বাংলা নিউজ > ময়দান > IND vs BAN T20 WC 2023 Warm Up Game: বাংলাদেশকে ৫২ রানে ধ্বংস করল ভারত, বিশ্বকাপে নামার আগে করল দুরন্ত পারফরম্যান্স

IND vs BAN T20 WC 2023 Warm Up Game: বাংলাদেশকে ৫২ রানে ধ্বংস করল ভারত, বিশ্বকাপে নামার আগে করল দুরন্ত পারফরম্যান্স

সাফল্য ভারতের। (ছবি সৌজন্যে আইসিসি)

IND vs BAN T20 WC 2023 Warm Up Game Scores: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ বাংলাদেশকে হারিয়ে দিল ভারত। ৫২ রানে জিতেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে গুঁড়িয়ে দিল ভারত। ৫২ রানে জিতলেন দীপ্তি শর্মারা। এবার আগামী রবিবার (১২ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবে ভারত। তবে তার আগে একাধিক উদ্বেগ থাকবে হরমনপ্রীত কৌরদের।

  • ভারতের জন্য একাধিক উদ্বেগের কারণ থাকবে। ওপেনিংয়ে ব্যর্থতা, পাওয়ার প্লে'তে কম রান, প্রতিপক্ষকে বাগে পেয়েও ১৩০ রানের বেশি তুলতে দেওয়ার মতো বিষয়গুলি নিয়ে ভারতকে ভাবনাচিন্তা করতে হবে।
  • ভারতের হয়ে দুটি উইকেট পেয়েছেন দেবিকা বৈদ্য। তিন ওভারে ২১ রান খরচ করেছেন। একটি করে উইকেট পেয়েছেন রাজেশ্বরী গায়কোয়াড় (তিন ওভারে ২০ রান), অঞ্জলি সর্বাণী (তিন ওভারে ২২ রান), দীপ্তি শর্মা (তিন ওভারে ১৫ রান), রাধা যাদব (তিন ওভারে ১৭ রান) এবং শেফালি বর্মা (দুই ওভারে ১৩ রান)।
  • শেষ খেলা। বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত। ৫২ রানে জিতেছে টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেননি বাংলাদেশ। 
  • ১৯.৩ ওভারে অষ্টম উইকেটের পতন বাংলাদেশের। বাংলাদেশের স্কোর আট উইকেটে ১২৫ রান।
  • সপ্তম উইকেট পড়ল বাংলাদেশের। আউট হয়ে গেলেন অধিনায়ক নিগার জ্যোতি সুলতানা। ১.৩ ওভারে বাংলাদেশের স্কোর সাত উইকেটে ১২২ রান।
  • ১৮ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ছয় উইকেটে ১১৯ রান। আবারও উইকেট নিলেন দেবিকা বৈদ্য। আউট হলেন লতা মণ্ডল। তিন বলে পাঁচ রান করেছেন।
  • ১৬.৫ ওভারে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। উইকেট পেলেন শেফালি বর্মা। দীপুমণি আউট হলেন। ১৬.৫ ওভারে বাংলাদেশের স্কোর পাঁচ উইকেটে ১০৬ রান।
  • ১৫ ওভারে বাংলাদেশের স্কোর চার উইকেটে ৯৩ রান। পাঁচ ওভারে ৯১ রান চাই বাংলাদেশের। ক্রিজে আছেন নিগার সুলতানা জ্যোতি (২৬ বলে ২৮ রান) এবং রীতুমণি (১২ বলে আট রান)।
  • পরপর দু'ওভারে দুই উইকেট হারাল বাংলাদেশ। ১১.৪ ওভারে বাংলাদেশের স্কোর চার উইকেটে ৭৪ রান। আউট হলেন শ্রোনা আখতার। ক্রমশ চাপ বাড়ছে বাংলাদেশের। উইকেট পেলেন দেবিকা বৈদ্য।
  • তৃতীয় উইকেট পড়ল বাংলাদেশের। মুর্শিদা খাতুনকে আউট করলেন রাধা যাদব। ১০.৩ ওভারে বাংলাদেশের স্কোর তিন উইকেটে ৬৫ রান। ৩২ বলে ৩২ রান করলেন। রিকোয়ার্ড রানরেট ১২ পেরিয়ে গেল।
  • ১০ ওভারে বাংলাদেশের স্কোর দুই উইকেট ৬৪ রান। জয়ের জন্য ৬০ বলে ১২০ রান। রিকোয়ার্ড রেট পাক্কা ১২। অর্থাৎ এখনই কিছু না হলে বাংলাদেশের হাতের বাইরে বেরিয়ে যাবে ম্যাচটা। তবে বাংলাদেশে আশা সঞ্চার করতে পারে একটা জায়গা থেকে। রানের নিরিখে ১০ ওভারের শেষে ভারতের থেকে এগিয়ে আছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের কেউ রিচা ঘোষ হতে পারবেন?
  • আট ওভার শেষ। বাংলাদেশের স্কোর দুই উইকেট ৫০ রান। নিজের দ্বিতীয় ওভারে চার রান দিলেন দীপ্তি শর্মা। মুর্শিদা খাতুন (২২ বলে ২১ রান) এবং নিগার সুলতানা জ্যোতি (১০ বলে আট রান) খেলছেন।
  • শেষ পাওয়ার প্লে। বাংলাদেশের স্কোর দুই উইকেটে ৪০ রান। ক্রিজে আছেন মুর্শিদা খাতুন (১৮ বলে ১৯ রান) এবং নিগার সুলতানা জ্যোতি (তিন বলে চার রান)।
  • দ্বিতীয় উইকেট পড়ল বাংলাদেশের। আউট হয়ে গেলেন শোবানা মোস্তারি। তাঁকে আউট করলেন ভারতের অধিনায়ক দীপ্তি শর্মা। ৫.৩ ওভারে বাংলাদেশের স্কোর দুই উইকেটে ৩৬ রান। 
  • T20 WC-এর প্রস্তুতি ম্যাচেই অজিদের উড়িয়ে দিয়ে চমকে দিলেন আয়ারল্যান্ডের মেয়েরা – ক্লিক করুন এখানে
  • প্রথম উইকেট পড়ল বাংলাদেশের। চার মারার পরেই আউট শামিমা সুলতানা। আউট করলেন রাজেশ্বরী গায়কোয়াড়। ৩.৩ ওভারে বাংলাদেশের স্কোর এক উইকেট ২৪ রান।
  • দু'ওভারে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১০ রান। ক্রিজে আছেন মুর্শিদা খাতুন (আট বলে ছয় রান) এবং শামিমা সুলতানা (চার বলে দুই রান)। দ্বিতীয় ওভারে রাজেশ্বরী গায়কোয়াড় দিলেন সাত রান।
  • একটা জিনিস জানেন তো? প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। এটা নেহাতই অঘটন নাকি এক অভাবনীয় দৌড়ের শুরু?
  • ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। প্রথম ওভার করেছেন শিখা পান্ডে। এক ওভারে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে তিন রান। মুর্শিদা খাতুন তিন বলে এক রানে খেলছেন। শামিমা সুলতানা তিন বল খেলেছেন। কোনও রান পাননি।
  • ১৫ ওভারে ভারতের স্কোর ছিল তিন উইকেটে ১০০ রান। শেষ পাঁচ ওভারে উঠল ৮৩ রান। শুধু তাই নয়, ছয় ওভার শেষে ভারতের স্কোর ছিল ৩৫ রানে তিন উইকেট। ১০ ওভারে ছিল ৫১ রান।
  • পূজা বস্ত্রকার চার বলে ১৩ রানে অপরাজিত থাকলেন।
  • ৫৬ বলে ৯১ রানে অপরাজিত থাকলেন রিচা ঘোষ। ন'টি ছক্কা এবং তিনটি চার মারেন। স্ট্রাইক রেট ১৬২.৫।
  • ২০ তম ওভারের তৃতীয় বলে এক রান নিলেন রিচা ঘোষ। চতুর্থ বলে কোনও রান হল না পূজা বস্ত্রকার। পঞ্চম বলে ছক্কা মারলেন। সেঞ্চুরি হচ্ছে না রিচা ঘোষের। কিন্তু কী ইনিংসটাই না খেললেন। ২০ তম ওভারের শেষ বলে ফের ছক্কা পূজার। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট ১৮৩ রান তুলল ভারত। ২০ তম ওভারে উঠল ২৫ রান।
  • ১৯.২ ওভার: দ্বিতীয় বলেও ছক্কা রিচা ঘোষের। ১০০ রান করতে পারবেন? রিচার কোনও উত্তর নেই বাংলাদেশের কাছে।
  • ১৯.১ ওভার: ছক্কা!!!!! জাহানারা আলমের অফস্টাম্পের বল চোখের নিমেষে মাঠের বাইরে চলে গেল।
  • ১৯ তম ওভারে উঠল ২১ রান। ভারতের স্কোর পাঁচ উইকেটে ১৫৮ রান। ২০ তম ওভারের প্রথম বলে স্ট্রাইকে থাকবেন রিচা ঘোষ। অপরপ্রান্তে থাকবেন পূজা বস্ত্রকার। পাঁচটি বলে চারটি ছক্কা মারতে পারবেন রিচা? তাহলেই হয়ে যাবে শতরান।
  • ও হো!!! অপরপ্রান্তে উইকেট পড়লে কী হবে! রিচা ঘোষ বেধড়ক মারছেন। মারুফা আখতারের ১৯ তম ওভারে তিনটি ছক্কা মারলেন রিচা। আপাতত ৫৩ বলে ৭৮ রানে খেলছেন বাংলার মেয়ে। সাতটি ছক্কা হাঁকিয়েছেন। মেরেছেন তিনটি চার।
  • ১৮ তম ওভারে আরও একটি ছক্কা মারলেন রিচা ঘোষ। তবে ওভারের শেষ বলে আউট দেবিকা বৈদ্য। চার বলে এক রান করে সালমা খাতুনের সামনে বোল্ড হলেন। ভারতের স্কোর ১৮ ওভারে পাঁচ উইকেটে ১৩৭ রান।
  • ১৭ তম ওভারের শেষ বলে আউট হয়ে গেলেন জেমিমা রদ্রিগেজ। তবে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ২৭ বলে ৪১ রান করে ভারতকে চাপের মুখ থেকে বের করে এনেছেন। ছ'টি চার এবং একটি ছক্কা মারেন। ১৭ ওভারে ভারতের স্কোর চার উইকেটে ১২৭ রান।
  • ছক্কা মেরে অর্ধশতরান পূরণ রিচা ঘোষের। ওভারের প্রথম বলটাই ছক্কা মারেন। তৃতীয় বলও বাউন্ডারির বাইরে ফেলে ৫০ রান পূরণ করেন শিলিগুড়ি মেয়ে। অফস্টাম্পের বাইরের বল। ফ্রন্টফুটে এসে ছক্কা রিচার। ঢিমে শুরুর পর ৪৪ বলে অর্ধশতরান করলেন। ৪৪ বলে ৫০ রানে খেলছেন। তিনটি চার এবং তিনটি ছক্কা মেরেছেন।
  • ১৬ তম ওভারে ১১ রান উঠল ভারতের। আপাতত স্কোর তিন উইকেটে ১১১ রান। ক্রিজে আছেন রিচা ঘোষ (৪২ বলে ৩৮ রান) এবং জেমিমা রদ্রিগেজ (২৫ বলে ৪০ রান)। ওভারের দ্বিতীয় বলেই বিশাল ছক্কা হাঁকান রিচা।
  • ১৫ ওভারে ভারতের স্কোর তিন উইকেটে ১০০ রান। প্রাথমিক ধাক্কা সামলে ভারতকে টানছেন রিচা ঘোষ ( ৩৭ বলে ৩১ রান) এবং জেমিমা রদ্রিগেজ (২৪ বলে ৩৬ রান)।
  • ১০ ওভারে ভারতের স্কোর তিন উইকেটে ৫১ রান। ক্রিজে আছেন রিচা ঘোষ (২০ বলে আট রান) এবং জেমিমা রদ্রিগেজ (১১ বলে ১০ রান)।
  • পাওয়ার প্লে'র শেষে প্রবল চাপে ভারত। ছয় ওভারে ভারতের স্কোর তিন উইকেটে ৩৫ রান। শেষ বলে আউট হলেন হারলিন দেওল। ১১ বলে ১০ রান করেন। নাহিদা আখতারের দ্বিতীয় উইকেট।
  • এবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সূচি দেখুন - ক্লিক করুন এখানে
  • এবার ড্রেসিংরুমে ফিরলেন অপর ওপেনার শেফালি বর্মাও। ছয় বলে নয় রান করেন। ৩.৫ ওভারে ভারতের স্কোর দুই উইকেটে ২৩ রান। যস্তিকা ভাটিয়াকে আউট করেন মারুফা আখতার। শেফালিকে আউট করেন নাহিদা আখতার।
  • প্রথম উইকেট পড়ল ভারতের। আউট হয়ে গেলেন যস্তিকা ভাটিয়া। ২.২ ওভারে ভারতের স্কোর এক উইকেট ১৩ রান। ১২ বলে ১০ রান করেন ভারতের বাঁ-হাতি ব্যাটার।
  • শুরু খেলা। ভারতের হয়ে ক্রিজে নেমেছেন যস্তিকা ভাটিয়া এবং শেফালি বর্মা। যে শেফালির নেতৃত্বেই দিনকয়েক আগে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বল হাতে বাংলাদেশের জাহানারা আলম।
  • আজ খেলছেন না ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। অধিনায়কত্ব করছেন দীপ্তি শর্মা। স্মৃতিকে মাঠের বাইরে দেখা যাচ্ছে। তবে হরমনকে আপাতত দেখা যায়নি।
  • মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নেমেছে ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর আজ বাংলাদেশের বিরুদ্ধে মহড়া দেবেন দীপ্তি শর্মারা। তারপর আগামী ১২ ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।
  • ভারতের প্রথম একাদশ: শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া, জেমিমা রদ্রিগেজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রিচা ঘোষ, দেবিকা বৈদ্য, অঞ্জলি সর্বাণী, শিখা পান্ডে, রাধা যাদব এবং রাজেশ্বরী গায়কোয়াড়।
  • মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি? পিসিওএসে ভুগছেন? কোন কোন বিষয়ে এখন থেকেই সাবধান হবেন প্রিয়রঞ্জনের স্মৃতিবিজড়িত রায়গঞ্জে কড়া লড়াই কৃষ্ণ-কার্তিকের রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে? পিওপিএসকে-তে ২০ হাজারের বেশি আবেদন পড়ে, নিষ্পত্তিতে ১ মে পাসপোর্ট আদালত মতুয়াবাড়ি মামলায় শান্তনুকে স্বস্তি, পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হাইকোর্টের মুম্বইয়ে ৪ টি ফ্ল্যাট, ৩টে দামি গাড়ি, কত কোটির মালিক ‘বার্থ ডে বয়’ অরিজিৎ সিং? ‘ও আমার থেকে অটোগ্রাফ নিয়েছিল, সেই সই-এর সাহায্যেই ২৬ লক্ষ টাকা প্রতারণা…’ বালুরঘাট লোকসভা কেন্দ্র ২০২৪: গড়রক্ষার লড়াই সুকান্তের, জানুন অতীতের ফলাফল

Latest IPL News

ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি? রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে? সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.