ঘরের মাঠে বিশ্বকাপে ভারতীয় হকি দল ব্যর্থ হওয়ার পরেই সরে দাঁড়ালেন হেড কোচ গ্রাহাম রিড। বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পরেই হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন ভারতীয় দলের অজি কোচ।
সোমবার সকালে একই সঙ্গে পদত্যাগ করেছেন ভারতীয় হকি দলের অ্যানালিটিক্যাল কোচ গ্রেগ ক্লার্ক ও সাইন্টিফিক অ্যাডভাইজর মিচেল ডেভিড পেম্বার্টনও। নোটিশ পিরিয়ড হিসেবে তিনজনেই আরও একমাস ভারতীয় দলের সঙ্গে থাকবেন।
ভারতীয় হকি দল এবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়। তারা ক্রসওভার ম্য়াচে নিউজিল্যান্ডের কাছে হেরে খেতাবের দৌড় থেকে ছিটকে যায়। শেষমেশ যুগ্মভাবে নবম স্থানে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করে ভারত।
রিডের প্রশিক্ষণেই ভারতীয় হকি দল টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক জেতে। তাঁর অধীনেই ভারত ২০২২ সালের কমনওয়েলথ গেমসে রুপো জেতে এবং ২০২১-২২ প্রো লিগ মরশুমে তৃতীয় স্থান অধিকার করে।
২০১৯ সাল থেকে ভারতীয় হকি দলের যাত্রাপথে সঙ্গী ছিলেন গ্রাহাম। সম্পর্কে ইতি টানার কথা জানিয়ে তিনি বলেন, ‘সরে দাঁড়ানোর এবং পরবর্তী ম্যানেজেমেন্টের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এটাই সঠিক সময়। হকি ইন্ডিয়া ও ভারতীয় হকি দলের সঙ্গে কাজ করা অত্যন্ত সম্মানের। এমন দুর্দান্ত সফরের প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। দলের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা রইল।’
পদত্যাগ পত্র গ্রহণ করার পরে হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে বলেন, ‘গ্রাহাম ও তাঁর সাপোর্ট স্টাফদের প্রতি ভারত সর্বদা কৃতিজ্ঞ থাকবে। ওঁরা আমাদের অনেক সাফল্য এনে দিয়েছেন, বিশেষ করে অলিম্পিক্সে। সব যাত্রাই একটা ভিন্ন দিকে মোড় নেয়। তাই আমাদের দলকেও নতুন অভিমুখে এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন:- IND vs NZ: মারকাটারি ফর্ম্যাটে ছক্কাহীন T20I, ভারতে এমনটা আগে কখনও ঘটেনি- বিরল রেকর্ড
বিশ্বকাপের ভারতীয় হকি দলের পারফর্ম্যান্স:-
১. পুল-ডি'র প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে দেয় ভারত।
২. পুল-ডি'র দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে ভারত।
৩. পুল-ডি'র তৃতীয় ম্যাচে ওয়েলসকে ৪-২ গোলে পরাজিত করে ভারত।
৪. ক্রসওভার রাউন্ডের ম্যাচে পেনাল্টি শুট-আউটে ৪-৫ গোলে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। নির্ধারিত সময়ে ম্যাচের স্কোর-লাইন ছিল ৩-৩।
৫. ক্লাসিফিকেশন ম্যাচে জাপানকে ৮-০ গোলে হারিয়ে দেয়।
৬. ক্লাসিফিকেশন ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-২ গোলে হারিয়ে দেয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।