৪৫তম এফআইডিই চেস অলিম্পিয়াডে বড় সাফল্য পেল ভারতীয় দাবাড়ুরা। এবারই প্রথম ঐতিহাসিক সোনা জয় করল ভারতীয় প্রতিনিধিরা। ভারতের প্রতিভাবান দাবাড়ুদের দলই এবারে বুডাপেস্টে আয়োজিত চেস অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে গেছিলেন। সেখানে গিয়েই ফুল ফোটালেন দলগত বিভাগে তাঁরা। এই প্রথম চেস অলিম্পিয়াডে সোনা জিতল ভারত।
এর আগের বার চেস অলিম্পিয়াডে গিয়ে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় প্রতিনিধিদের। কিন্তু এবার আরও অভিজ্ঞতা এবং স্নায়ুচাপ ধরে রাখার পদ্ধতি রপ্ত করেই গেছিলেন ভারতীয় দাবাড়ুরা। সেটাই আদতে ফসল এনে দিল মোক্ষম সময়। তাঁরা দেশকে গৌরবান্বিত করলেন সোনা জিতে।
ভারতের হয়ে ডি গুকেশ এবং অর্জুন এরিগাইসির দুরন্ত পারফরমেন্সের সৌজন্যেই এদিন শীর্ষস্থানে জায়গায় করে নেয় দল। রাশিয়ার বর্ষিয়ান দাবাড়ু তথা এবারের চেস অলিম্পিয়াডের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ রাশিয়ার ভ্লাডিমির ফেদোসিভকে হারিয়ে চমক দেখান ভারতের গুকেশ। মাত্র ১৯ বছর বয়সী এই ভারতীয় দাবাড়ু, রাশিয়ার প্রতিদ্বন্দীকে হারানোর সঙ্গে সঙ্গেই শীর্ষ স্থান কার্যত হাতের নাগালের মধ্যেই চলে এসেছিল ভারত।
গুকেশের মতোই আরেক ভারতীয় দাবাড়ু তথ্য সদ্য বিশ্বের তিন নম্বর হওয়া অর্জুন এরিগাইসি গুরুত্বপূর্ণ ম্যাচে হারিয়ে দেন স্লোভেনিয়ার ইয়ান সুবেলজকে। সেই সঙ্গেই ভারতীয় দলের লিডও বেড়ে যায়। শেষ পর্যন্ত চিন দল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করায় সুবিধা হয়ে যায় ভারতের। প্রথমবার চেস অলিম্পিয়াডের মঞ্চে সোনা জয়ের স্বাদ পায় ভারত। এদিন ছিল ইভেন্টের শেষ দিন, ফলে এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ ছিল ভারতের।
আরও পড়ুন-টেম্পারমেন্টে সমস্যা হচ্ছে, ওকে নিজের প্রতিভা বুঝতে হবে! KL-কে পরামর্শ শাস্ত্রীর…
ভারতের চেস অলিম্পিয়াডের দলে ছিলেন ডি গুকুশ, অর্জুন এরিগাইসি, রমেশবাবু প্রজ্ঞানন্দ, ভিদিত গুজরাঠি, পেন্তালা পরিকৃষ্ণা এবং শ্রীনাথ নারায়ানন। এর আগে অনলাইনে দাবা অলিম্পিয়াড ভারত জিতেছিল করোনা প্যান্ডেমিকের সময়। এতকাল পর্যন্ত ভারতের সেরা পারফরমেন্স ছিল ব্রোঞ্জ। ২০১৪ সালে নরওয়েতে এবং ২০২২সালে চেন্নাইতে তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পেয়েছিল ভারত। এতকাল সেটাই ছিল ভারতের সেরা পারফরমেন্স চেস অলিম্পিয়াডে।
আরও পড়ুন-ISL EBFC vs KBFC Live Blog- কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল
ফাইনালে প্রবেশের সময়ই ভারত ছিল পয়েন্ট তালিকায় শীর্ষে। ভারতের ঝুলিতে ছিল ১৯ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা চিনের ছিল ১৭ পয়েন্ট এবং ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল স্লোভেনিয়া। রমেশবাবু প্রজ্ঞানন্দও দুরন্ত ছন্দে ছিল এই প্রতিযোগিতায়। গতবারের চ্যাম্পিয়ন উজবেকিস্তানের বিরুদ্ধে ড্র হওয়া ম্যাচ বাদ দিলে এবারে ভারতীয় দাবাড়ুদের রোখাই যায়নি চেস অলিম্পিয়াডে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।