বাংলা নিউজ > ময়দান > India qualifies for U17 Basketball WC: ৮৮ বছরের ইতিহাসে প্রথমবার! যে কোনও পর্যায়ের বাস্কেটবল বিশ্বকাপের টিকিট পেল ভারত

India qualifies for U17 Basketball WC: ৮৮ বছরের ইতিহাসে প্রথমবার! যে কোনও পর্যায়ের বাস্কেটবল বিশ্বকাপের টিকিট পেল ভারত

২০২২ সালের ১৬ অক্টোবর ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। (ছবি সৌজন্যে, india_basketball)

India qualifies for U17 Basketball World Cup: ভারতীয় বাস্কেটবলের ইতিহাসে জুনিয়র বা সিনিয়র পর্যায় মিলিয়ে এই প্রথমবার কোনও দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল জাতীয় দল।

২০২২ সালের ১৬ অক্টোবর ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিকে ভারতীয় ক্রীড়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দিলেন ভারতের বাস্কেটবলাররা। ভারতীয় বাস্কেটবলের ইতিহাসে জুনিয়র বা সিনিয়র পর্যায় মিলিয়ে এই প্রথমবার কোনও দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল জাতীয় দল। 

সবেমাত্র শেষ হয়েছে ফিবা আয়োজিত ৩*৩ অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের আসর। সেখানেই ফাইনালে উঠেছিল ভারত। যদিও ফাইনালে শেষরক্ষা হয়নি। ফাইনাল হেরে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে এর মধ্যে দিয়েই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে নিয়েছে। আর এর মাধ্যমেই তারা গড়ে ফেলেছেন নয়া নজির। প্রথম ভারতীয় দল হিসেবে বাস্কেটবলের বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছেন তারা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে চার সদস্যের ভারতীয় দল দেশকে রুপো এনে দেওয়ার পাশাপাশি সামনের বছর বিশ্বকাপের ছাড়পত্র  ছিনিয়ে নিয়েছেন। ভারতীয় বাস্কেটবলের ৮৮ বছরের ইতিহাসে যা ঘটেনি, এদিন সেই ঘটনাই ঘটিয়ে দেখিয়েছেন ছোটোরা। রুপোজয়ী দলের সদস্যরা হলেন হর্ষ ডাগর, জয়দীপ রাঠৌর,কুশল সিং এবং লোকেন্দ্র সিং। 

উল্লেখ্য, নয়ডার বাস্কেটবল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেন এই চার হুপস্টার। প্রসঙ্গত দোহাতে কয়েকমাস আগে যে ভারতীয় ১২ সদস্যের বাস্কেটবল দল অনুর্ধ্ব-১৬ বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অল্পের জন্য অর্জন করতে পারেনি এই চারজন সেই দলেরও সদস্য ছিলেন।

প্রসঙ্গত, ভারত টুর্নামেন্টের প্রথম ম্যাচে তৃতীয় বাছাই উজবেকিস্তান দলকে উড়িয়ে দিয়েছিল ২১-৭ ফলে। ২০১৮ সালের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড দলকে তারা হারায় ২১-১১ ফলে। পুল-বি'তে শীর্ষে শেষ করে ভারত। ১০ মিনিটের ম্যাচে মাত্র ৫ মিনিট সময় তারা ব্যয় করে উজবেকিস্তান এবং নিউজিল্যান্ড দলকে হারাতে। কোয়ার্টার ফাইনালে জর্ডনকে তারা হারায় ২১-৯ ফলে। সেমিফাইনালে তারা ২১-২০ ফলে হারায় চাইনিজ তাইপেকে। ফাইনালে অবশ্য ১৭-২১ ফলে তাদের হারতে হয় জাপানের কাছে। এই সাফল্যের কথা মাথায় রেখে বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে গোবিন্দরাজ প্রত্যেক তারকার জন্য ১ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছেন।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘মমতা ট্রিগার টিপে দেওয়ায়’ সিঙ্গুর ছেড়েছিলেন রতন টাটা, আজ শোকপ্রকাশ সেই ‘এম’-র এই পুজোয় কাদের ভেঙে যাওয়া সম্পর্ক লাগবে জোড়া? কী বলছে প্রেম রাশিফল দেখে নিন 'শুধু শূন্যস্থান রয়ে গেল…', রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ তাঁর 'বেস্ট ফ্রেন্ড' স্কুটার দেখে আসে আইডিয়া! রতন টাটার আঁকা ন্যানোর প্রথম ডিজাইনে ছিল না দরজা জানলা ICCতে জয় শাহ এফেক্ট! পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি! ভাবনায় ৩ দেশ… রোহিতের মতোই ‘ইনটেন্ট’ দেখিয়েই লঙ্কাকে দুরমুশ হরমনদেন, চোট নিয়ে দিলেন ভালো খবর ডাক্তাররা বললেন 'বৈঠক নিষ্ফলা', কিছু পরেই 'দাবি মেনে নেওয়ার' বার্তা মুখ্যসচিবের ষষ্ঠীর রাতে স্বাস্থ্য ভবনের বৈঠকে কী এমন হল যে ক্ষোভে ফুঁসছেন জুনিয়র ডাক্তাররা? ‘ভারতের সবচেয়ে মূল্যবান মানুষ’ রতন টাটা প্রয়াত! শোকবার্তা সলমন-অনুষ্কাদের ‘আমি দেখতে চেয়েছিলাম, ওরা কেমন’, দলগত সংহতিতে বাংলাদেশকে হারিয়ে স্বস্তিতে সূর্য…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.