বাংলা নিউজ > ময়দান > India vs Australia 3rd test: কোন অস্ত্রে সিডনিতে অশ্বিন-আতঙ্ক কাটিয়ে উঠলেন? জানালেন স্টিভ স্মিথ

India vs Australia 3rd test: কোন অস্ত্রে সিডনিতে অশ্বিন-আতঙ্ক কাটিয়ে উঠলেন? জানালেন স্টিভ স্মিথ

স্টিভ স্মিথ। (ছবি সৌজন্য পিটিআই)

যে অশ্বিনের জালে পড়ছিলেন, তাঁর বিরুদ্ধেই সাফল্য।

শুভব্রত মুখার্জি

এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ব্যাট হাতে ক্রিজে তাঁর প্রত্যয়ী ফুটওয়ার্ক দেখার মতো। অফসাইড হোক কিংবা লেগসাইড যে কোনও দিকেই শট মারতে পারদর্শী তিনি। করোনাভাইরাস পরবর্তীতে ভারতের বিপক্ষে ঘরের মাঠে অবশ্য প্রথম দুই টেস্টে ব্যাট হাতে তাঁর একেবারেই রান ছিল না। সেই সময় তিনটি ইনিংস মিলিয়ে মাত্র ১০ রান করেন। শুধু তাই নয় পরপর দু'বার রবিচন্দ্রন অশ্বিন তাঁকে এক ধাঁচে লেগ স্লিপে আউট করেন।  যার ফলে স্মিথের ব্যাটিংয়ের উপর নানা প্রশ্নচিহ্ন তোলা হচ্ছিলয়,

সিডনি টেস্টের প্রথম ইনিংসে অবশ্য সব সমালোচনার জবাব দিয়ে দিলেন তিনি। ব্যাট হাতে খেললেন ১৩১ রানের অনবদ্য এক ইনিংস। মূলত তাঁর ব্যাটে ভর করেই অজিরা প্রথম ইনিংসে করে ৩৩৮ রান। দ্বিতীয় ইনিংসে ৬৩ বলে ২৯ রানে অপরাজিত আছেন স্মিথ।

রবি অশ্বিনের বিপক্ষে দ্রুত ফুটওয়ার্ক তাঁকে ব্যাট হাতে সাফল্য এনে দিয়েছে। প্রথম ইনিংসের বড় রানের বিষয়ে বলতে গিয়েই স্মিথ বলেন, 'আমি কিছুটা পজিটিভ খেলার চেষ্টা করি প্রথম থেকেই। আমি মনে করি ইনিংসের শুরুতেই আমি ওকে বেশ কয়েকবার ওর মাথার উপর দিয়ে মেরেছি, যা ওকে বেশ চাপে ফেলে দিয়েছে। এই কারণে এরপর আমি যেখানে খেলতে চেয়েছি, ও সেখানেই বল করেছে। যা আমার ব্যাটিংয়ের সুবিধা করে দিয়েছে। আমি আমার দ্রুত ফুটওয়ার্কে ওকে সমস্যায় ফেলেছি।'

বন্ধ করুন