বাংলা নিউজ > ময়দান > Indore pitch rated as poor: ইন্দোরের পিচকে ‘খারাপ’ অ্যাখ্যা ICC-র, ধাক্কা খাবে ভারতের WTC-র ফাইনালের স্বপ্ন?

Indore pitch rated as poor: ইন্দোরের পিচকে ‘খারাপ’ অ্যাখ্যা ICC-র, ধাক্কা খাবে ভারতের WTC-র ফাইনালের স্বপ্ন?

ইন্দোরের পিচকে খারাপ অ্যাখ্যা দিল আইসিসি। (ছবি সৌজন্যে পিটিআই)

Indore pitch rated poor: ইন্দোরের পিচকে 'খারাপ' অ্যাখ্যা দিল আইসিসি। সেইসঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। যে পিচে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট মাত্র দু'দিন এবং একটি সেশনের মধ্যে শেষ হয়ে গিয়েছে।

স্পিনিং পিচ করতে গিয়ে মুখ পুড়ল ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামের। যে পিচে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট মাত্র দু'দিন এবং একটি সেশনের মধ্যে শেষ হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে ইন্দোরের পিচকে 'খারাপ' অ্যাখ্যা দিল আইসিসি। সেইসঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। যে সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ১৪ দিন দেওয়া হয়েছে। তবে সেই শাস্তির জেরে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে ওঠার স্বপ্ন ধাক্কা খাবে না।

গত বুধবার ইন্দোরে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হয়েছিল। যা শুক্রবার সকালের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্তও গড়ায়নি। প্রথম ঘণ্টা থেকেই পিচে যেভাবে বল ঘুরছিল, তা নিয়ে তুমুল সমালোচনা করেছেন ভারত এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা। তারইমধ্যে শুক্রবার আইসিসির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম দিন খেলা শুরু থেকেই ইন্দোরের পিচ স্পিনের জন্য সহায়ক ছিল। পুরো ম্যাচে যে ৩১ উইকেট পড়েছে, সেগুলির মধ্যেই ২৬ টি নিয়েছেন দু'দলের স্পিনার। মাত্র চারটি উইকেট পেয়েছেন পেসাররা। একটি রান-আউট হয়েছে।

আরও পড়ুন: IND vs AUS: ৮.৩ ডিগ্রি বল ঘুরেছে রোহিতের আউটে, পূজারা বোল্ড হওয়ার সময় কতটা বল ঘুরেছে জানেন?

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, টেস্ট শেষ হয়ে যাওয়ার পর হোলকার স্টেডিয়ামের পিচ নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে আলোচনা করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তিনি বলেছেন, 'পিচটা অত্যন্ত শুকনো ছিল। ব্যাট এবং বলের মধ্যে ভারসাম্য ছিল না। ম্যাচের শুরু থেকে স্পিনারদের সহায়তা করেছে। ম্যাচের পঞ্চম বল পিচে পড়ে ছিটকে উঠেছিল। খুব সামান্য বা কোনওরকম সিম মুভমেন্ট ছাড়াই মাঝেমধ্যেই বল পিচে পড়ে ছিটকে গিয়েছিল। পুরো ম্যাচেই অতিরিক্ত এবং অসমান বাউন্স ছিল।' 

আরও পড়ুন: WTC Final Qualification Scenario: সম্ভাবনা রয়েছে ছিটকে যাওয়ার, দেখুন কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে ভারত?

আইসিসির তরফে জানানো হয়েছে, ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে ইন্দোরের পিচকে ‘খারাপ’ বলে অ্য়াখ্যা দেওয়া হয়েছে। সেইসঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে ইন্দোরের কোটায়। আইসিসির নিয়ম অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে কোনও মাঠের কোটায় যদি পাঁচটি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা পড়ে, তাহলে ১২ মাসের মধ্যে কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন