ভারতীয় ফুটবলে ছোটদের দল বড় ব্যবধানের জয় পেল বিদেশের মাটিতে। জার্মানির মাটিতে ভারতীয় অনূর্ধ্ব-১৭ দল এই জয় এনে দিয়েছে। ৪-০ গোলে স্থানীয় ক্লাব এসভি চেয়াবেন আসবার্গের অনূর্ধ্ব-১৮ যুব দলকে হারিয়ে দিয়েছে সুনীল ছেত্রীর উত্তরসূরিরা। জার্মানির মাটিতে শেষ অনুশীলন ম্যাচ খেলতে নামে অনূর্ধ্ব-১৭ ভারতীয় ফুটবল দল। ম্যাচ শুরুর প্রথম দিকেই আসবার্গের থেকে ভারতীয় দল ৩ গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধেই ভারতীয় দলের হয়ে প্রথম দুটি গোল করেন লেমেট টাংভার। ১৬ মিনিট এবং ৩৭ মিনিটে গোল করেন তিনি। পাশাপাশি ২২ মিনিটের মাথায় অপর আরেকটি গোল করেন রোহেন সিং।
ম্যাচের একদম শুরুতেই ভারতীয় দল এগিয়ে যেতে পারত। কিন্তু আকাশ তীরকের একটি দুর্দান্ত শট আসবার্গের গোলরক্ষক নিকোলাস ফ্রাঙ্ক বাঁচিয়ে দেন। তবে বেশিক্ষণ ভারতীয় দলকে আটকে রাখতে পারেনি এসভি চেয়াবেন আসবার্গ। ম্যাচের ১৬ মিনিটের মাথায় ভারতীয় দলের তরফ থেকে প্রথম গোলটি হয় করা হয়। এই গোলটি করেন লেমেট টাংভার। তিনি গোগাচা চুংখামের কাছ থেকে বল পেয়ে তা জালে জরাতে ভুল করেনি। এই গোলের ছয় মিনিট পরেই দ্বিতীয় গোলটি করেন রোহেন। প্রথমার্ধের ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট আগে নিজের দ্বিতীয় এবং দলের তিন নম্বর গোলটি করেন লেমেট। বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা ম্যাচের শুরু থেকেই বলকে নিজেদের দখলে রাখে।
প্রথমার্ধের খেলা শেষের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার ব্যবধান বাড়ান থাংলালসুন গাংটে। থাংলালসুন পরিবর্তন ফুটবলার হিসাবে মাঠে নামেন। ভারতীয় দলের জয় প্রথমার্ধেই কার্যত নিশ্চিত হয়ে যায়। তার ফলে ভারতীয় কোচ দ্বিতীয়ার্ধে দলে কিছু পরিবর্তন করেন। দ্বিতীয়ার্ধে দুটি পরিবর্তন করেন তিনি। প্রথমে পরিবর্তন করেন গোলরক্ষককে। প্রথমার্ধে গোলরক্ষক ছিলেন প্রণব। দ্বিতীয়ার্ধে খেলার সময় তাঁকে পরিবর্তন করে সেই জায়গায় নামানো হয় জুলফিকার গাজিকে।
দ্বিতীয় পরিবর্তনে শাশ্বতর পরিবর্তে নামানো হয় গাংটেকে। দ্বিতীয়ার্ধে নেমে দলের চতুর্থ গোলটি করেন এই গাংটে। বিদেশের মাটিতে শেষ অনুশীলন ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়ে খুশি ভারতীয় দল। ভারতের মাটিতে যখন প্রায় সকল ক্রীড়া প্রেমিরা আইপিএল ফাইনাল নিয়ে ব্যস্ত, তখন বিদেশের মাটিতে ভারতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল এই জয় ছিনিয়ে আনে। ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই দলকে উন্নত প্রশিক্ষণ দিতে ইউরোপে পাঠিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।