বাংলা নিউজ > ময়দান > WTC Final 2023: অজিদের হারের জন্য WTC ফাইনালে সূর্যকে খেলানো উচিত ছিল, মত পন্টিংয়ের, পেলেন পন্তের বিকল্প

WTC Final 2023: অজিদের হারের জন্য WTC ফাইনালে সূর্যকে খেলানো উচিত ছিল, মত পন্টিংয়ের, পেলেন পন্তের বিকল্প

ঋষভ পন্ত, রিকি পন্টিং এবং সূর্যকুমার যাদব। 

বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে সূর্যকুমার যাদবকে দলে দেখতে না পেয়ে হতাশ রিকি পন্টিং। সেই সঙ্গে পেলেন পন্তের বিকল্পও।

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের ওভালে বসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। আইপিএল শেষ হলেই বিশ্ব ক্রিকেটের সব আলো গিয়ে পড়বে ভারত বনাম অস্ট্রেলিয়া সেই টেস্ট ম্যাচে। ওভালে ৭জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর সেই ম্যাচকে ঘিরে এখন থেকেই পারদ ধীরে ধীরে চড়তে শুরু করেছে। যতদিন এগিয়ে আসছে স্বাভাবিকভাবেই দুই দলের প্রথম একাদশ কেমন হতে চলেছে? তাদের শক্তি কেমন? সেই নিয়ে কৌতুহল বাড়ছে। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। সূর্যকুমার যাদবকে মূল স্কোয়াডে না দেখায় অবাক হয়েছেন তিনি।

সূর্যকুমার যাদব এই বছরের শুরুতে বর্ডার-গাভাসকার ট্রফিতে টেস্ট ম্যাচে সুযোগ পান। সিরিজে একটি মাত্র ম্যাচ খেলে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য মূল স্কোয়াডে ভারতীয় দলে জায়গা পাননি তিনি। কিন্তু আইপিএলে ফের নিজের স্বমহিমায় যাদব। এরপর রুতুরাজ গায়কোয়াড ও মুকেশ কুমারের সঙ্গে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে যুক্ত হয়েছেন।

সম্প্রতি রিকি পন্টিংকে জিজ্ঞাসা করা হয় সূর্যকুমার যাদবকে ভারতের মূল দলে থাকা উচিত কিনা? সময় নষ্ট না করে তিনি জবাব দেন, 'হ্যাঁ।' তিনি আরও জানান, সূর্যকুমার যাদবের দল থেকে বাদ পড়ায় তিনি বিস্মিত হয়েছিলেন। আক্রমণাত্মক ব্যাটার হিসাবে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের দলে থাকা ভারতের কাছে একটা এক্স ফ্যাক্টর বলেও জানান। তিনি বলেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সূর্যকুমার যাদব ছাড়াও ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ঈশান কিষাণ। যদি লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে ঈশান আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করে। যেভাবে ঋষভ ব্যাট করে, ঠিক সেই ভাবেই। যা মিডিল অর্ডারে ভালো প্রভাব ফেলবে।'

অজি কিংবদন্তি আরও বলেন, 'ভারতীয় দলের কিছু চোট আঘাতের সমস্যা রয়েছে। তা কাটিয়ে ওরা কয়েকটা পদ্ধতি অবলম্বন করে মাঠে নামতে পারে। বিশেষ করে ব্যাটিংয়ে কিছু পরিবর্তন হবে। কেএল রাহুল যখন দলে ছিল, আমি ওকে প্রথম একাদশে খেলানোর পক্ষে বলেছিলাম। এখন ও নেই, তাই ঈশান এবং ভরতের মধ্যে যেকোনও একজনকে বেছে নিতে হবে।'‌

ঈশান দলের জায়গা পেয়েছেন কেএল রাহুলের পরিবর্তে। কেএল রাহুল এই মাসের শুরুতে আইপিএল চলাকালীন চোট পান। ভারত দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে বেছে নিয়েছে কেএস ভারতকে। এখন এটাই দেখার কে উইকেটে পিছনে দাঁড়ানোর সুযোগ পান।

বন্ধ করুন