ব্যাডমিন্টনে ইতিহাস লিখে ফেলল ভারত। হংকং-কে হারিয়ে এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে পদক জিতে শুক্রবারই নজির গড়েছিলেন ভারতীয় শাটলাররা। এই প্রতিযোগীতায় ভারত তাদের প্রথম ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করে ফেলল। সেমিফাইনালে অবশ্য চিনের কাছে ২-৩-এ হেরে ব্রোঞ্জ জিতেছে ভারত। সেমিফাইনালে ভারত পুরুষ সিঙ্গলস, মহিলা সিঙ্গলস এবং মিক্সড ডাবলস- সবেতেই ম্যাচ হেরেছে। ফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে চিন।
সেমিতে চিনের বিরুদ্ধে জয় পেলে সোনা জয়ের হাতছানি থাকত। কিন্তু সেটা করতে পারেনি ভারতীয় দল। চিনের বিরুদ্ধে ২-৩ ব্যবধানে হেরে যায় লক্ষ্যরা। এইচএস প্রণয় হেরে যান চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধুও হেরে যান। তবে ভারত মহাদেশীয় টুর্নামেন্ট থেকে প্রথম পদক পেল। হোক না সেটা ব্রোঞ্জ।
প্রণয় মিক্সড টিম ইভেন্টে মাত্র ৪৫ মিনিটে হেরে যান। অন্যদিকে পিভি সিন্ধু, যিনি ধীরে ধীরে পুরো ফিট হয়ে উঠছেন, তিনিও হেরে বসে থাকেন। হিল ইনজুুরির কারণে সিন্ধু পাঁচ মাস কোর্টের বাইরে ছিলেন। সেমিতে একটি কঠিন লড়াইয়ে ২৪ বছরের তারকা এক ঘন্টা ১০ মিনিটে হেরে বসেন।
ধ্রুব কপিলা এবং চিরাগ শেট্টির পুরুষদের মিক্সড ডাবলসে অবশ্য জয় পেয়েছেন। তাঁরা জি টিং ও ঝো হাও ডংকে ২১-১৯, ২১-১৯-এ হারিয়েছেন। এ দিকে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ মহিলা ডাবলসে ২১-১৮, ১৩-২১, ২১-১৯-এ হারান লিউ শেং শু ও তান নিং জুটিকে। সেই সঙ্গে ভারত ২-২ সমতা ফেরায়।
ভারতকে ফাইনালে নিয়ে যাওয়ার জন্য সকলের দৃষ্টি ছিল মিক্সড ডাবলস জুটির দিকে। ইশান ভাটনাগর এবং তানিশা ক্র্যাস্টোর ছিলেন ভরসা। কিন্তু তাঁরা জিয়াং জেন ব্যাং এবং ওয়েই ইয়া জিনের কাছে মাত্র ৩৪ মিনিটে উড়ে যান। খেলার ফল চিনা জুটির পক্ষে ২১-১৭, ২১-১৩। ফলে সেমিতে ভারত ২-৩ হেরে বসে থাকে।
এর আগে শুক্রবার ভারত হংকংকে ৩-২-এ পরাজিত করে একটি অসাধারণ প্রত্যাবর্তন করেছিল এবং সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিল। পাশাপাশি সেমিতে উঠেই তারা মহাদেশীয় টুর্নামেন্টে প্রথম বারের মতো পদক নিশ্চিত করে ফেলেছিল।