বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: 'ইচ্ছে করে স্লো উইকেট বানানো হচ্ছে অশ্বিন-জাদেজাদের জন্য', বিস্ফোরক টেলর

IND vs AUS: 'ইচ্ছে করে স্লো উইকেট বানানো হচ্ছে অশ্বিন-জাদেজাদের জন্য', বিস্ফোরক টেলর

রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ছবি- পিটিআই 

ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটাররা। প্রথম দুই টেস্টে লজ্জার হার প্যাট কামিন্সদের। এবার ভারতের পিচ নিয়ে সমালোচনা করলেন প্রাক্তন অজি ক্রিকেটার মার্ক টেলর। 

বর্ডার-গাভাসকর ট্রফির চারটি টেস্ট ম্যাচের মধ্যে দুটিতে এগিয়ে রয়েছে ভারত। গত দুই ম্যাচে ভারতীয় স্পিন বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ইনিংস সহ হারতে হয়েছে অজিদের। শুধুমাত্র দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে কিছুটা লড়াই করে অজি বাহিনী। কিন্তু ভারতীয় বোলারদের হাত থেকে কোনও ভাবেই রেহাই পায়নি টিম অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হারতে হয়েছে প্যাট কামিন্সের দলকে। ফলে পরপর দুই ম্যাচ হেরে চার ম্যাচের টেস্ট সিরিজে আপাতত পিছিয়ে রয়েছে তারা।

দুটি টেস্টই তিন দিনের মাথায় শেষ হয়ে যায়। প্রথম টেস্ট ম্যাচে পিচের চরিত্র নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে। বলা হতে থাকে স্পিনারদের জন্য উইকেট করা হয়েছে। যদিও ভারতের মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ উইকেট পান সেই ম্যাচে। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেও চারটি উইকেট নেন মহাম্মদ শামি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাট করার পরে ভারত ৪০০ রান করে।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর সম্প্রতি মতামত প্রকাশ করে জানান, ভারতের পিচগুলি হোম প্লেয়ারদের জন্য উপযুক্ত। তা ব্যাটার হোক বা বোলার। দেশীয় ক্রিকেটাররাই বেশি সাহায্য পায়। এমনটাই মনে করছেন তিনি। টেলর বলেন, ‘অস্ট্রেলিয়ায় খেলার পরিবেশ অনেক আলাদা। এটা ঠিক যে আইপিএলে অনেক ক্রিকেটার খেলেন কিন্তু সেই পিচের চরিত্র আলাদা হয়। ভারত তাদের খেলার ধরন হিসেবে স্লো উইকেট করেছে। আমরা এই ধরনের পিচে খেলে অভ্যস্ত নই।’

টেলর ভারতের মাটিতে বেশি ম্যাচ খেলেননি। তবে ১৯৯৮ সালের দলে তিনি অধিনায়ক ছিলেন। সেই সিরিজের সম্পর্কের বলেন, ‘১৯৯৮ সালে চেন্নাইতে প্রথম ম্যাচে আমরা হারি। ইডেনেও আমরা পরাজিত হই। ইডেনে আমরা ২২০ রানের ম্যাচ হারি। বর্তমান অস্ট্রেলিয়া দলের সঙ্গে যা হচ্ছে তা অতীতেও হয়েছে। তবে আমরা বেঙ্গালুরু ম্যাচে ঘুরে দাঁড়াই। যখন কোনও দল দেখতে পারে ম্যাচের সবকিছুই তাদের বিপক্ষে যাচ্ছে এবং সেটা অনেক দ্রুত ঘটছে, তখন সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। ইডেনেও আমাদের সঙ্গে এমনটাই হয়েছিল। বর্তমান সিরিজে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার সঙ্গে তাই হয়েছে। এখন এটাই দেখার শেষ দুই ম্যাচে কেমন পিচ করে ভারত।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.