বাংলা নিউজ > ময়দান > India vs Australia 3rd test: সিডনিতে ৫৩ বছরের পুরনো রেকর্ড স্পর্শ ভারতের ওপেনিং জুটির

শুভব্রত মুখার্জি

বিদেশের মাটিতে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটিং বরাবরের একটা সমস্যার জায়গা। বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর জুটির হাত ধরে সেই সমস্যার কিছুটা সমাধান হলেও পরবর্তীতে ভারত সেই পুরনো রোগে আক্রান্ত হয়। চলতি অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজেভারত ইতিমধ্যেই তিন টেস্টে তিনটি আলাদা আলাদা ওপেনিং জুটি খেলিয়ে ফেলেছে। অ্যাডিলেড টেস্টে পৃথ্বী শ'কে নিয়ে ওপেন করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। মেলবোর্নে শুভমন গিলকে নিয়ে ওপেন করেন মায়াঙ্ক। সিডনিতে গিলের সঙ্গে ইনিংসের সূচনা করেছেন রোহিত শর্মা।

বিদেশের মাটিতে ওপেনারের ভূমিকাটা সবসময় গুরুত্বপূর্ণ। নতুন বলের বিপদ সামলে বড় রানের জন্য তাঁদের তাকিয়ে থাকে যে কোনও দল। যেটা বছরের পর বছর না হওয়ার ফলে সবসময় চাপ পড়ত তৃতীয় এবং চতুর্থ স্থানে খেলতে আসা ব্যাটসম্যানদের উপর। একটা সময় একটা প্রবাদ ছিল, বিদেশের মাটিতে সচিন তেন্ডুলকর হচ্ছেন ভারতের ২০/২ 'ম্যান'। কারণ বেশিরভাগ সময় তাঁকে তাড়াতাড়ি মাঠে নামতে হত ওপেনারদের ব্যর্থতার কারণে।

তবে সময় বদলেছে। সঙ্গে সঙ্গে বিদেশের মাটিতে ভারতের পারফরম্যান্স ও ভাল হয়েছে। ওপেনিং সমস্যা পুরোপুরি না মিটলেও সিডনি টেস্টের দুই ইনিংস কিন্তু সেই সমস্যা মেটার ইঙ্গিত দিয়ে রাখলেন তরুণ তুর্কি শুভমান গিল এবং রোহিত শর্মা। তাঁদের ওপেনিং জুটি স্পর্শ করে ফেলল ৫৩ বছর আগেকার একটি রেকর্ড।

প্রথম ইনিংসে গিল এবং রোহিত করেন ৭০ রান এবং দ্বিতীয় ইনিংসে গড়েন ৭১ রানের জুটি। অস্ট্রেলিয়ার মাটিতে একই টেস্টের দুই ইনিংসে এর আগে কোন ভারতীয় ওপেনিং জুটি দু'বার ৫০ বা তার বেশি স্কোর করেছিল ১৯৬৮ সালে। সেবার ব্রিসবেন টেস্টে ফারুক ইঞ্জিনিয়ার এবং সৈয়দ আবিদ আলির জুটি দুই ইনিংসে ভারতের হয়ে ওপেনিং জুটিতে ৫০ বা তার বেশি স্কোর করেছিল।

বন্ধ করুন