ICC Women's U19 World Cup Champion India: ভারতীয় ক্রিকেটে মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের অবদান কতটা, আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। তবে বিশ্বকাপের ট্রফি অধরা থাকে তাঁদের। দেশকে বিশ্বকাপ জেতাতে না পারার আক্ষেপ নিয়েই খেলা ছাড়তে হয় মিতালিদের। অবশেষে তাঁদের স্বপ্নপূরণ করলেন শেফালিরা।
1/6যে কাজ বহু চেষ্টা করেও মিতালি-ঝুলন-হরমনপ্রীতরা করতে পারেননি, শেফালিরা করে দেখালেন অনায়াসে। উদ্বোধনী অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আক্ষরিক অর্থেই ইতিহাস গড়ল ভারত। এর আগে ভারতের কোনও মহিলা ক্রিকেট দল কোনও পর্যায়েই বিশ্বকাপ জিততে পারেনি। অবশেষে সেই খরা কাটল ভারতের। ছবি- বিসিসিআই টুইটার।
2/6শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, বরং এশিয়ার মহিলা ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করল ভারত। এশিয়ার প্রথম দল হিসেবে কোনও বিশ্বকাপ জেতে ভারত। এর আগে এশিয়ার কোনও দেশ কোনও পর্যায়ে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। ছবি- আইসিসি টুইটার।
3/6শেফালি বর্মা ও রিচা ঘোষ ইতিমধ্যেই সিনিয়র ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ভারত বেশ কয়েকজন ভবিষ্যতের তারকার সন্ধান পায়। ওপেনার শ্বেতা শেরাওয়াত ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে তিনি বিশ্বকাপে সব থেকে বেশি ২৯৭ রান সংগ্রহ করেন। ছবি- বিসিসিআই টুইটার।
4/6
সন্দেহ নেই মেয়েদের আইপিএলে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা যেতে পারে। ফ্র্যাঞ্চাইজিদের নজর থাকবে গঙ্গাদি তৃষা (১১৬ রান), সৌমিয়া তিওয়ারির (৮৪ রান) মতো ব্যাটারদের দিকে। ছবি- বিসিসিআই টুইটার।
5/6ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বোলাররা। পার্শবী চোপড়া, মন্নত কাশ্যপ ও অর্চনা দেবীরা ব্যক্তিগত পারফর্ম্যান্সে চমকে দেন সকলকে। পার্শবী টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১১টি উইকেট দখল করেন। মন্নত ৯টি এবং অর্চনা ৮টি উইকেট সংগ্রহ করেন। উল্লেখযোগ্য বিষয় হল, প্রত্যেকেই অত্যন্ত কৃপণ বোলিং করেন। ছবি- বিসিসিআই টুইটার।
6/6শেফালি টুর্নামেন্টে নিজেকে অল-রাউন্ডার হিসেবে তুলে ধরেন। ১৭২ রান করার পাশাপাশি ৪টি উইকেটও নেন তিনি। ৬টি উইকেট নেওয়া তিতাস সাধুর বোলিং মুগ্ধ করে বিশেষজ্ঞদের। ছবি- বিসিসিআই টুইটার।