অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ২০ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। স্কোয়াডে জায়গা করে নিলেন বাংলার দুই ক্রিকেটার। বাংলার দুই বোলার অমৃতরাজ উপাধ্যায় ও রবি কুমার জায়গা পেয়েছেন জাতীয় যুব দলে।
বাঁ-হাতি স্পিনার অমৃতরাজ ও মিডিয়াম পেসার রবি সম্প্রতি কলকাতায় আয়োজিত তিন দলের টুর্নামেন্টে নজর কাড়েন। সেই সুবাদেই তাঁরা ঢুকে পড়েন এশিয়া কাপের স্কোয়াডে। এশিয়া কাপে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে নেৃতৃত্ব দেবেন যশ ধুল। বসু বত্স যদিও ফিটনেস টেস্টে পাস করলে তবেই স্কোয়াডে থাকবেন।
এছাড়া আরও পাঁচজন ক্রিকেটারের নাম স্ট্যান্ড-বাই হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্বাচিত ২৫ জন ক্রিকেটার এসিসি ইভেন্টের আগে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি শিবিরে যোগ দেবেন। ১১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রস্তুতি শিবির। ২৩ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।
উল্লেখ্য, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য পরবর্তী সময়ে ভারতীয় দল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।
এশিয়া কাপের ভারতীয় যুব দল:- হরনূর সিং পান্নু, অংকৃষ রঘুবংশী, অংশ গোসাই, এসকে রশিদ, যশ ধুল (ক্যাপ্টেন), অন্নেশ্বর গৌতম, সিদ্ধার্থ যাদব, কৌশল তাম্বে, নিশান্ত সিন্ধু, দীনেশ বনা (উইকেটকিপার), আরাধ্য যাদব (উইকেটকিপার), রাজঙ্গদ বাওয়া, রাজবর্ধন হাঙ্গার্গেকর, গর্ব সাঙ্গওয়ান, রবি কুমার, রিশিথ রেড্ডি, মানব পরখ, অমৃতরাজ উপাধ্যায়, ভিকি ওস্তওয়াল, বসু বত্স (ফিটনেস টেস্টে পাশ করলে)।
স্ট্যান্ড-বাই:- আয়ূষ সিং ঠাকুর, উদয় সাহারন, শাশ্বত দাঙ্গওয়াল, ধনুষ গওদা, পিএম সিং রাঠোর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।