একটা বা দুটো নয় - সিডনিতে পঞ্চম দিনে তিন-তিনটি ক্যাচ ফেললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। বিশেষত হনুমা বিহারীর ক্যাচটা অস্ট্রেলিয়ার জয় এবং ড্রয়ের মধ্যে ফারাক গড়ে দিতে পারে। সেজন্য ঘুরিয়ে উইকেটের পিছন থেকে পেইনের লাগাতার কথা বলে যাওয়ার স্বভাবকে দুষলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরকর।
সিডনিতে জয়ের জন্য শেষ ১০ ওভারে পাঁচ উইকেট দরকার ছিল অস্ট্রেলিয়ার। সেই সময় বল করছিলেন মিচেল স্টার্ক। ১২৩ তম ওভারে পঞ্চম বলে স্টার্কের বল পিচে পড়ে সামান্য বাইরের দিকে চলে যায়। তা বিহারীর ব্যাটের বাইরের দিকে কাণায় লেগে প্রথম স্লিপে ডেভিড ওয়ার্নারের দিকে উড়ে যাচ্ছিল। কিন্তু নিজের ডানদিকে ঝাঁপিয়ে এক হাতে বল ধরতে যান পেইন। তা অবশ্য ধরতে পারেননি। হাত থেকে বল বেরিয়ে যায়। সেটি বিহারীর ১৩৪ তম বল ছিল। আর সেই সময় তিনি আউট হয়ে গেলে ভারতের পক্ষে ম্যাচ ড্র রাখা আরও কঠিন হয়ে যেত।
সেই ক্যাচ ফস্কানোর পর ধারাভাষ্যকার মঞ্জেরকর বলেন, ‘কোনওদিন বকবক করে যাওয়ার ভক্ত ছিলাম না। তা (শুধু ব্যাটসম্যানদের নয়), ফিল্ডার এবং অন্যান্য খেলোয়াড়দের মনসংযোগ ব্যাঘাত ঘটায়।’