টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস রচনা করেছে ফেলেছে ভারত। সবচেয়ে বেশি পদক জিতেছে তারা। এই প্রথম বার পদক তালিকায় ২৫-এর মধ্যে শেষ করেছে ভারত। ভারতের স্থান এ বার ২৪ নম্বরে।
1/7টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পারফরম্যান্স সবচেয়ে ভাল। পাঁচটি সোনা, আটটি রুপো এবং ছ'টি ব্রোঞ্জ সহ মোট ১৯টি পদক জিতল ভারত। অ্যাথলেটিক্স থেকে মোট ৮টি, আর্চারি থেকে ১টি, ব্যাডমিন্টন থেকে ৪টি, শুটিং থেকে ৫টি এবং টেবল টেনিস থেকে ১টি পদক এসেছে। ছবি: এএনআই
2/7এর মধ্যে আবার আভনি লেখারা এবং সিংরাজ আদানা দু'টি করে পদক জিতেছেন। ছবি: এএনআই
3/7আভনি লেখারা ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ-ওয়ানে সোনা জেতেন। পুরুষদের জ্যাভলিনে এফ-সিক্সটি ফোর ইভেন্টে সোনা জেতেন সুমিত অ্যান্টিল। মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ-ওয়ানে সোনা জিতেছেন মণিশ নারওয়াল। ব্যাডমিন্টনে সোনা জিতেছেন প্রমোদ ভগৎ এবং কৃষ্ণ নাগর। ছবি: রয়টার্স