বাংলা নিউজ > ময়দান > পিটারসেনদের কাছে হারের ধাক্কা সামলে জন্টিদের বিরুদ্ধে জয়ে ফিরতে পারবেন সচিনরা? টিভিতে ও অনলাইনে কোথায় দেখবেন ম্যাচ?

পিটারসেনদের কাছে হারের ধাক্কা সামলে জন্টিদের বিরুদ্ধে জয়ে ফিরতে পারবেন সচিনরা? টিভিতে ও অনলাইনে কোথায় দেখবেন ম্যাচ?

ইউসুফ পাঠান ও সচিন তেন্ডুলকর। ছবি- টুইটার।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে সাউথ আফ্রিকা লেজেন্ডসের মুখোমুখি ইন্ডিয়া লেজেন্ডস।

বাংলাদেশ লেজেন্ডসের বিরুদ্ধে এবছর টুর্নামেন্টের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ইন্ডিয়া লেজেন্ডস। তবে কেভিন পিটারসেনদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়েও হারতে হয় সচিন তেন্ডুলকরদের। এবার তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি ভারতীয় কিংবদন্তিরা।

দেখে নেওয়া যাক টুর্নামেন্টে ইন্ডিয়া লেজেন্ডস বনাম সাউথ আফ্রিকা লেজেন্ডস ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।

কবে অনুষ্ঠিত হবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২১-এ সচিনদের তৃতীয় ম্যাচ: ১৩ মার্চ, ২০২১ (শনিবার)।

কোথায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়া লেজেন্ডস বনাম সাউথ আফ্রিকা লেজেন্ডস ম্যাচ: শহিদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (রায়পুর)।

কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

কোন চ্যানেলে দেখা যাবে সরাসরি সম্প্রচার: কালার্স সিনেপ্লেক্স (COLORS Cineplex), কালার্স কন্নাড়া সিনেমা (COLORS Kannada Cinema), রিশতে সিনেপ্লেক্স (Rishtey Cineplex) ও ডিডি স্পোর্টসে (DD Sports) দেখা যাবে সরাসরি সম্প্রচার।

অনলাইন কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Voot app, Jio app, Jio Tv ও ওয়েবসাইটে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের স্কোর ও লাইভ আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।

ইন্ডিয়া লেজেন্ডস স্কোয়াড: সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, মহম্মদ কাইফ, প্রজ্ঞান ওঝা, নোয়েল ভেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, মনপ্রীত গনি, ইউসুফ পাঠান, নমন ওঝা, এস বদ্রিনাথ ও বিনয় কুমার।

সাউথ আফ্রিকা লেজেন্ড স্কোয়াড: জন্টি রোডস, মর্নি ভ্যান উইক, গার্নেট ক্রুগার, রজার টেলেমাশাস, জাস্টিন কেম্প, অ্যালভারো পিটারসেন, নান্টি হ্যাওয়ার্ড, অ্যান্ড্রু পাটিক, লুটস বসম্যান, জান্দের ডি'ব্রইন, থান্ডি সাবালালা, মন্দে জোন্ডেকি, মাখায়া এনতিনি ও লয়েড নরিস।

বন্ধ করুন