অপ্রত্যাশিত কিছুই ঘটল না। জুনিয়র মহিলা হকি এশিয়া কাপে ভারতের কাছে বড় ব্যবধানেই হারল বাংলাদেশের মহিলা হকি দল। আগেই চীনের কাছে লজ্জাজনকভাবে হেরেছিল বাংলাদেশ দল। তখনই মনে করা হয়েছিল, ভারতের কাছেও কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়বেন তাঁরা। সেটাই হল। এক ডজনেরও বেশি গোলে হারতে হল বাংলাদেশ মহিলা দলকে।
ভারতের হয়ে মুমতাজ খান নজর কাড়লেন ম্যাচে। একাই করলেন চার গোল। কণিকা এবং দীপিকাও বাদ গেলেন না। তাঁরাও করলেন হ্যাটট্রিক। এটাই ছিল ভারতীয় মহিলা দলের হকি জুনিয়র মহিলা হকি এশিয়া কাপে প্রথম ম্যাচ। আর সেখানেই বড় ব্যবধানে জয় পেয়ে আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে নিতে পারল রানি রামপালদের উত্তরসুরীরা।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে শক্তির ব্যাপক পার্থক্য চোখে পড়ছিল সকলের। সাত মিনিটেই এগিয়ে যায় ভারত। দীপিকা পেনাল্টি কর্নারকে গোলে কনভার্ট করে দেন। মনিকা এবং কনিকা এরপর ভারতীয় দলের গোলের ব্যবধান বাড়ান। তখনই ললাট লিখন স্পষ্ট হয়ে গেছিল বাংলাদেশ দলের, যে বড় ব্যবধানেই তারা হারতে চলেছেন। শেষ পর্যন্ত সেই ভাবনাই সত্যি হল, যখন ভারতীয় দলের সদস্যরা একে একে গোলের সংখ্যা বাড়াতে থাকলেন।
দ্বিতীয় আর তৃতীয় কোয়ার্টারে দীপিকা, মুমতাজ, বিউটি দুং দুং এবং সাক্ষী রানা পরপর গোল করে ভারতীয় দলের ব্যবধান আরও বাড়িয়ে দেন। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন ১২ মিনিটে অর্পিতা পাল। সেই এক গোলই শেষ পর্যন্ত খায় ভারত, আর টিম ইন্ডিয়ার মহিলা ব্রিগেডের জালে বল জড়াতে পারেনি বাংলাদেশের ছোটরা। আসলে তাঁরা বেশি ব্যস্ত ছিলেন নিজেদের দূর্গ রক্ষা করতেই।
ম্যাচের শেষ কোয়ার্টারে ভারতের কনিকা দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। এরপর মুমজাত এবং দীপিকাও নিজেদের গোলের সংখ্যা বাড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করে নেন। ভারতীয় দল যেখানে ১২টা পেনাল্টি কর্নার পেল সেখানে বাংলাদেশ দল পেল ১টি পেনাল্টি কর্নার। এই পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে বাংলাদেশ দলের ওপর কতটা চাপ রেখেছিল ভারতীয় মহিলা জুনিয়র হকি দল।
যদিও বাংলাদেশের গোলরক্ষক মহুয়া একাই অনেকবার নিশ্চিত পতন রক্ষা করলেন। ভারতীয় দলের গোলের সংখ্যা নাহলে আরও খানিকটা বাড়তে পারত। এই ম্যাচ জয়ের পর বাকি গ্রুপের ম্যাচগুলো জিততে পারলে জুনিয়র মহিলা হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করার সুযোগ থাকবে দীপিকা, কনিকাদের কাছে। সোমবার গ্রুপের পরের ম্যাচে মালেশিয়ার প্রতিপক্ষ ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।