বাংলা নিউজ > ময়দান > U19 Women's WC: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মিতালি-ঝুলনদের স্বপ্নপূরণ করলেন শেফালিরা, ভবিষ্যতের তারাদের হদিশ পেল ভারত

U19 Women's WC: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মিতালি-ঝুলনদের স্বপ্নপূরণ করলেন শেফালিরা, ভবিষ্যতের তারাদের হদিশ পেল ভারত

ICC Women's U19 World Cup Champion India: ভারতীয় ক্রিকেটে মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের অবদান কতটা, আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। তবে বিশ্বকাপের ট্রফি অধরা থাকে তাঁদের। দেশকে বিশ্বকাপ জেতাতে না পারার আক্ষেপ নিয়েই খেলা ছাড়তে হয় মিতালিদের। অবশেষে তাঁদের স্বপ্নপূরণ করলেন শেফালিরা।

অন্য গ্যালারিগুলি