বাংলা নিউজ > ময়দান > শামি-বুমরাহকে ছাড়া ভাবনা-চিন্তা করার সময় এসেছে, বাস্তববাদী দাবি প্রাক্তন নির্বাচকের

শামি-বুমরাহকে ছাড়া ভাবনা-চিন্তা করার সময় এসেছে, বাস্তববাদী দাবি প্রাক্তন নির্বাচকের

শামি ও বুমরাহর সঙ্গে রোহিত। ছবি- এপি/পিটিআই।

একে-তাকে খেলিয়ে যাচাই করার সময় নেই বলেও মন্তব্য করেন ভারতের প্রাক্তন জাতীয় নির্বাচক। 

যেভাবে বারবার চোট-আঘাত সমস্যায় ভুগছেন ভারতের দুই সিনিয়র পেসার, তাতে এবার মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহকে ছাড়া এগিয়ে যাওয়ার কথা ভাবার সময় এসেছে ভারতের। এমনটাই দাবি করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা করিম।

বুমরাহ টি-২০ বিশ্বকাপের আগে থেকেই চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন। শামি চোট পেয়েছেন বিশ্বকাপের পরে। তবে এই প্রথম নয়, বরং গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে টিম ইন্ডিয়ার দুই সিনিয়র পেসারের চোট পেয়ে ছিটকে যাওয়া কার্যত নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। অথচ দুই পেসারকে ধরেই প্রাথমিকভাবে ঘুটি সাজায় ভারত। পরে তাঁদের দলে না পেয়ে পরিকল্পনা বদলাতে হয় টিম ম্যানেজমেন্টকে।

সব দিক দেখে শুনে সাবা করিম দাবি করেন যে, টিম ইন্ডিয়ার উচিত শামি-বুমরাহর বাইরে পেস বোলারদের নতুন পুল গড়ে নেওয়ার দিকে নজর দেওয়া। স্পিনারদের নিয়েও তাঁর একই মত।

আরও পড়ুন:- জুটল না অস্ট্রেলিয়া টেস্ট, ইডেন পেল ভারত-শ্রীলঙ্কা ODI, আইপিএলের আগে ঘরের মাঠে ১৯টি ম্যাচের সূচি প্রকাশ করল BCCI

India News-এর আলোচনায় সাবা করিম বলেন, ‘শামি-বুমরাহ যেভাবে পরপর চোট পেয়ে চলেছে, তাতে ওদের ছাড়া এগিয়ে যাওয়ার সময় এসেছে। পেসারদের একটা নতুন পুল তৈরি করার সময় এসেছে। স্পিনারদের ক্ষেত্রেও একই কথা বলব। ওয়ান ডে ক্রিকেটে আপনার সেরা তিন স্পিনার কারা? চাহাল, অক্ষর আর সুন্দর? তাই যদি হয়, তবে ওদের নিয়েই খেলে যাওয়া উচিত। একে-তাকে খেলিয়ে দেখে নেওয়ার সময় এখন আর নেই।’

আরও পড়ুন:- নতুন BCCI সভাপতিও কোহলির পরামর্শে কান দিলেন না, ফের হাই-ভোল্টেজ টেস্ট খেলা হবে ছোট কেন্দ্রে

উল্লেখ্য, মহম্মদ শামি প্রাথমিকভাবে চলতি বাংলাদেশ সফরের ওয়ান ডে ও টেস্ট, উভয় সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। তবে চোটের জন্য ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে যান তিনি। টেস্ট সিরিজেও অনিশ্চিত তারকা পেসার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন