সফর শুরু হবে এবং দ্বিতীয় টেস্টটি ত্রিনিদাদে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিরাটই তো হাত টেনে ধরেছিল- IPL-এর বিতর্কিত ঝামেলার সব দায় কোহলির উপর চাপালেন নবীন-উল-হক
একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি অনুযায়ী, ‘ইংল্যান্ডে আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় রোহিতকে কিছুটা বিরক্ত বলে মনে হয়েছে। এবং তিনি সেই ভাবে ফর্মেও ছিলেন না। নির্বাচকেরা চান, ওয়েস্ট ইন্ডিজ সফরের কিছুটা সময় তিনি বিশ্রামে থাকুন। তিনি সম্ভবত টেস্ট বা আট ম্যাচের সাদা বলের সিরিজ (তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি) মিস করতে পারেন। নির্বাচকেরা রোহিতের সঙ্গে কথা বলবেন এবং তার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
২০২৩ আইপিএলে রোহিত ১৬ ম্যাচে ২০.৭৫ গড়ে দু'টি অর্ধশতরান সহ মাত্র ৩৩২ রান করেছিলেন। এবং ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে ১৫ এবং ৪৩ রান করেছিলেন। যদি রোহিত টেস্ট না খেলেন, তবে অজিঙ্কা রাহানেকে স্ট্যান্ডবাই অধিনায়ক করা হবে। রাহানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রায় ১৮ মাস পর প্রত্যাবর্তন করে ভালো ছন্দে ছিলেন। তিনি দুই ইনিংসে যথাক্রমে ৮৯ এবং ৪৬ করেন।
এ ছাড়াও একটি বড় সম্ভাবনা রয়েছে যে, দলের দুই প্রধান পেসার মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। চেতেশ্বর পূজারা আদৌ সুযোগ পাবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। তবে রোহিত এবং বিরাট কোহলি দুই তারকাকেই যদি উইন্ডিজ সফর থেকে বিশ্রাম দেওয়া হয়, তা হলে পূজারা লাইফলাইন পেতে পারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।