ভারতের সিনিয়র টিম টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ল্যাজেগোবরে হয়েছে। সেই যন্ত্রণায় কি প্রলেপ লাগাতে পারবে ভারতের অনূর্ধ্ব-১৯ টিম? অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কি নিতে পারবে বিরাট কোহলিদের বদলা?
এ দিন টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ভারতের ছোটরা। ১১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মেন ইন ব্লু। তবে শেক রশিদ এবং অধিনায়ক যশ ধুল কিছুটা হলেও দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু ৩১ রান করে শেক রশিদ আউট হয়ে যাওয়ার পর ভারতের চাপ আরও বাড়ে। তবে হাল ধরে থাকেন ভারত অধিনায়ক। ১০০ বলে ৮২ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন তিনি। ১১টি চার রয়েছে যশ ধুলের ইনিংসে।
পাশাপাশি নিশান্ত সিন্ধুর ২৭, কৌশল তাম্বের ৩৫ রান ভারতীয় স্কোরবোর্ডকে কিছুটা হলেও ভরসা জোগায়। বাকিরা সে ভাবে রান করতে পারেননি। ১৯ বল বাকি থাকতেই ভারত ২৩২ রানে অল আউট হয়ে যায়।
দক্ষিণ আফ্রিকার ম্যাথু বোস্ট ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন অ্যাফিউই নিয়ান্দা এবং ব্রেভিস। দক্ষিণ আফ্রিকাকে জিততে হলে ২৩৩ রান করতে হবে।