শুভব্রত মুখার্জি:- জর্ডনে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ।যেখানে রবিবার মুখোমুখি হয়েছিল ভারত এবং ইরান। খাতায় কলমে ইরান ,ভারতের থেকে অনেক বেশি শক্তিশালী দল। কিন্তু ম্যাচে সেইসবকে আলাদা গুরুত্ব দেয়নি ভারতীয় দল। দুর্দান্ত লড়াই করার পরে হারতে হয়েছে তাদের। একটা সময় মনে হয়েছিল ভারতীয় কেজার্সরা হয়ত ইতিহাস গড়বেন। কিন্তু তা সম্ভব হয়নি। ইরানিয়ান কেজার্সের কাছে শেষ পর্যন্ত হারতে হয়েছে ভারতকে। খেলার ফল ভারতের বিপক্ষে ৭৩-৫৯। এরপর জাপানের বিপক্ষেও হেরে যায় ভারতের অনূর্ধ্ব ১৯ দল। খেলার ফল জাপানের পক্ষে ১০০-৫০। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন-ইজরায়েলের মাঠে দুরন্ত জয় ইতালির! আজ মুখোমুখি জার্মানি-নেদারল্যান্ডস! নামছে ইংল্যান্ডও…
ক্রমতালিকা অনুযায়ী এশিয়া মহাদেশের দ্বিতীয় শীর্ষ দল ইরান।তাদের বিরুদ্ধে ম্যাচ যে সহজ হবে না জানত ভারতীয় দল।তবে অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে পরপর দুবার ইরানকে হারানোর সুযোগ পেয়েও শেষরক্ষা করতে পারল না ভারতীয় দল। ম্যাচটি ছিল একটি ক্লাসিফিকেশন ম্যাচ। ৫-৮ স্থানের ক্লাসিফিকেশন ম্যাচ ছিল এই ম্যাচটি। জর্ডনের প্রিন্স হামজা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচে ভারতীয় দল দাঁতে দাঁত চেপে লড়াইটা পৌছে দেয় ইরান শিবিরে।তবে তারা শেষরক্ষা করতে পারেনি। ইরান ম্যাচের পর জাপানের বিপক্ষে নেমেছিল ভারতের যুব বাস্কেটবল দল, কিন্তু সেখানেও হার স্বীকার করতে হয় তাঁদের। ভারতের বিপক্ষে ফল দাঁড়ায় ৫০-১০০।
শনিবার ভারত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল চিনের। এই ম্যাচে ভারতীয় দলকে একেবারেই ছন্দহীন মনে হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই ম্যাচে খুব একটা লড়াই ছাড়াই তাদের হারতে হয়। তবে সেই হতাশা থেকে ইরান ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল ভারতী। তাদের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল স্পষ্ট। প্রথম কোয়ার্টার শেষে ভারতীয় দল এক পয়েন্টে এগিয়েও গিয়েছিল। দ্বিতীয় কোয়ার্টারেও বেশ আক্রমণাত্মক খেলা খেলছিল ভারতীয় কেজার্সরা।তবে শেষ ৩০ সেকেন্ডে তারা একাধিক ভুল করে। যার খেসারত দিতে হয় তাদের।
এই সময়ে পরপর ছয়টি পয়েন্ট স্কোর করে নিয়ে লিড নেয় ইরান। ফলে বিরতিতে যাওয়ার আগে লিড নিয়েই যায় ইরান। পরবর্তীতে দুটি কোয়ার্টারে ভারত চেষ্টা করেও ম্যাচে ফেরত আসতে পারেনি। ফলে ১৪ পয়েন্টের ব্যবধানে হারতে হয় ভারতীয় দলকে। কোয়ার্টার অনুযায়ী যদি আমরা রেজাল্ট দেখি তাহলে দেখব ইরানের পক্ষে ২০-২১,১৮-১১,১৯-১৬,১৬-১১। ম্যাচে ১৩ মিনিট সময় এগিয়ে ছিল ভারতীয় দল। ম্যাচে সবথেকে বেশি পয়েন্ট স্কোর করেছেন ইরানের অ্যারিয়ান লেডাল্যাটফার। তিনি মোট ১৭ পয়েন্ট স্কোর করেছেন। কোয়ার্টার ফাইনালের ভারতের শেষ ম্যাচ ছিল জাপানের বিপক্ষে। সেটাও হারায়, শেষ আটের তিনটি ম্যাচেই হারে ভারতীয় দল। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬-৩৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।