শুভব্রত মুখার্জি: এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে দীর্ঘদিন। আর তার প্রভাব মাঝেমধ্যেই পড়েছে খেলার মাঠে। এবার ক্রিকেটের ২২ গজেও পড়ল তার প্রভাব। ভারতে মঙ্গলবার থেকে অনুষ্ঠিত হওয়ার কথা দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের। সেখানেই পাকিস্তান দলের খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। যার ফলে এক্ষুণি শুরু করা যায়নি এই টুর্নামেন্ট। পাকিস্তান দলকে ভারতে আসার ভিসা দিতেই অস্বীকার করা হয়েছে ভারতের তরফে! যার ফলে সৃষ্টি হয়েছে সমস্যা।
পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে 'এই দুর্ভাগ্যজনক ঘটনার ফলে সমস্যায় পড়েছে পাকিস্তান দল। এই বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার পাকিস্তান দল। এর আগের দুটি বিশ্বকাপেও আমরা রানার্স হয়েছি (২০১২, ২০১৭)। পাশাপাশি বর্তমান টি-২০ চ্যাম্পিয়ন দল ভারতকেও আমরা শেষ পাঁচ বারের মধ্যে পাঁচ বারই হারিয়েছি। ২০২১ সালে দুবার ত্রিদেশীয় সিরিজে হারিয়েছি আমরা। ২০২২ সালেও হারিয়েছি আমরা। দুবারেই আমরা প্রতিযোগিতা জিতেছি।'
বিবৃতিতে আরও লেখা হয় 'সবকিছু ঠিকঠাক থাকলে এবারের ফাইনালেও মুখোমুখি হতে পারত ভারত এবং পাকিস্তান। আমাদের বর্তমান ফর্মের দিকে এটাও বলা যেতে পারে এবারের টুর্নামেন্ট আমাদের জয়ের প্রবল সম্ভাবনা ছিল। আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে করে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে পাকিস্তান দলকে ভিসা দিতে অস্বীকার করা হয়েছে। রাজনৈতিক কারণেই এটা করা হয়েছে। ভারতের এই বৈষম্যমূলক আচরণের তীব্র বিরোধিতা করছি। রাজনীতির উর্ধ্বে সবসময় খেলাকে রাখা উচিত। সব দলকে প্রতিযোগিতায় লড়াই করার সমান সুযোগ দেওয়া উচিত। ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে তাঁদের সরকারের কাছে বিষয়টি নিয়ে অনুরোধও করা হয়েছিল তবে তা শোনা হয়নি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।