বাংলা নিউজ > ময়দান > সেমিফাইনালে সচিন বনাম লারা, টিভিতে ও মোবাইলে কবে, কোথায়, কখন দেখবেন দুই কিংবদন্তির ডুয়েল?

সেমিফাইনালে সচিন বনাম লারা, টিভিতে ও মোবাইলে কবে, কোথায়, কখন দেখবেন দুই কিংবদন্তির ডুয়েল?

ইন্ডিয়া লেজেন্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। ছবি- টুইটার।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের শেষ চারে ইন্ডিয়া লেজেন্ডসের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস।

লিগ চ্যাম্পিয়ন হয়ে চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন সচিনরা। অন্যদিকে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড পিটারসেনদের ছিটকে দিয়ে শেষ চারের টিকিট পকেটে পুরেছে। এবার ফাইনালে ওঠার দৌড়ে ইন্ডিয়া লেজেন্ডসের মুখোমুখি ক্যারিবিয়াবন দল। ফের একবার সচিন বনাম লারার ডুয়েল দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

দেখে নেওয়া যাক টুর্নামেন্টে ইন্ডিয়া লেজেন্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস প্রথম সেমিফাইনাল ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।

কবে অনুষ্ঠিত হবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২১-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ: ১৭ মার্চ, ২০২১ (বুধবার)।

কোথায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়া লেজেন্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ম্যাচ: শহিদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (রায়পুর)।

কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

কোন চ্যানেলে দেখা যাবে সরাসরি সম্প্রচার: কালার্স সিনেপ্লেক্স (COLORS Cineplex), কালার্স কন্নাড়া সিনেমা (COLORS Kannada Cinema), রিশতে সিনেপ্লেক্স (Rishtey Cineplex) ও ডিডি স্পোর্টসে (DD Sports) দেখা যাবে সরাসরি সম্প্রচার।

অনলাইন কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Voot app, Jio app, Jio Tv ও ওয়েবসাইটে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের স্কোর ও লাইভ আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।

ইন্ডিয়া লেজেন্ডস স্কোয়াড: সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, মহম্মদ কাইফ, প্রজ্ঞান ওঝা, নোয়েল ভেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, মনপ্রীত গনি, ইউসুফ পাঠান, নমন ওঝা, এস বদ্রিনাথ ও বিনয় কুমার।

ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড স্কোয়াড: ব্রায়ান লারা, টিনো বেস্ট, রিডলি জেকবস, নরসিং দেওনারায়ন, সুলেমান বেন, দীননাথ রামনারায়ন, অ্যাডাম স্যানফোর্ড, কার্ল হুপার, ডোয়েন স্মিথ, রিয়ান অস্টিন, উইলিয়াম পার্কিন্স ও মহেন্দ্র নাগামুতু।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন