বাংলা নিউজ > ময়দান > Paris Olympics- ‘ব্রোঞ্জ জিতেছি ভালো কথা, কিন্তু এটা আমার টার্গেট ছিল না!’ কেন খুশি নন ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুলটন?

Paris Olympics- ‘ব্রোঞ্জ জিতেছি ভালো কথা, কিন্তু এটা আমার টার্গেট ছিল না!’ কেন খুশি নন ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুলটন?

ভারতীয় হকি দলের সঙ্গে কোচ ক্রেগ ফুলটন। ছবি- পিটিআই (PTI)

ক্রেগ ফুলটন চেয়েছিলেন দল আরও সাফল্য পাক। সেই জন্য তিনি বলছেন, ‘ আমি খুব একটা খুশি নই এই স্থানে শেষ করতে পেরে। আরেকটু ওপরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠে নি। কিন্তু তাঁরপর যদি ভালো কিছু করা যেত, তাহলে সেটা এই পদক জয়। আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা দলে পরিণত হয়েছি। '

টোকিয়ো অলিম্পিক্সের পর প্যারিস অলিম্পিক্সেও পদক জিতেছে ভারতীয় হকি দল। পরপর দুটি অলিম্পিক্সেও ব্রোঞ্জ পেল ভারত। নীরজ চোপড়া এবং ভারতীয় হকি দলই একমাত্র টোকিয়ো এবং প্যারিস থেকে এদেশে পদক আনল। পি আর শ্রীজেশের ফেয়ারওয়েল ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে দেয় ভারতীয় দল। ম্যাচ জয়ের পর দলের কোচ ক্রেগ ফুলটন বলেন, ‘ তৃতীয় কোয়ার্টারে ওদের ওপর বেশ ভালোই চাপ তৈরি করতে পেরেছি। বলও আমাদের আয়ত্তেই রেখেছিলাম অধিকাংশ সময়। আমি ম্যাচের আগে বলেছিলাম, কে এই পদকটার বেশি যোগ্য সেটা গুরুত্বপূর্ণ নয়, এই পদকটা জয়ের জন্য কে বেশি সচেষ্ট সেটাই বিষয়। আমাদের দলের ধারাবাহিকতা শুরু থেকে দেখে আসছ,শুরুটা অতটা ভালো ছিল না। আয়ারল্যান্ডকে হারিয়ে পরে আমরা কোয়ালিফাই করি। বেলজিয়াম ম্যাচেও ভালো খেলেছিলাম। আমরা কিছু উন্নতি করেছিলাম, যেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দেখা গেছে। ’

আরও পড়ুন-ফিক্সিংয়ের প্রস্তাব চেপে গেছিলেন! লঙ্কান ক্রিকেটারের জবাব তলব আইসিসির!

ক্রেগ ফুলটন চেয়েছিলেন দল আরও সাফল্য পাক। সেই জন্য তিনি বলছেন, ‘ আমি খুব একটা খুশি নই এই স্থানে শেষ করতে পেরে। আরেকটু ওপরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠে নি। কিন্তু তাঁরপর যদি ভালো কিছু করা যেত, তাহলে সেটা এই পদক জয়। আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা দলে পরিণত হয়েছি। আমাদের সব থেকে বড় কাজ ছিল দলগতি সংহতি তৈরি করা। যেটা গত তিন বছরে সম্ভব হয়েছে । প্রথমেই প্রয়োজন ছিল একে অপরের ওপর ভরসা আর বিশ্বাস তৈরি করা, কারণ সেটাই প্রথম কাজ যেটা দলের সাফল্যের জন্য দরকার। আমার মনে হয়েছিল আমরা এশিয়ান গেমসে ভালোই ফল করেছি, সেখান থেকে আমাদের পারফরমেনস আরও ভালো করতে হত। অস্ট্রেলিয়ায় প্রো লিগের একটু কঠিন সময় গেছিল, কিন্তু আমরা জানতাম সেই পরিস্থিতি বদলাবে ’।

আরও পড়ুন-ইউরোয় হারের ধাক্কা! বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত রোনাল্ডোর সতীর্থ পেপের!

হরমনপ্রীতদের হেডস্যার আরও বলেন, ‘ আমরা এখানে এসেছিলান আন্ডারডগ হিসেবে। বলা যায়, অনেকেই ভাবেনি আমরা প্রথম চারের মধ্যে শেষ করতে পারব। তবে আমি আশাবাদী ছিলাম, দল কঠিন প্রতিপক্ষের বিপক্ষেও দুরন্ত লড়াই দেবে। আর আমরা ভালো ফলও করেছি। তবে হ্যাঁ, দলের মধ্যে ভরসা এবং বিশ্বাস পেতে প্যাডি আপ্টন অনেক সাহায্য করেছে। আমাদের কোচিং স্টাফরাও অনেক পরিশ্রম করেছে। একমাত্র ভারত এবং জার্মানি পরপর পদক জিতল, এটাই বুঝিয়ে দিচ্ছে যে ভারতীয় হকি সঠিক পথেই হাঁটছে। স্পেনের বিরুদ্ধে গোটা ম্যাচই কিন্তু আমরা দাপটের সঙ্গে খেলেছি, অ্যাটাকও বেশি করেছি। ডিফেন্সও ভালোই করেছি। তবে হ্যা ম্যাচটা যথেষ্ট কঠিনই ছিল। স্পেন নিজেদের মতো করে মরিয়া চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত জিততে পেরে ভালোই লাগছে। প্রথমে গোল খেয়ে গেলেও আমাদের ছেলেরা হতচকিত হয়ে পড়েনি। ওরা জানে দলের মধ্যে বিশ্বাস রয়েছে, আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমরা জানতান, কর্নার পেলে আমরা গোল করে ফেলব, কারণ আমাদের প্ল্যান তৈরি ছিল।’ 

আরও পড়ুন-‘ভারতে মাঠ ছোট, উইকেট ব্যাটিং সহায়ক!’ ওডিআই সিরিজ জিতেই রোহিতদের খোঁচা থিকসানার…

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.