শুভব্রত মুখার্জি: ২০২২ সালের মার্চে ভারত সফরে আসছে ডেনমার্কের লন টেনিস দল। উপলক্ষ অবশ্যই ডেভিস কাপ। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে শেষ বার ভারতের মাটিতে ডেভিস কাপ টাই আয়োজিত হয়েছিল। তার ২০২১ মার্চে আবার এই ডেভিস কাফের টাই অনুষ্ঠিত হবে। আগামী বছর মার্চ মাসের ৪-৫ তারিখ এই ডেভিস কাপ টাই আয়োজিত হবে।
২০১৯ সালে দেশের মাটিতে ডেভিস কাপের টাই খেলার পরবর্তীতে ভারত আরও তিনটি টাই খেলেছে এখনও পর্যন্ত। ২০১৯ পাকিস্তানের বিরুদ্ধে টাই খেলা হয় কাজাকিস্তানে। ২০২০ সালে ক্রোয়েশিয়া এবং ২০২১ সালে ফিনল্যান্ডের বিরুদ্ধে তারা ম্যাচ খেলেছিল। প্রসঙ্গত শেষবার ভারত কলকাতাতে ইতালির বিরুদ্ধে ডেভিস কাপ টাই আয়োজন করেছিল। সেই টাইয়ে ১-৩ ফলে ভারত হেরেছিল।
ডেনমার্কের গোটা দলের মাত্র একজন খেলোয়াড় ভারতীয় খেলোয়াড়দের তুলনায় বিশ্ব ক্রমতালিকায় এগিয়ে রয়েছেন। বিশ্ব ক্রমতালিকায় ১০৩ নম্বরে রয়েছেন হোলগার রানে। উল্লেখ্য ১৯৮৪ সালের সেপ্টেম্বর মাসে শেষবার এই দুই দেশ ডেভিস কাপে একে অপরের বিরুদ্ধে খেলেছিল। সে বার আরহুসে ৩-২ ফলে জয়লাভ করেছিল ভারত। এর দীর্ঘ কয়েক বছর আগে ১৯২৭ সালে ভারত ও ডেনমার্ক মুখোমুখি হয়েছিল। সে বার ভারতকে ৫-০ ফলে হোয়াইটওয়াশ করেছিল ডেনমার্ক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।