জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা মাত্রই আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে লাফ দিল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে টপকে লিগ টেবিলের ছয় নম্বরে উঠে আসে টিম ইন্ডিয়া।
১৪ ম্যাচে ভারতের সংগ্রহে রয়েছে ৯৯ পয়েন্ট। আর একটি ম্যাচ জিতলেই, অর্থাৎ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে জিম্বাবোয়েকে হারালেই আফগানিস্তানকে টপকে যাবে ভারত। নিউজিল্যান্ড যদি ওয়েস্ট ইন্ডিজকে চলতি সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে হারাতে না পারে, তবে লিগ টেবিলে কিউয়িদেরও পিছনে ফেলে দেওয়ার হাতছানি রয়েছে লোকেশ রাহুলদের সামনে।
আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিল:-
১. ইংল্যান্ড: ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট।
২. বাংলাদেশ: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট।
৩. পাকিস্তান: ১৭ ম্যাচে ১১০ পয়েন্ট।
৪. নিউজিল্যান্ড: ১১ ম্যাচে ১০০ পয়েন্ট।
৫. আফগানিস্তান: ১২ ম্যাচে ১০০ পয়েন্ট।
৬. ভারত: ১৪ ম্যাচে ৯৯ পয়েন্ট।
৭. ওয়েস্ট ইন্ডিজ: ২৩ ম্যাচে ৯০ পয়েন্ট।
৮. অস্ট্রেলিয়া: ১২ ম্যাচে ৭০ পয়েন্ট।
৯. আয়ারল্যান্ড: ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট।
১০. শ্রীলঙ্কা: ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট।
১১. দক্ষিণ আফ্রিকা: ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট।
১২. জিম্বাবোয়ে: ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট।
১৩. নেদারল্যান্ডস: ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট।
সুপার লিগের উদ্দেশ্য: ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপে মোট ১০টি দল অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে টিম ইন্ডিয়া। ভারত ছাড়া অপর ৭টি দল বেছে নেওয়া হবে সুপার লিগ থেকে। অর্থাৎ, সুপার লিগ টেবিলের প্রথম ৭টি দল সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র পাবে। যেহেতু ভারতকে যোগ্যতা অর্জন করতে হবে না, তাই প্রথম ৭টি দলের মধ্যে ভারত থাকলে আট নম্বর দল বিশ্বকাপের টিকিট পাবে। বাকি ২টি জায়গার জন্য সুপার লিগ টেবিলের শেষে থাকা দলগুলিকে কোয়ালিফায়ার টুর্নামেন্টে মাঠে নামতে হবে সহযোগী দেশগুলির বিরুদ্ধে।