
India vs Australia: ইট ছুড়ে অশ্বিনের পাটকেল খেলেন পেইন, স্লেজিংয়ের যোগ্য জবাব ভারতীয়ের : ভিডিয়ো
১ মিনিটে পড়ুন . Updated: 11 Jan 2021, 01:23 PM IST- দেখে নিন ভিডিয়ো।
ইট ছোড়া হলে যে পাটকেল ফিরিয়ে দিতে জানেন, তা আগেও দেখিয়েছেন। এবার রবিচন্দ্রন অশ্বিনের সেই ‘পাটকেল’ খেলেন টিম পেইন। একেবারে মুখের উপর পেইনের স্লেজিংকে ফিরিয়ে দিলেন ভারতীয় অফস্পিনার।
সোমবার সিডনিতে শেষের দিকে টানটান উত্তেজনার ম্যাচ চলছিল। ঋষভ পন্ত এবং চেতেশ্বর পূজারা আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার সামনে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলেছিলেন অশ্বিন এবং হনুমা বিহারী। দু'জনে প্রায় ৪৪ ওভার খেলে হারের মুখ থেকে ভারতকে বাঁচান তাঁরা। মিচেল স্টার্ক, জোস হেজেলউড, প্যাট কামিন্স, নাথান লিঁয়দের সামনে অদম্য লড়াই তুলে ধরেন। কোনওভাবেই তাঁদের আউট করতে পারছিলেন না অজিরা। তাই ভারতীয়দের মনসংযোগে ব্যাঘাত ঘটাতে উইকেটের পিছন থেকে স্লেজিং শুরু করেন পেইন।
সেরকমই ১২২ তম ওভার শুরুর আগে উইকেটের পিছন থেকে অশ্বিনকে বলেন, ‘অ্যাশ, গাব্বা টেস্টের জন্য অপেক্ষা করতে পারছি না।’ সঙ্গে মুখ দিয়ে বিকৃত আওয়াজ করেন পেইন। তাতে পালটা দেন অশ্বিন। বলেন, ‘তোমায় ভারত দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। ওটা তোমার শেষ সিরিজ হবে।’ তাতে অবশ্য থামেননি পেইন। বলেন, ‘অত্যন্ত সতীর্থরা আমায় পছন্দ করেন।’
পেইনের সেই আক্রমণে কোনও লাভ হয়নি। অশ্বিনের তো মনসংযোগ প্রভাব পড়েনি, উলটে কয়েক বল পরেই বিহারীর ক্যাচ ফস্কান পেইন। সেই ক্যাচ ধরতে পারলে ম্যাচ জয়ের ক্ষেত্রে একধাপ এগিয়ে যেতে পারত অস্ট্রেলিয়া। কিন্তু তা হয়নি। সে প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরকর বলেন, ‘কোনওদিন বকবক করে যাওয়ার ভক্ত ছিলাম না। তা (শুধু ব্যাটসম্যানদের নয়), ফিল্ডার এবং অন্যান্য খেলোয়াড়দের মনসংযোগ ব্যাঘাত ঘটায়।’