শুভব্রত মুখার্জি:- অলিম্পিক গেমস আয়োজনের দিকে ভারত যে নজর দেবে সেকথা আগেই নিশ্চিত করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনের জন্য ভারত বিড অর্থাৎ নিলামে যে অংশ নেবে তা আগেই স্পষ্ট করেছিলেন তিনি। এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়ে দিলেন অলিম্পিক গেমসের আয়োজনের আগে ভারত যুব অলিম্পিক গেমসের আয়োজনের জন্য বিডে অংশ নেবে।
আরও পড়ুন-নেশনস লিগে বড় জয় স্পেনের! জিতল ক্রোয়েশিয়াও! আজ মাঠে নামছে দুই বিশ্বচ্যাম্পিয়ন…
তবে বিডে অংশ নিলেও কাজটা যে ভারতের জন্য সহজ হবে না তা আগে ভাগেই বলে দেওয়া যায়। কারণ ওই বছর এই যুব অলিম্পিক গেমস আয়োজনের লড়াইতে রয়েছে পেরু, কলম্বিয়া,মেক্সিকো,মঙ্গোলিয়া, থাইল্যান্ড, রাশিয়া, ইউক্রেন,বসনিয়া এবং হারজিগোভিনা। অর্থাৎ এমন কিছু দেশ রয়েছে যারা এর আগে অলিম্পিক গেমসের পাশাপাশি যুব অলিম্পিক গেমসের অভিজ্ঞতা সম্পন্ন । তবে ২০৩০ যুব অলিম্পিক গেমসের আয়োজনের দায়িত্ব যদি ভারত পায় তাহলে তা ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের ভারতের দাবিকে আরো জোরালো করবে।
আরও পড়ুন-আজ জিতলেই ম্যানোলোর কোচিংয়ে প্রথম Intercontinental Cup জিতবে ভারত, সামনে সিরিয়া…
২০৩০ সালের যে যুব অলিম্পিক গেমসের আয়োজন ভারত করতে চায় তা এই বিভাগে পঞ্চম গেমস হতে চলেছে। ৪৪ তম অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার জেনারেল অ্যাসেম্বলি মিটিংয়ে যোগ দেবেন মনসুখ মান্ডভিয়া। তার আগে তিনি জানিয়েছেন ' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা ২০৩০ সালে যুব অলিম্পিক গেমস আয়োজনের জন্য বিড করব। তবে আমাদের ফোকাস কিন্তু শুধু যুব অলিম্পিক গেমস আয়োজন নয়। আমাদের ফোকাস ২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজন করা। আমরা মোদীজির নেতৃত্বে বেশ কিছু আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন করেছি। বেশ সাফল্যের সঙ্গে আয়োজন করেছি। যার মধ্যে রয়েছে ক্রিকেট বিশ্বকাপ,অনূর্ধ্ব১৭ ফুটবল বিশ্বকাপ। ভারতের এই ইভেন্টগুলো আয়োজনের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব।'
২০৩৬ অলিম্পিক গেমস আয়োজনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই গুজরাটে কাজ শুরু হয়েছে। দুটি বিশ্বমানের স্পোর্টস কমপ্লেক্স তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি একটি অ্যাকোয়াটিক্স সেন্টারও গড়ে তোলা হচ্ছে। অলিম্পিক গেমসে মূলত যেসব ইভেন্টগুলো থাকে সেই ইভেন্টগুলো আয়োজনের কথা মাথায় রেখেই টেনিস কোর্ট থেকে কুস্তির ম্যাট- ব্যাডমিন্টন কোর্ট থেকে অ্যাথলেটিক্স ট্র্যাক তৈরির বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে। যুব অলিম্পিক গেমসের আয়োজনের জন্য ভারতের কোন রাজ্য বিড করবে বা করতে চলেছে সেই বিষয়ে এখনো কোন কিছু স্পষ্ট করে বলা হয়নি। তবে ভারত যে বিড করছে তা নিশ্চিত করা হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।