ICC পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত এক নম্বর মুকুট পেয়েছে। বার্ষিক র্যাঙ্কিং আপডেটে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ান দল ১৫ মাস ধরে পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। এর মাধ্যমে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অস্ট্রেলিয়ান দলের চেয়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন… LSG vs RCB ম্যাচে ঝামেলার পরে কোহলি ও রাহুলের দীর্ঘ আলোচনা! কী কথা হয়েছিল? জানালেন সুরেশ রায়না
বার্ষিক র্যাঙ্কিং আপডেটে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে রোহিত শর্মার দল লাফিয়ে MRF টায়ার্স আইসিসি পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ের নতুন এক নম্বর দলের শিরোপা টিম ইন্ডিয়ার মাথায় উঠল। পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার রাজত্ব ১৫ মাস পর শেষ হয়ে গেল এবং ভারত আগামী মাসের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অস্ট্রেলিয়াকে টপকে যাওয়ায় রোহিত অ্যান্ড কোম্পানির আত্মবিশ্বাসটা কিছুটা এগিয়ে থাকবে।
আরও পড়ুন… এশিয়া কাপে খেলার সুযোগ পেল নেপাল, সামনে থাকবে ভারত ও পাকিস্তান
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলায় ভারত মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। ৭ জুন এই দুই দল একে অপের বিরুদ্ধে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে। এই র্যাঙ্কিং প্রকাশের আগে অস্ট্রেলিয়ার রেটিং ছিল ১২২ এবং শীর্ষে ছিল তারা। যেখানে টিম ইন্ডিয়ার ১১৯ রেটিং পয়েন্ট ছিল। কিন্তু এখন ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে টিম ইন্ডিয়া। একই সময়ে, অস্ট্রেলিয়া ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গিয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার পর অন্য দলের কথা বললে, ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। চার নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকার দল। পাঁচ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড দল। সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে রয়েছে পাকিস্তানের দল। আর শ্রীলঙ্কা রয়েছে সাত নম্বরে। আট নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। নয় ও দশম স্থানে রয়েছে বাংলাদেশ ও জিম্বাবোয়ের দল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
আইসিসি-র টি-টোয়েন্টি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। একই সঙ্গে দ্বিতীয় নম্বরে রয়েছে ইংল্যান্ড দল। তিন নম্বরে নিউজিল্যান্ড আর চার নম্বরে পাকিস্তানি দল। এই র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার দল ছয় নম্বরে, ওয়েস্ট ইন্ডিজের দল সাত নম্বরে। আট নম্বরে শ্রীলঙ্কা আর নয় নম্বরে বাংলাদেশ। একই সঙ্গে দশ নম্বরে রয়েছে আফগানিস্তানের দল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।