বাংলা নিউজ > ময়দান > ২০৩৬ অলিম্পিক্সের জন্য ভারত তৈরি- ২০২২ সালেই দাবি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

২০৩৬ অলিম্পিক্সের জন্য ভারত তৈরি- ২০২২ সালেই দাবি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

অনুরাগ ঠাকুর।

এর আগে ১৯৮২ সালে এশিয়ান গেমস ও ২০১০ সালে কমনওয়েলথ গেমসের আয়োজন সফল ভাবেই করেছিল ভারত। তা বলে অলিম্পিক্সের মতো বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগীতার আয়োজন করা মোটেও সহজ বিষয় নয়।

২০৩৬ সালে নাকি অলিম্পিক্সের আয়োজন করার জন্য ভারত তৈরি থাকবে। ২০২২ সালে বসে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর মতে, পরিকল্পনা ছকা হয়ে গিয়েছে। এ বার আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সামনে এই প্রস্তাব রাখার পালা তাঁরা। কেন্দ্রীয় মন্ত্রী আশাবাদী, অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পাবে ভারত।

এর আগে ১৯৮২ সালে এশিয়ান গেমস ও ২০১০ সালে কমনওয়েলথ গেমসের আয়োজন সফল ভাবেই করেছিল ভারত। তা বলে অলিম্পিক্সের মতো বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগীতার আয়োজন করা মোটেও সহজ বিষয় নয়। বিশেষ করে ভারতে তথাকথিত মাইনর গেমসগুলোর যা হাল, বা পরিকাঠামোর যা যে দশা, তাতে বিষয়টি কতটা সহজ হবে, তা নিয়ে প্রশ্ন থাকছে।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির বৈঠক রয়েছে। সেখানেই নিজেদের পরিকল্পনা তুলে ধরবে ভারতীয় অলিম্পিক্স সংস্থা। তারা অবশ্য চাইছে, আমেদাবাদে অলিম্পিক্সের আয়োজন করতে। কারণ, সেখানে সব খেলা আয়োজনের ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: ডোপিংয়ের নিয়ম ভঙ্গে ২ বছর নির্বাসিত দীপা কর্মকার, কোচের ভুলেই এত বড় ধাক্কা?

এই বিষয়ে একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ বলেছেন, ‘ভারত যদি জি২০ সম্মেলনে সভাপতিত্ব করতে পারে, তা হলে আমি নিশ্চিত, অলিম্পিক্সেরও আয়োজন করতে পারবে। আমরা জানি, ২০৩২ সাল পর্যন্ত আয়োজক দেশ ঠিক করা আছে। তাই ২০৩৬ সালের জন্য আবেদন করব। আমরা তৈরি।’

তিনি এখানেই থামেননি। তাঁর দাবি, সাফল্যের সঙ্গেই ভারত অলিম্পিক্স আয়োজন করতে পারবে। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ‘না বলার কোনও কারণ নেই। আমরা তৈরি রয়েছি। ভারতে খেলাধুলোর প্রচার খুব ভালো ভাবে হচ্ছে। তাই এটাই সঠিক সময়। ভারত ধীরে ধীরে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠছে। তা হলে খেলার ক্ষেত্রে কেন আমরা পিছিয়ে থাকব।’

আরও পড়ুন: ‘কেন আন্তর্জাতিক সংস্থা এ রকম সিদ্ধান্ত নিল’ নির্বাসনের কারণ খুঁজে পাচ্ছেন না দীপার কোচ

অনুরাগ জানিয়ে দিয়েছেন, পরিকল্পনাও নাকি পুরো তৈরি। তিনি বলেছেন, ‘২০২৩ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার সামনে নিজেদের পরিকল্পনা তুলে করব। অলিম্পিক্স আয়োজনের জন্য যা যা দরকার, সব কিছু করব। ভারতীয় অলিম্পিক্স সংস্থা ও কেন্দ্র যৌথ ভাবে সব কিছু করবে।’

তবে কেন নরেন্দ্র মোদীর রাজ্যকেই অলিম্পিক্স আয়োজনের জন্য বেছে নিচ্ছে কেন্দ্রীয় সরকার? এর উত্তরে অনুরাগ বলেছেন, ‘গুজরাত অনেক বার অলিম্পিক্সের আয়োজন করতে চেয়েছে। সেখানে খেলার পরিকাঠামোর পাশাপাশি হোটেল, বিমানবন্দর, হোস্টেল এবং অন্যান্য সুবিধেও রয়েছে। ওরা এত আগ্রহ দেখাচ্ছে বলেই ওদের আয়োজনের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চাকরি ছাড়েননি, শুধু ডিউটি করবেন না, ‘গণইস্তফা’ আরজি করের সিনিয়র ডাক্তারদের! ২৭ বছর পরে এমন সাফল্য, মুম্বইয়ের রাস্তায় ট্রফি হাতে রাহানে-সরফরাজদের উত্তাল নাচ নিউ ইয়র্কের গিয়েও মহা বিড়ম্বনায়! সেখানেও সেই 'হাওয়াই চটি'ই ভরসা গায়িকা সঞ্চিতার ঢোল-তাসা-স্লোগানে টিম ইন্ডিয়াকে স্বাগত জানাল দিল্লি! আনন্দে নেচে উঠলেন সূর্য ডায়মন্ডহারবার পুলিশ জেলার ডগ স্কোয়াড আরও শক্তিশালী, নতুন দুই সদস্যের নাম কী? অক্টোবর ৫ রাশির জন্য হতে চলেছে সৌভাগ্যর, লক্ষ্মীর কৃপায় এরা ধন সম্পদে হবে সমৃদ্ধ ‘সব জায়গায় ধর্ষকরা তৃণমূলের লোক’ ভোটের রেজাল্ট আপডেট করছে না কমিশন, পিছিয়ে পড়তেই দাবি কংগ্রেসের, হাসছে বিজেপি! গণনা শেষের আগে হার মানলেন মেহবুবার মেয়ে, কুলগামে ফের লাল ঝান্ডা ওড়ালেন তারিগামি পুলিশ-ডাকাতের ইঁদুর-বিড়ালের দৌড়ে আবিরকে ছাপিয়ে গেলেন 'বহুরূপী' শিবপ্রসাদ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.