বাংলা নিউজ > ময়দান > একসঙ্গে দুই জায়গায় খেলবে দুই দল, ভবিষ্যতে এটাই সাধারণ হতে চলেছে ভারতীয় ক্রিকেটে!

একসঙ্গে দুই জায়গায় খেলবে দুই দল, ভবিষ্যতে এটাই সাধারণ হতে চলেছে ভারতীয় ক্রিকেটে!

ভারতীয় ক্রিকেট দল। ছবি- এপি। (AP)

আসন্ন আয়ারল্যান্ড সফরেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের কথা মাথায় রেখে সম্পূর্ণ ভিন্ন ভারতীয় দল পাঠানো হতে পারে।

গত বছরের এক অভিনব ঘটনার সাক্ষী থাকে ভারতীয় ক্রিকেট মহল। ইংল্যান্ডে বিরাট কোহলিরা টেস্ট খেলায় ব্যস্ত থাকায়, এক সম্পূর্ণ ভিন্ন দল শিখর ধাওয়ানের নেতৃত্বে নিয়ে শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে যায় ভারত। বিসিসিআই সেক্রেটারি জয় শাহের দাবি অনুযায়ী ভবিষ্যতে এমনটাই নাকি ভারতীয় ক্রিকেটে সাধারণ হবে।

PTI-কে এ সাক্ষাতকারে শাহ জানান, ‘আমাদের রস্টারে সবসময় অন্তত ৫০ জন খেলোয়াড় থাকবেন এবং আমি এনসিএ (জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি) প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। ভবিষ্যতে এমনটা হবে যে এক ভারতীয় দল এক দেশে টেস্ট সিরিজ খেলছে, আর অপর এক দেশে আরেক ভারতীয় দল সীমিত ওভারের সিরিজে ব্যস্ত। আমরা ওইদিকেই এগোচ্ছি এবং ভবিষ্যতে সবসময় দুইটি ভিন্ন ভারতীয় দল একইসঙ্গে সিরিজ খেলার জন্য প্রস্তুত থাকবে।’

এইদিন দেখতে অবশ্য বেশি অপেক্ষা করতে হবে না। সামনের মাসের শুরুতেই ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ রয়েছে। আবার তাঁর গায়ে ঘেষে আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা ভারতের। সেই সিরিজেই বিরাট কোহলিদের বাদ দিয়ে তুলনামূলক এক সম্পূর্ণ ভিন্ন ভারতীয় দল পাঠানো হবে বলে শোনা যাচ্ছে। যদিও সরকারিভাবে কিছুই ঘোষণা হয়নি, তবে রাহুল দ্রাবিড়ের বলে সেই সিরিজে লক্ষ্মণ জাতীয় দলের দায়িত্ব সামলাবেন বলে কানাঘুষো।

ভারত নিঃসন্দেহে আইসিসির সবথেকে জনপ্রিয় দল। যেখানেই খেলা হোক না কেন, ভারতের ম্যাচ ঘিরে উন্মাদনা থাকেই। তাই আর্থিক রোজগারও ভাল হয়। সেই কারণেই সকল দেশই ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে আগ্রহী থাকে। শাহ স্পষ্ট করে দেন যে শুধু ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশ, ভারত তথাকথিত ছোট দেশগুলির সঙ্গেও সমানভাবে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী। উদাহরণস্বরূপ তিনি আয়ারল্যান্ড সিরিজকেই সামনে তুলে ধরেন।

‘ভারতের ক্রিকেট ততদিনই মজবুত থাকবে, যতদিন বিশ্বক্রিকেট মজবুত রয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে একেবারে কমিটেড। এবং সেটা শুধু ভারত বনাম অস্ট্রেলিয়া বা ভারত বনাম ইংল্যান্ডের মতো মার্কি সিরিজ নয়, আমরা ছোট দেশগুলির বিরুদ্ধেও সমানভাবে খেলতে আগ্রহী। যাদের যাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে, ভারত তাদের সবার বিরুদ্ধে খেলবে। এই মাসেই তো আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছি আমরা। ভারত ছোট দেশগুলির বিরুদ্ধে খেলে তাদের উন্নতি ঘটানো এবং আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনাকে মজবুত করার পক্ষে।’ দাবি শাহের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.