বাংলা নিউজ > ময়দান > India vs Australia 3rd test: 'বাঁ-হাতি সেহওয়াগ হলেন পন্ত', চোট নিয়েও ঋষভের দুরন্ত ইনিংসে মুগ্ধ ক্রিকেটবিশ্ব

India vs Australia 3rd test: 'বাঁ-হাতি সেহওয়াগ হলেন পন্ত', চোট নিয়েও ঋষভের দুরন্ত ইনিংসে মুগ্ধ ক্রিকেটবিশ্ব

সিডনিতে মারমুখী পন্ত। (ছবি সৌজন্য, টুইটার @BCCI)

বারোটি চার এবং তিনটি ছক্কায় সাজানো ছিল পন্তের ইনিংস।

লড়াইটা ছিল ম্যাচ বাঁচানোর। একজনের জন্যই সিডনিতে জয়ের কিছুটা আলো দেখতে শুরু করেছিলেন ভারতীয় সমর্থকরা। শেষপর্যন্ত ৯৭ রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হয়ে গেলেও ঋষভ পন্তের প্রতি-আক্রমণে মুগ্ধ হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে নেটিজেনরা।

সোমবার সিডনি টেস্টের পঞ্চম দিনের শুরুতেই অজিঙ্কা রাহানেকে হারায় ভারত। পাঁচে নেমে চাপের জালে আষ্টেপৃষ্ঠে না গিয়ে পালটা চিরাচরিত আক্রমণের পথে হাঁটেন পন্ত। বিশেষত নাথান লিঁয়কে কোনওরকম রেয়াত করেননি তিনি। পরপর দু'বলে অফস্পিনারকে ছক্কা মারেন। রেহাই পাননি বাকিরাও। চোট সত্ত্বেও খোলসে ঢুকে যাননি। বরং অজি বোলারদের ব্যাকফুটে ফেলে দেন। শেষপর্যন্ত পয়া ইনিংসে অবশ্য দ্বিতীয় শতরানের তিন রান আগেই থেমে যান পন্ত। লিঁয়ের বলে বড় শট মারতে গিয়ে আউট হয়ে যান। তাতে অবশ্য পন্তের প্রশংসা করতে কুণ্ঠাবোধ করেননি কেউ। ১১৮ বলে ৯৭ রান করেন।

বারোটি চার এবং তিনটি ছক্কায় সাজানো ছিল পন্তের ইনিংস। ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেন, 'শতরানটা যেন না হওয়ার ছিল। কিন্তু নির্দ্বিধায় এটা পন্তের সেরা টেস্ট ইনিংস। ওই শটের জন্য আপনি ওকে দোষারোপ করতে পারেন না্। কারণ সেই শটগুলির কারণে জয়ের আশা তৈরি হয়েছিল, যখন কেউ বিশ্বাস করেননি যে সেটা সম্ভব।'

দিল্লি ক্যাপিটালসে নিজের শিষ্যের প্রশংসা করেন রিকি পন্টিং। তিনি বলেন, ‘কত বলা হচ্ছিব যে ভারত ২০০-র নীচে আটকে যাবে। আমি যতটা ভেবেছিলাম, তার ধারেকাছেও পিচের অবস্থা খারাপ গয়নি। যেভাবে ঋষভ পন্থ খেলছে, তা এরকম পরিস্থিতির জন্য একেবারে ঠিক।’

সোমবার স্ট্রেলিয়ার মাটিতে অসামান্য নজির তৈরি করে ফেলেন পন্ত। এশিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্টে সর্বোচ্চ রানের নিরিখে কিরমানিকে ছাপিয়ে যান। যিনি ১৯৭৭ সাল থেকে ১৯৮৬ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় ১১ টেস্টে (১৭ ইনিংস) ৪৭১ রান করেছিলেন। সর্বোচ্চ ছিল ৫৫। গড় ২৯.৪৩। দুটি অর্ধশতরান করেছিলেন ভারতের অন্যতম সেরা উইকেটরক্ষক। আর সেই সংখ্যাটা টপকে যেতে মাত্র ছ'টি টেস্টের (১০ ইনিংসের) প্রয়োজন হয়েছে পন্তের। যিনি সিডনিতে তৃতীয় টেস্ট পর্যন্ত ৫১২ রান করে ফেলেছেন। ২০১৮-১৯ সালের সফরে এই সিডনিতেই ১৫৯ রানের অপরাজিত মারকুটে ইনিংস খেলেছিলেন। গড় নজরকাড়া ৫৬.৮৮।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? বর্ষায় স্বাভাবিকের বেশি বৃষ্টি, তার আগে বৈশাখে ভাজাভাজা হবে বাংলা: IMD বউকে পাশে নিয়ে কেক কাটলেন নীলাঞ্জন, বরকে জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন ইমন রামনবমী বন্ধ করার সব ষড়যন্ত্র করেছিল TMC, মমতার আর্জির পরই বালুরঘাটে দাবি মোদীর ভোটের আবহে চরমে বিভ্রান্তি সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি ঘিরে! কলকাতা মেট্রোর ১ মাসের যাত্রী সংখ্যা টক্কর দেবে বন্দে ভারতের পরিসংখ্যানকে? টেলিগ্রাম অ্যাপে গ্রুপ খুলে চলত কথা, রামেশ্বরম কাফে বিস্ফোরণে নয়া তথ্য পেল এনআইএ ওড়িশায় দুর্ঘটনা, উদ্ধারের তদারকিতে সুজিতকে পাঠালেন মমতা, নিয়ম মেনে ক্ষতিপূরণ ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ KKR-এর ওপেনিং জুটি, RR-এর বোলিং বিভাগ,সঞ্জু-রিয়ানদের ছন্দ- হতে পারে বড় ফ্যাক্টর

Latest IPL News

SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ ১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ একদিনের ব্যবধানে ম্যাচ, তার উপর গরম, বদলাবে KKR-এর একাদশ? বাটলার ফিরবেন RR দলে? 'MI ম্যাচে টসে কীভাবে কারচুপি হয়, দেখালেন ফ্যাফ, হতবাক কামিন্স', আগুনে পড়ল ঘি আমি গিয়ে ফ্যাফকে বলি..মানসিক,শারীরিকভাবে ফিট হতে আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের ১০৮ মিটারের বিশাল ছক্কা কার্তিকের, চোখ কপালে তুললেন কামিন্স, হল রেকর্ডও- ভিডিয়ো চোখে মুখে রাগ,অভিমান, যন্ত্রণা স্পষ্ট,টানা পাঁচ ম্যাচ হারের পর হতাশ বিরাট-ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.