বাংলা নিউজ > ময়দান > India-China Cricket: সীমান্তে দ্বন্দ্ব, ক্রিকেটে চিনকে মাথা তুলতে সাহায্য করবে ভারত, উদ্যোগী CAB

India-China Cricket: সীমান্তে দ্বন্দ্ব, ক্রিকেটে চিনকে মাথা তুলতে সাহায্য করবে ভারত, উদ্যোগী CAB

চিনের প্রতিনিধিদের সঙ্গে সিএবি কর্তারা। ছবি- সিএবি।

ক্রিকেটের প্রসারে চিনকে সাহায্য করতে রাজি বাংলার ক্রিকেট সংস্থা।

সীমান্তে পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব, ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্কে ছেদ। সীমান্তে চিনের সঙ্গে টানাপোড়েন, ক্রিকেটের ময়দানে চিনকে পরিচিতি আদায়ে সাহায্য করবে ভারত। দুই প্রতিবেশী দেশের সঙ্গে ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতে দু'রকম অবস্থান চোখে পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের।

যদিও এক্ষেত্রে সরাসরি বিসিসিআই কোনও পদক্ষেপ নিচ্ছে না। চিনের চংকিং শহরে ক্রিকেটের পরিকাঠামো ও খেলোয়াড়দের মানোন্নয়নে সাহায্যের জন্য বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ আসে সেই শহরের ক্রিকেট সংস্থার তরফে। এই সংক্রান্ত মউ স্বাক্ষরের প্রস্তাবে সম্মত হয়েছে সিএবি।

আরও পড়ুন:- কারা জিতবে? এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অপ্রত্যাশিত রায় আফ্রিদির, জামাই খেলবেন না বলেই কি এমন জবাব?

এপ্রসঙ্গে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘চংকিং শহরে ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা চেয়ে চিনের প্রতিনিধিদল সিএবিতে আসে। সারা বিশ্বে ক্রিকেটের প্রসারের মন্ত্রে বিশ্বাসী বলেই আমরা সহযোগিতার আশ্বাস দিয়েছি। চিনকে ক্রিকেটের উন্নয়নে আগ্রহী দেখা সত্যিই উৎসাহজনক।’

আরও পড়ুন:- India vs Pakistan: 'সেই ম্যাচের কথা ভাবলে আজও ঘুম আসে না', পাকিস্তানের কাছে কোন ম্যাচে হেরে ভেঙে পড়েছিলেন, জানালেন কপিল

ডালমিয়া আরও বলেন, ‘আমরা ভুটান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সবসময় সাহায্য করি। চিনের প্রিতিনিধি দল চায় ওদের বাচ্চারা এখানে এসে ট্রেনিং করুক। ফ্রেন্ডলি ম্যাচ খেলে নিজেদের পরিণত করুক। তাছাড়া ওদের কোচেদের ট্রেনিং দিয়েও আমরা সাহায্য করতে পারি। চিন ক্রিকেটকে খুবই গুরুত্ব দিচ্ছে। আমার বাবার (জগমোহন ডালমিয়া) লক্ষ্যই ছিল ক্রিকেটের বিশ্বায়ন। এমনকি উনি যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলে ছিলেন, ক্রিকেটে চিনকে তুলে আনার জন্য জোর দেওয়া হয়েছিল। বাবার সেই প্রচেষ্টার প্রশংসা করেছে চিন।'

বন্ধ করুন