বাংলা নিউজ > ময়দান > দ্বাদশ শ্রেণীতে ৯১% নম্বর, চিনে নিন Paralympics পদকজয়ীকে! সোনা জেতা ধরমবীরের লড়াইও কম নয়…

দ্বাদশ শ্রেণীতে ৯১% নম্বর, চিনে নিন Paralympics পদকজয়ীকে! সোনা জেতা ধরমবীরের লড়াইও কম নয়…

ধরমবীর সিং। ছবি- নরেন্দ্র মোদী (এক্স)

ক্লাব থ্রোতে প্যারালিম্পিক্সে এল সোনা এবং রূপো। সোনা জিতলেন ধরমবীর সিং,রৌপ্য পদক পেলেন  প্রণব সুরমা। প্রথম চারটি ফাউল থ্রোর পর পঞ্চমবার তিনি ছোঁড়েন ৩৪.৯২ মিটার।প্রণব সুরমা এই ইভেন্টে রূপো পেয়েছেন ৩৪.৫৯ মিটার দূরত্বে থ্রো করে। এই প্রথম কোনও ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভারত প্রথম দুই স্থানে শেষ করল

টোকিয়োর সাফল্য প্যারিসে ছাপিয়ে গেছে ভারতীয় ক্রীড়াবিদরা। প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে ২৪টি পদক। গতবারের তুলনায় পাঁচটি বেশি, আরও যে কয়েকটি পদক বাড়তে চলেছে সেকথা বলাই যায়। অলিম্পিক্সের আক্ষেপ কাটানোর জন্য ভারতীয় ক্রীড়াবিদরা ঠিক মঞ্চই বেছে নিয়েছেন, সেকথা হলফ করেই বলা যায়। আসলে প্যারিস অলিম্পিক্সে গতবারের তুলনায় একটি পদক কম জেতে ভারত।

 

সোনা বা রৌপ্য পদক নিশ্চিত ছিল ভারতের কুস্তিতে, কিন্তু ভিনেশ ফোগট ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ায় নিশ্চিত পদক হাতছাড়া হয় তাঁর। সেই প্যারিসেই অবশ্য প্যারালিম্পিক্সে ইতিহাস গড়েছে ভারত। নিজেদের সর্বকালের সেরা পারফরমেন্সই দিয়েছে সাইন নদীর তীরে। বুধবার ভারতের ঝুলিতে আসা চারটি পদকের মধ্যে মধ্যে ক্লাব থ্রোতে এল ঐতিহাসিক জোড়া পদক।

আরও পড়ুন-দলীপ ট্রফিতে লাল বলের ক্রিকেটে ফেরার আগে আবেগঘন বার্তা পন্তের! বললেন কোনও আশা রাখছেন না!

সোনা এবং রৌপ্য দুই পদকই এল ভারতের ঝুলিতে। শীর্ষে শেষ করলেন ভারতের ধরমভীর সিং, দ্বিতীয় হলেন প্রণব সুরমা। প্যারালিম্পিক্সের ইতিহাসে এফ৫১ ক্লাব থ্রোতে এল জোড়া পদক। স্টেট দে ফ্রান্সে ৩৪.৯২ মিটার দূরত্বে থ্রো করে সোনা জিতলেন ভারতের ধরমভীর সিং। ধরমভীরের জেতা সোনার পদকটি প্যারালিম্পিক্সের এই ইভেন্টে ভারতের প্রথম সোনার পদক। ৩৫ বছর বয়সী ধরমবীর গতবারের তুলনায় নিজের থ্রো আরও .১০ মিটার বেশি দূরে ছোঁড়েন। তবে শুরুটা মোটেই ভালো হয়নি তাঁর। প্রথম চারটি থ্রো ফাউল করে বসেন তিনি। পঞ্চম থ্রোতে ছোঁড়েন ৩৪.৯২ মিটার। শেষ থ্রোতে ৩১.৫৯ মিটার দূরত্বে ক্লাব থ্রো করেন তিনি।

 

হরিয়ানার সোনিপাতের ছেলে ধরমভীর জন্মেছিলেন সুস্থভাবেই। গ্রামে এক খালে স্নান করতে নামতে গিয়ে তিনি ধাক্কা খান পাথরে, এর জেরে নিচের অঙ্গ বসে যায় তাঁর। এরপর ২০১৪ সালে এই প্যারা স্পোর্টসের হাত ধরে ক্রীড়া আঙিনায় আসেন তিনি, অনুশীলন করা শুরু করেন অমিত কুমার সারোহার কাছে । শুরুর দিকে করতেন ডিসকাস থ্রো।

আরও পড়ুন-'কি ভাগ্যিস! ওটা আমার শেষ ম্যাচ ছিল, নাহলে ছেলেরা আমায়',কোন ভুলের কথা দ্রাবিড়ের গলায়?

প্রণব সুরমা এই ইভেন্টে পদক জিতেছেন ৩৪.৫৯ মিটার দূরত্বে থ্রো করে। তিনি অবশ্য নিজের প্রথম থ্রোতেই এই দূরত্ব অতিক্রম করেন। আরও দুবার ৩৪-এর ঘরে থ্রো করলেও নিজের পারফরমেনস বাড়িয়ে সোনা জিততে পারেননি তিনি। এই প্রথম কোনও ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভারত প্রথম দুই স্থানে শেষ করল। এফ৫১ ইভেন্টটি হল সেই সব ক্রীড়াবিদদের জন্য যাদের পেশির সমস্যা রয়েছে এবং হাত, পা স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারেননা। একটি সিটে বসে তাঁরা নিজেদের হাত এবং কাঁধের শক্তি কাজে লাগিয়ে থ্রো করে থাকেন।

 

১৬ বছর বয়সী প্রণবের মাথার ওপর সিমেন্টের চাঁই ভেঙে পড়ায় তিনি প্যারালাইসিস হয়ে যান। ৬ মাস হাসপাতালে কাটিয়েছিলেন, চিকিৎসকরা জানিয়েছিল কোনওভাবেই তাঁর পক্ষে হাঁটা চলা সম্ভব নয়। হাসপাতালে থাকাকালীনই প্রণবের বন্ধুরা তাঁকে এই খেলার কথা জানান। এরপর হুইল চেয়ারে বসেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা শুরু করেন তিনি। দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে পড়া প্রণব নিজের ১২ শ্রেণীর পরীক্ষা পেয়েছিলেন ৯১ শতাংশ নম্বর। তাঁদের পদক জয়ের পর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন-বিশ্বক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়াই তো রাজা! Border Gavaskar সিরিজের আগে বললেন ম্যাক্সওয়েল

এই ইভেন্টে সোনার জয়ের সঙ্গে সঙ্গে গতবারের টোকিয়ো অলিম্পিক্সের সোনার পদকের সংখ্যাকেও ছুঁয়ে ফেলল ভারত। পাঁচটি সোনা, ৯টি রূপো এবং ১০টি ব্রোঞ্জ পদক এবারে এসেছে ভারতের ঝুলিতে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'রাত দখলের নামে সিপিএম – বিজেপির ঝান্ডা নিয়ে মাতলামো করছে' দোষীরা শাস্তি পাক: আরজি কর কাণ্ডে গর্জে উঠল বাইশ গজ, কী বললেন ঋদ্ধি-মনোজ? আম্বানির ডাকে গণেশ পুজোয় করিনা-সইফ-সোনমরা! কার সাজ বেশি সুন্দর লাগল আপনার 'নিরপেক্ষভাবে কাজ করুন, নইলে পুলিশকর্মীদের নিম গাছে বেঁধে রাখব' SOP মেনে তদন্ত করেনি পুলিশ, লোপাট হয়ে থাকতে পারে প্রমাণ: নির্ভয়া মামলার অফিসার ICC-র নতুন চেয়ারম্যান জয় শাহকে নিয়ে কী ভাবছে পাকিস্তান? কী বললেন PCB প্রধান? গণপতির সামনে হাত জোড় করে বসে গৌরী! গণেশ পুজো ধুমধাম করে হল শাহরুখের মন্নতে ২০০৮ সালেই রোহিত শর্মাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রাক্তন কিউয়ি তারকা বাংলাদেশে গণেশ পুজোয় ভাঙচুর, তারই মাঝে সিদ্ধিদাতার আরাধনায় লিটন দাস Paralympics 2024 Day 10: রুপো সোনায় বদলে গেল! ২৯টি পদক জিতে ১৬ নম্বরে উঠল ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.