বাংলা নিউজ > ময়দান > India vs County XI: ড্র প্রস্তুতি ম্যাচে প্রাপ্তি চারে নেমে জাডেজার অর্ধশতরান
রবীন্দ্র জাডেজা।

India vs County XI: ড্র প্রস্তুতি ম্যাচে প্রাপ্তি চারে নেমে জাডেজার অর্ধশতরান

এ দিন রবীন্দ্র জাডেজা চারে ব্যাট করতে নেমেছিলেন। ৫১ রান করেন তিনি। তবে পরের ব্যাটসম্যানদের সুযোগ দিতে রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফিরে যান জাড্ডু।

তিন দিনের প্রস্তুতি ম্যাচের ফল ড্র করেছে ভারত।

22 Jul 2021, 09:48:12 PM IST

তিন দিনের প্র্যাক্টিস ম্যাচের ফল ড্র হয়েছে।

কাউন্টি একাদশের বিরুদ্ধে ভারতের প্র্যাক্টিস ম্যাচের ফল ড্র হয়েছে। দুই ইনিংসে ভারত করেছিল ৩১১ এবং ১৯২ রান। আর কাউন্টি একাদশ ২২০ রান এবং ৩১ রান করেছে। এ দিন চারে নেমে অর্ধশতরান করে রবীন্দ্র জাডেজা।

22 Jul 2021, 09:35:16 PM IST

১৫ ওভার: ৩০/০

১৫ ওভার পার হয়ে গেলেও কোনও উইকেট পড়েনি কাউন্টি একাদশের। জ্যাক লিবির রান ১৬ এবং হামিদের রান ১৩।

22 Jul 2021, 08:55:46 PM IST

১০ ওভার: ২২/০

জ্যাক লিবি এবং হাসিব হামিদ ওপেন করতে নেমেছেন। জ্যাক লিবির রান ১৩ এবং হামিদের রান ৮।

22 Jul 2021, 08:28:53 PM IST

৫ ওভার: ১৭/০

জ্যাক লিবি এবং হাসিব হামিদ ওপেন করতে নেমেছেন। জ্যাক লিবির রান ৯ এবং হামিদের রান ৭।

22 Jul 2021, 08:26:06 PM IST

দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছে কাউন্টি একাদশ

২৮৪ রানের লক্ষ্য কাউন্টি একাদশের সামনে।

22 Jul 2021, 08:23:22 PM IST

১৯২ রানে ইনিংস ঘোষণা ভারতের

দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে ভারত। রবীন্দ্র জাডেজা অর্ধশতরান করেছেন। কাউন্টি একাদশকে করতে হবে ২৮৪ রান।

22 Jul 2021, 07:42:33 PM IST

৫৫ ওভার: ১৯২/৩

ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং শার্দুল ঠাকুর। হনুমা বিহারী ৪৩ রান করে অপরাজিত রয়েছেন। ৬ রানে অপরাজিত শার্দুল ঠাকুর।

22 Jul 2021, 07:31:37 PM IST

রিটায়ার্ড আউট জাডেজা

আউট না হলেও ৭৭ বলে ৫১ রান করেই জাডেজা উঠে যান। ক্রিকেটের পরিভাষায় যাকে রিটায়ার্ড আউট বলা হচ্ছে। তাঁর পরিবর্তে নেমেছেন শার্দুল ঠাকুর। ভারতের ১৮৮ রান ৩ উইকেটে।

22 Jul 2021, 07:26:40 PM IST

অর্ধশতরান করে ফেললেন জাড্ডু

এ দিন চারে ব্যাট করতে নেমেছিলেন জাডেজা। তিনি কিন্তু অর্ধশতরান করে ফেলেছেন।

22 Jul 2021, 07:24:14 PM IST

৫০ ওভার: ১৭৭/২

৫০ ওভার হয়ে গেল। রবীন্দ্র জাডেজা ৪৯ রান করে অপরাজিত রয়েছেন। হনুমা বিহারী করেছেন ৩৬ রান।

22 Jul 2021, 07:16:55 PM IST

৪৭ ওভার: ১৬৫/২

এই ওভারে চেনা জাডেজার ঝলক দেখা গেল। ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে জাড্ডু যথাক্রমে ৬-৪-৪ মারেন। লিয়াম প্যাটারসন এই ওভারে ১৪ রান দেন। রবীন্দ্র জাডেজা ৪৫ রান করে অপরাজিত রয়েছেন। হনুমা বিহারী করেছেন ২৮ রান।

22 Jul 2021, 07:05:19 PM IST

৪৫ ওভার: ১৫১/২

১৫০ রানের গণ্ডি টপকালো ভারত। হনুমা বিহারীর রান ২৮। জাডেজার রান ৩১। দলের রান ২ উইকেটে ১৫১।

22 Jul 2021, 06:42:58 PM IST

৪০ ওভার: ১৩০/২

খুব ধীর গতিতেই  রান উঠছে। হনুমা বিহারীর রান ১৮। জাডেজার রান ২১। দলের রান ২ উইকেটে ১৩০।

22 Jul 2021, 06:23:32 PM IST

৩৫ ওভার: ১১৯/২

এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং রবীন্দ্র জাডেজা। হনুমা বিহারীর রান ১৪। জাডেজার রান ১৪। দলের রান ২ উইকেটে ১১৯।

22 Jul 2021, 05:39:49 PM IST

৩২ ওভার শেষ: ১১৩/২

এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং রবীন্দ্র জাডেজা। হনুমা বিহারীর রান ১১। জাডেজার রান ১১। দলের রান ২ উইকেটে ১১৩।

22 Jul 2021, 05:28:07 PM IST

৩০ ওভার: ১০৯/২

এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং রবীন্দ্র জাডেজা। হনুমা বিহারীর রান ১১। জাডেজার রান ৭। দলের রান ২ উইকেটে ১০৯।

22 Jul 2021, 05:16:33 PM IST

দ্বিতীয় উইকেট পড়ল ভারতের: চেতেশ্বর পুজারা আউট

৩৮ রান করে সাজঘরে ফিরে গেলেন চেতেশ্বর পুজারা। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং রবীন্দ্র জাডেজা। জাজাকে চারে নামানো হয়েছে।

22 Jul 2021, 05:13:49 PM IST

২৫ ওভার: ৯৮/১

২৫ ওভারে ১ উইকেট পড়েছে ভারতের। ৪৭ রান করে ময়াঙ্ক আউট হয়ে গিয়েছেন। চেতেশ্বর পুজারার সঙ্গে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী। চেতেশ্বর পুজারার রান ৩৮। হনুমা বিহারীর রান ৭। দলের রান ১ উইকেটে ৯৮।

22 Jul 2021, 05:09:18 PM IST

এক উইকেট পড়েছে ভারতের: ময়াঙ্ক আউট

৮১ বলে ৪৭ রান করে আউট হয়ে যান ময়াঙ্ক আগরওয়াল। চেতেশ্বর পুজারার সঙ্গে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী।

22 Jul 2021, 04:57:18 PM IST

২০ ওভার শেষ

২০ ওভারে ভারত কোনও উইকেট হারায়নি। চেতেশ্বর পুজারার রান ৩১। ময়াঙ্ক আগরওয়ালের রান ৩৯। দলের রান ৭৬।

22 Jul 2021, 04:38:14 PM IST

১৫ ওভার শেষ

১৫ ওভারে ভারত কোনও উইকেট হারায়নি। চেতেশ্বর পুজারার রান ২৪। ময়াঙ্ক আগরওয়ালের রান ৩৩। দলের রান ৬২।

22 Jul 2021, 04:15:39 PM IST

১০ ওভার শেষ

১০ ওভারে ভারত কোনও উইকেট হারায়নি। চেতেশ্বর পুজারার রান ১৩। ময়াঙ্ক আগরওয়ালের রান ২২। দলের রান ৪০।

22 Jul 2021, 04:07:38 PM IST

রোহিত ওপেন করেননি

দ্বিতীয় ইনিংসে রোতি শর্মার পরিবর্তে ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করেছেন চেতেশ্বর পুজারা।

22 Jul 2021, 04:04:37 PM IST

তৃতীয় দিনের খেলা শুরু

দ্বিতীয় দিনের খেলা শেষে কাউন্টি একাদশের ইনিংস শেষ হওয়া মাত্রই দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ২২০ রানে অল আউট হয় কাউন্টি একাদশ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.