ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ সিরিজে নামার আগে আজ নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে County Championship XI-র বিরুদ্ধে মাঠে নামছে ভারত। ডারহ্যামে অনুষ্ঠিত হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট দল।
তবে শুরুতেই ছিল চমক। বিরাট কোহলি নন, বরং তাঁর বদলে টস করতে মাঠে নামেন রোহিত শর্মা। মেঘাচ্ছন ডারহ্যামে সুইংয় বোলারদের সহায়ক পরিবেশে ব্যাট করার সিদ্ধান্ত জানান তিনিই। গোটা ইংল্যান্ড সিরিজ জুড়েই এমন পরিবেশে ব্যাট করার প্রবল সম্ভাবনা ভারতীয় দলের। তাই এমন পরিবেশে আসন্ন সিরিজের আগে ভারতীয় ব্যাটসম্যানদের ভালই পরীক্ষা হবে।
প্রত্যাশা মতোই ঋষভ পন্ত এবং ঋদ্ধিমান সাহার অনুপস্থিতিতে ভারতের হয়ে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। অবশ্য প্রায় সকল মুখ্য ব্যাটসম্যান ম্যাচের শুরুতে থাকলেও বিরাটের পাশপাশি মহম্মদ শামি বা ইশান্ত শর্মারও দলে নাম নেই। তবে প্রস্তুতি ম্যাচে পরে নামার সুযোগ থাকেই। সম্ভবত পরে তাঁদের নামতে দেখলেও দেখা যেতে পারে।
তবে ম্যাচের আরেকটি বড় চমক হল ভারতীয় দল নয়, বরং রোহিত, রাহুলদের বিরুদ্ধে খেলতে দেখা যাবে ওয়াশিংটন সুন্দর এবং আবেশ খানকে। County Championship XI-র হয়ে মাঠে নামবেন তাঁরা।
∆ County Championship XI-এর বিপক্ষে ভারতীয় দল:-
রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।