তিন দিনের প্রস্তুতি ম্যাচের ফল ড্র করেছে ভারত।
তিন দিনের প্র্যাক্টিস ম্যাচের ফল ড্র হয়েছে।
কাউন্টি একাদশের বিরুদ্ধে ভারতের প্র্যাক্টিস ম্যাচের ফল ড্র হয়েছে। দুই ইনিংসে ভারত করেছিল ৩১১ এবং ১৯২ রান। আর কাউন্টি একাদশ ২২০ রান এবং ৩১ রান করেছে। এ দিন চারে নেমে অর্ধশতরান করে রবীন্দ্র জাডেজা।
১৫ ওভার: ৩০/০
১৫ ওভার পার হয়ে গেলেও কোনও উইকেট পড়েনি কাউন্টি একাদশের। জ্যাক লিবির রান ১৬ এবং হামিদের রান ১৩।
১০ ওভার: ২২/০
জ্যাক লিবি এবং হাসিব হামিদ ওপেন করতে নেমেছেন। জ্যাক লিবির রান ১৩ এবং হামিদের রান ৮।
৫ ওভার: ১৭/০
জ্যাক লিবি এবং হাসিব হামিদ ওপেন করতে নেমেছেন। জ্যাক লিবির রান ৯ এবং হামিদের রান ৭।
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছে কাউন্টি একাদশ
২৮৪ রানের লক্ষ্য কাউন্টি একাদশের সামনে।
১৯২ রানে ইনিংস ঘোষণা ভারতের
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে ভারত। রবীন্দ্র জাডেজা অর্ধশতরান করেছেন। কাউন্টি একাদশকে করতে হবে ২৮৪ রান।
৫৫ ওভার: ১৯২/৩
ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং শার্দুল ঠাকুর। হনুমা বিহারী ৪৩ রান করে অপরাজিত রয়েছেন। ৬ রানে অপরাজিত শার্দুল ঠাকুর।
রিটায়ার্ড আউট জাডেজা
আউট না হলেও ৭৭ বলে ৫১ রান করেই জাডেজা উঠে যান। ক্রিকেটের পরিভাষায় যাকে রিটায়ার্ড আউট বলা হচ্ছে। তাঁর পরিবর্তে নেমেছেন শার্দুল ঠাকুর। ভারতের ১৮৮ রান ৩ উইকেটে।
অর্ধশতরান করে ফেললেন জাড্ডু
এ দিন চারে ব্যাট করতে নেমেছিলেন জাডেজা। তিনি কিন্তু অর্ধশতরান করে ফেলেছেন।
৫০ ওভার: ১৭৭/২
৫০ ওভার হয়ে গেল। রবীন্দ্র জাডেজা ৪৯ রান করে অপরাজিত রয়েছেন। হনুমা বিহারী করেছেন ৩৬ রান।
৪৭ ওভার: ১৬৫/২
এই ওভারে চেনা জাডেজার ঝলক দেখা গেল। ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে জাড্ডু যথাক্রমে ৬-৪-৪ মারেন। লিয়াম প্যাটারসন এই ওভারে ১৪ রান দেন। রবীন্দ্র জাডেজা ৪৫ রান করে অপরাজিত রয়েছেন। হনুমা বিহারী করেছেন ২৮ রান।
৪৫ ওভার: ১৫১/২
১৫০ রানের গণ্ডি টপকালো ভারত। হনুমা বিহারীর রান ২৮। জাডেজার রান ৩১। দলের রান ২ উইকেটে ১৫১।
৪০ ওভার: ১৩০/২
খুব ধীর গতিতেই রান উঠছে। হনুমা বিহারীর রান ১৮। জাডেজার রান ২১। দলের রান ২ উইকেটে ১৩০।
৩৫ ওভার: ১১৯/২
এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং রবীন্দ্র জাডেজা। হনুমা বিহারীর রান ১৪। জাডেজার রান ১৪। দলের রান ২ উইকেটে ১১৯।
৩২ ওভার শেষ: ১১৩/২
এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং রবীন্দ্র জাডেজা। হনুমা বিহারীর রান ১১। জাডেজার রান ১১। দলের রান ২ উইকেটে ১১৩।
৩০ ওভার: ১০৯/২
এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং রবীন্দ্র জাডেজা। হনুমা বিহারীর রান ১১। জাডেজার রান ৭। দলের রান ২ উইকেটে ১০৯।
দ্বিতীয় উইকেট পড়ল ভারতের: চেতেশ্বর পুজারা আউট
৩৮ রান করে সাজঘরে ফিরে গেলেন চেতেশ্বর পুজারা। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং রবীন্দ্র জাডেজা। জাজাকে চারে নামানো হয়েছে।
২৫ ওভার: ৯৮/১
২৫ ওভারে ১ উইকেট পড়েছে ভারতের। ৪৭ রান করে ময়াঙ্ক আউট হয়ে গিয়েছেন। চেতেশ্বর পুজারার সঙ্গে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী। চেতেশ্বর পুজারার রান ৩৮। হনুমা বিহারীর রান ৭। দলের রান ১ উইকেটে ৯৮।
এক উইকেট পড়েছে ভারতের: ময়াঙ্ক আউট
৮১ বলে ৪৭ রান করে আউট হয়ে যান ময়াঙ্ক আগরওয়াল। চেতেশ্বর পুজারার সঙ্গে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী।
২০ ওভার শেষ
২০ ওভারে ভারত কোনও উইকেট হারায়নি। চেতেশ্বর পুজারার রান ৩১। ময়াঙ্ক আগরওয়ালের রান ৩৯। দলের রান ৭৬।
১৫ ওভার শেষ
১৫ ওভারে ভারত কোনও উইকেট হারায়নি। চেতেশ্বর পুজারার রান ২৪। ময়াঙ্ক আগরওয়ালের রান ৩৩। দলের রান ৬২।
১০ ওভার শেষ
১০ ওভারে ভারত কোনও উইকেট হারায়নি। চেতেশ্বর পুজারার রান ১৩। ময়াঙ্ক আগরওয়ালের রান ২২। দলের রান ৪০।
রোহিত ওপেন করেননি
দ্বিতীয় ইনিংসে রোতি শর্মার পরিবর্তে ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করেছেন চেতেশ্বর পুজারা।
তৃতীয় দিনের খেলা শুরু
দ্বিতীয় দিনের খেলা শেষে কাউন্টি একাদশের ইনিংস শেষ হওয়া মাত্রই দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ২২০ রানে অল আউট হয় কাউন্টি একাদশ।