
ICC ব়্যাঙ্কিংয়ের প্রথম তিনে ঢুকে পড়লেন লোকেশ রাহুল, সামনের দিকে এগলেন কোহলিও
১ মিনিটে পড়ুন . Updated: 09 Dec 2020, 04:36 PM IST- বোলার ও অল-রাউন্ডারদের প্রথম দশে কোনও ভারতীয় ক্রিকেটার নেই।
আইসিসির টি-২০ ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের পারফর্ম্যান্সের নিরিখে ব্যাটসম্যানদের তালিকার প্রথম তিনে ঢুকে পড়লেন লোকেশ রাহুল। প্রথম দশে ভারতের অপর প্রতিনিধি বিরাট কোহলিও উপরের দিকে উঠে এলেন।
ক্যানবেরায় সিরিজের প্রথম টি-২০ ম্যাচে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন রাহুল। পরে সিডনির দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩০ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও লোকেশ রাহুল অ্যারন ফিঞ্চকে টপকে ব়্যাঙ্কিং তালিকার তিন নম্বরে চলে আসেন। সিরিজের আগে লোকেশ অবস্থান করছিলেন চার নম্বরে।
অন্যদিকে, বিরাট কোহলি ক্যানবেরার প্রথম টি-২০ ম্যাচে বড় রান করতে ব্যর্থ হন। তবে পরের দু'টি ম্যাচে তিনি যথাক্রমে ৪০ ও ৮৫ রানের অনবদ্য দু'টি ইনিংস খেলেন। ফলে ভারত অধিনায়ক ৯ থেকে এক ধাপ উঠে ৮ নম্বরে চলে আসেন।
ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন পাক অধিনায়ক বাবর আজম।
টি-২০ ব়্যাঙ্কিংয়ে বোলার ও অল-রাউন্ডারদের প্রথম দশে কোনও ভারতীয় জায়গা করে নিতে পারেননি। বোলারদের তালিকার ১১ নম্বরে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন আফগান তারকা রশিদ খান। অল-রাউন্ডারদের তালিকার এক নম্বরে রয়েছে আফগানিস্তানেরই মহম্মদ নবি।