বাংলা নিউজ > ময়দান > India vs Derbyshire T20- ভালো ফর্ম ধরে রাখলেন হুডা, সহজ জয় পেল ভারত
ম্যাচ জিতল ভারত

India vs Derbyshire T20- ভালো ফর্ম ধরে রাখলেন হুডা, সহজ জয় পেল ভারত

Follow us for all the score updates from India vs Derbyshire T20- প্রস্তুতি ম্যাচে কেমন করল ভারত, পড়ে নিন আমাদের লাইভ ব্লগে। 

একদিকে প্রায় টি২০-র স্টাইলে এজবাস্টন মাতালেন ঋষভ পন্তরা। অন্যদিকে ভারতীয় টি২০ দলের ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলল ডার্বিশায়ারের বিরুদ্ধে। বোলিং খুব ভালো না করলেও ব্যাটিংয়ে নিজেদের জাত দেখান ভারতীয়রা। কুড়ি বল বাকি থাকতেই ম্যাচ জয় সাত উইকেটে। উল্লেখযোগ্য পারফরম্যান্স করেন হুডা, সঞ্জু ও সূর্য। বল হাতে নজর কাড়লেন ভেঙ্কটেশ আইয়ার, উমরান ও অর্শদীপ। 

02 Jul 2022, 02:39:32 AM IST

ভারতের কী কী প্রাপ্তি

ভারতের ব্যাক আপ পেস অ্যাটাক ছন্দে আছে। অর্শদীপ, উমরান ও বেঙ্কটেশ তিনজনেই নজর কাড়লেন। হুডার ফর্ম রীতিমত নজরকাড়া। এভাবে চললে হয়তো বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারেন এলএসজি-র এই ক্রিকেটার। সঞ্জু হয়তো শেষ দুটি টি-২০ তে নির্বাচিত হননি, কিন্তু নিজেকে প্রমাণ করতে যে তিনি মুখিয়ে আছেন সেটা বলাই বাহুল্য।  

02 Jul 2022, 02:32:56 AM IST

সহজ জয় ভারতের

১৬.৪ ওভার অর্থাৎ ঠিক ১০০ বলে ম্যাচ জিতল ভারত। সাত উইকেটে এল জয়। সূ্র্যকুমার ৩৬ ও কার্তিক সাত রানে অপরাজিত থাকলেন। সব মিলিয়ে বেশ সহজেই জিতল ভারত। 

02 Jul 2022, 02:10:01 AM IST

জীবন পেলেন হুডা

হিউজের বলে হুডার সহজ ক্যাচ ফেললেন অনুজ ডাল। ধীরে ধীরে জয়ের দিকে যাচ্ছে ভারত। প্রাথমিক বাধা বিপত্তি কাটিয়ে সহজেই জয় আসছে। ১৪ ওভার শেষে ১২১-২। হুডা অপরাজিত ৪৭ ও সূর্য ৩০ রানে। 

02 Jul 2022, 02:05:12 AM IST

১০০ পার ভারতের

খেলা ধরে নিয়েছেন হুডা ও সূর্যকুমার যাদব। বোলিং মোটেই তেমন ভালো নয় তাই হাত খুলে মারছেন দুজনেই। ১২ ওভার শেষে ১০১-২। হুডা (৩৯) ও সূর্য (১৮) রানে নট আউট।

02 Jul 2022, 01:57:14 AM IST

খাপ খুলছেন হুডা

স্যামসনের আউট হওয়ার পর কিছুটা হলেও অ্যাটাকিং মোডে দীপক হুডা। এই মুহূর্তে ২০ বলে ২৪ নট আউট তিনি। ভারত ১০ ওভার শেষে ৭৫-২। সূর্যকুমার যাদব নতুন ব্যাটার কিছুটা ধরে খেলছেন। পিচ একটু ধীরে খেলছে। সেই কারণেই হয়তো খুল্লামখুল্লা মারছেন না ভারতীয়রা কারণ বোলিং তেমন আহামরি নয়। 

02 Jul 2022, 01:49:07 AM IST

আউট স্যামসন

পুল করতে গিয়ে আউট হলেন সঞ্জু স্যামসন। ৩০ বলে ৩৮ রান করে আউট হলেন তিনি ম্যাকারনেনের বলে। ক্যাচ নিলেন ডু প্লয়। ৮ ওভার শেষে ৫৭-২ 

02 Jul 2022, 01:42:35 AM IST

পাওয়ার প্লে শেষ, নিয়ন্ত্রণে ভারত

মার্ক ওয়াটের তৃতীয় ওভারে রুদ্রমূর্তি ধারণ করলেন স্যামসন। দুটি চারের সহযোগে ১৩ রান হল। ৬ ওভার শেষে ৪৬-১। স্যামসন নট আউট ৩৬ ও হুডা ৫ রানে। 

02 Jul 2022, 01:37:56 AM IST

ভাগ্যের সহায়তা স্যামসনের

পরপর দুই ওভারে লিডিং এজ লাগল স্যামসনের ব্যাট থেকে। তবে ভাগ্য ভালো তাঁর, কোনও ফিল্ডারের হাতে যায়নি। স্ক্রিমশোর বলে ছক্কা মারলেন তিনি। পাঁচ ওভার শেষে ভারত ৩৩-১। ১৯ বলে ২৪ করেছেন স্যামসন। 

02 Jul 2022, 01:33:40 AM IST

চাপে ভারত

২০-১ চার ওভার বাদে। বৃষ্টি আসতে পারে, তাই ডাকওয়ার্থ লুইসের দিকেও নজর রাখতে হবে। ক্রিজে আছেন সঞ্জু স্যামসন ও দীপক হুডা। 

02 Jul 2022, 01:22:58 AM IST

প্রথম ওভারেই আউট রুতুরাজ

প্রথম ওভারেই আউট রুতুরাজ গায়কোয়াড়। তিন রান করেছেন। এক ভারতের স্কোর এক উইকেট পাঁচ রান।

02 Jul 2022, 01:21:21 AM IST

ভারতের হয়ে নামলেন রুতুরাজ সঞ্জু

ব্যাট করতে নামছে ভারত। ভারতের হয়ে নামছেন রুতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যাসমন।

02 Jul 2022, 01:10:29 AM IST

কেমন হল ভারতীয় বোলারদের পারফরম্যান্স?

ছয় বোলার ব্যবহার করেছে ভারত। তিন ওভারে ১৮ রান দিয়ে এক উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। অর্শদীপ সিং করেছেন চার ওভার। ২৯ রানে দু'উইকেট নিয়েছেন। আবেশ খান করেছেন দু'ওভার। ১৬ রান দিয়েছেন। উমরান মালিক চার ওভারে ৩১ রান দিয়ে দু'উইকেট নিয়েছেন। বেঙ্কটেশ আইয়ার তিন ওভার করেছেন। ১৮ রানে এক উইকেট নিয়েছেন।

02 Jul 2022, 01:05:30 AM IST

জয়ের জন্য ভারতের চাই ১৫১ রান

২০ ওভারে আট উইকেটে ডার্বিশায়ার তুলল ১৫০ রান। জয়ের জন্য ভারতের চাই ১৫১ রান।

02 Jul 2022, 12:59:21 AM IST

১৯ তম ওভারে উঠল ৯ রান

১৯ তম ওভারে উঠল ন'রান। ডার্বিশায়ারের স্কোর সাত উইকেটে ১৪২ রান। প্রথম বলেই ছক্কা খেয়েছিলেন আবেশ খান। তারপর ভালো প্রত্যাবর্তন।

02 Jul 2022, 12:54:05 AM IST

শেষ বলে উইকেট অর্শদীপ, ৭ উইকেট পড়ল ডার্বির

১৮ তম ওভারে উঠল ১০ রান। শেষ বলে হিউজকে বোল্ড করলেন অর্শদীপ সিং। ১৮ ওভার শেষে ডার্বির স্কোর সাত উইকেট ১৩৩ রান।

02 Jul 2022, 12:49:04 AM IST

মিডল স্টাম্প ভাঙলেন উমরান, ৬ উইকেট পড়ল ডার্বির

দুরন্ত বোলিং উমরান মালিকের। ভেঙে দিলেন গেস্টের মিডল স্টাম্প। ১৭ ওভারে ডার্বির স্কোর ছয় উইকেটে ১২৩। চার ওভারে ২ উইকেটে ৩১ রান দিলেন উমরান।

02 Jul 2022, 12:44:34 AM IST

অবশেষে এল বাউন্ডারি, দাগ কাটতে ব্যর্থ বিষ্ণোই

অবশেষে বাউন্ডারি পেল ডার্বিশায়ার। ১৬ তম ওভারের শেষ বলে চাক মারলেন হিউজস। ১৬ ওভারে স্কোর পাঁচ উইকেটে ১১৫ রান। রবি বিষ্ণোই চার ওভারে ৩৪ রান দিলেন।

02 Jul 2022, 12:40:45 AM IST

১৫ ওভারে ডার্বিশায়ারের স্কোর ৫/১০৭

বাউন্ডারি আসছে না ডার্বিশায়ারের। ১৫ ওভারে স্কোর পাঁচ উইকেটে ১০৭ রান।

02 Jul 2022, 12:36:58 AM IST

১৪ ওভারে ডার্বিশায়ারের স্কোর ৫/৯৯

১৪ ওভারে ডার্বিশায়ারের স্কোর পাঁচ উইকেটে ৯৯ রান। উমরান মালিকের ওভারে উঠল আট রান।

02 Jul 2022, 12:31:02 AM IST

গোদের উপর মিসফিল্ডিংয়ে রান-আউট, ৫ উইকেট পড়ল ডার্বির

মিসফিল্ডিংয়ে রান নিতে গিয়ে আউট হয়ে গেলেন কার্টরাইট। ১২.২ ওভারে ডার্বিশায়ারের স্কোর পাঁচ উইকেটে ৮৮ রান।

02 Jul 2022, 12:28:25 AM IST

১২ ওভারে ডার্বিশায়ারের স্কোর ৪/৮৫

১২ ওভারে ডার্বিশায়ারের স্কোর চার উইকেটে ৮৫ রান। ভারতীয়রা বেশি রান দিচ্ছেন না। চাপে রেখেছেন ডার্বিকে।

02 Jul 2022, 12:24:37 AM IST

১১ ওভারে ডার্বিশায়ারের স্কোর ৪/৭৮

১১ তম ওভারে উঠল আট রান। বেঙ্কটেশ আইয়ারের ওভারের চতুর্থ বলে চার মারেন কার্টরাইট। ১১ ওভারে ডার্বিশায়ারের স্কোর চার উইকেটে ৭৮ রান।

02 Jul 2022, 12:20:55 AM IST

১০ ওভারে ডার্বিশায়ারের স্কোর ৪/৭০

১০ ওভারে ডার্বিশায়ারের স্কোর চার উইকেট ৭০ রান। ক্রিজে আছেন কার্টরাইট এবং গেস্ট। দু'জনেরই স্ট্রাইক রেট ১০০-র নীচে।

02 Jul 2022, 12:16:47 AM IST

ন'ওভারে ডার্বিশায়ারের স্কোর ৪/৬৪

নবম ওভারে উঠল তিন রান। ন'ওভারে ডার্বিশায়ারের স্কোর চার উইকেটে ৬৪ রান।

02 Jul 2022, 12:14:41 AM IST

সাফল্য আইয়ারের

ভালো খেলছিলেন ম্যাডসেন কিন্তু কিছুটা ছন্দের বিপরীতে গিয়ে আউট হয়ে গেলেন তিনি। ২৩ বলে ২৮ রান করে আউট তিনি। ক্যাচ নিলেন স্যামসন। ৯ ওভার শেষে ৬৪-৪

02 Jul 2022, 12:11:49 AM IST

এক ওভারে দুটি নো-বল উমরানের

জোরে বল করতে গিয়ে দুটি নো-বল করে ফেললেন উমরান। ইংল্যান্ডের বিরুদ্ধে এরকম করলে যদিও সমস্যা হবে। তবে ওভার থেকে মাত্র এল আট রান। ধারাভাষ্যকার বলছেন যে তিনি উমরানের বোলিং দেখেননি। ধরেই নিতে হবে তিনি আইপিএল দেখেননা। 

02 Jul 2022, 12:05:49 AM IST

দুটি পতাকা স্তম্ভেই ভারত

মাঠে সাধারণত দুটি দলের দুটি পতাকা থাকে। এখানে একটিতে ভারতীয় জাতীয় পতাকা ও অন্যটিতে বিসিসিআই-এর পতাকা উত্তোলিত। সেটা নিয়ে কিছুটা হলেও অবাক কমেন্টেটাররা।

02 Jul 2022, 12:04:24 AM IST

বোলিংয়ে বেঙ্কটেশ আইয়ার

সপ্তম ওভারে ছয় নম্বর বোলিং চেঞ্জ কার্তিকের। বোঝাই যাচ্ছে যে তিনি সবাইকে সুযোগ দিতে চাইছেন। প্রথম ওভারে আট রান দিলেন তিনি। ডার্বি সাত ওভার শেষে ৫৩-৩

02 Jul 2022, 12:00:08 AM IST

সাফল্য উমরানের 

বোঝা গেল না ডু প্লয়ের ইনিংসটা সেভাবে। পরপর দুটি চার মারলেন তিনি। তারপরেই শাফল করে অফে গিয়ে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন। উমরান মালিকের মতো জোরে বোলারের বিরুদ্ধে কেন তিনি এই ঝুঁকি নিতে গেলেন, সেটা বোধগম্য হল না। চার বলে নয় রান করে আউট। পাওয়ার প্লে শেষ। ডার্বিশায়ার করেছে ৪৪-৩

01 Jul 2022, 11:55:58 PM IST

পরপর তিনটি চার ম্যাডসেনের

খারাপ বোলিং করলেন রবি বিষ্ণোই। সহজেই কচুকাটা করলেন ম্যাডসেন। পঞ্চম ওভারের শেষ তিন বলে চার মারলেন তিনি। ৫ ওভার শেষে ডার্বি ৩৫-২ 

01 Jul 2022, 11:49:46 PM IST

আউট শান মাসুদ

আর্শদীপ সিংয়ের বলে আউট শান মাসুদ। লেগে বল ঘোরাতে গিয়ে লিডিং এজ লেগে মিড অনে আউট হলেন তিনি। সফট ডিসমিসাল ক্রিকেটিং পরিভাষায়। মাত্র আট করেই ডার্বির জন্য তাঁর শেষ ম্যাচে আউট মাসুদ। ক্যাচ নিলেন হুডা। চার ওভার শেষে ২২-২

01 Jul 2022, 11:47:09 PM IST

তিন ওভারে ১৪-১

আবেশ খানকে চার মেরে ফ্যালকনদের প্রথম চার আনলেন ম্যাডসেন। ভারতের হয়ে অক্ষরের পর দ্বিতীয় ওভার করেন আর্শদীপ। তারপরে সুযোগ পান আবেশ। অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে বল দেবেন কার্তিক বুঝে নেওয়ার জন্য। 

01 Jul 2022, 11:44:28 PM IST

প্রথমেই সাফল্য অক্ষরের

উমরান মালিকের হাতে ক্যাচ দিয়ে আউট লুইস। সাফল্য পেলেন অক্ষর। পঞ্চম বলে এল উইকেট। 

01 Jul 2022, 11:21:46 PM IST

কিষান ও ভুবি নেই দলে

হার্দিক থাকবেন না জানাই ছিল, কিন্তু ইশান কিষান ও ভুবনেশ্বর কুমারও দলে নেই। ফলে মনে হচ্ছে এই তিনজন ইংল্যান্ডের বিরুদ্ধে নিশ্চিত ভাবেই প্রথম একাদশে থাকবেন। তাই হয়তো নেওয়া হল না পরখ করার জন্য। 

01 Jul 2022, 11:18:05 PM IST

ভারতীয় দল

 দীপক হুডা, সূর্যকুমার যাদব, বেঙ্কটেশ আইয়ার, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক, সঞ্জু স্যামসন এবং রুতুরাজ গায়কোয়াড়।

01 Jul 2022, 11:17:16 PM IST

ডার্বিশায়ার একাদশ

ডার্বিশায়ার: শান মাসুদ (অধিনায়ক), হিলটন কার্টরাইট, লুইস রিকি, লুই ডু প্লয়, ওয়েন ম্যাডসেন, অ্যালেক্স হিউজ, ব্রুক গেস্ট (উইকেটকিপার), ম্যাটি ম্যাককিয়ারন্যান, মার্ক ওয়াট, বেন অ্যাটচিসন এবং জর্জ স্ক্রিমশ।হিলটন ও বেন প্রথম টি২০ ম্যাচ খেলছেন ডার্বিশায়ারের হয়ে। নিজেদের ফ্যালকন বলে সম্বোধন করে ডার্বিশায়ার। 

01 Jul 2022, 11:15:10 PM IST

টসে জিতলেন দীনেশ কার্তিক

টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক দীনেশ কার্তিক। কীরকম ভাবে বোলিং অ্যাটাক প্রথমে প্রভাব ফেলতে পারে ও চাপের মুখে ব্যাটাররা কতটা ভালো খেলতে পারেন, সেটাই হয়তো পরখ করে নিতে চান তিনি। 

01 Jul 2022, 11:11:15 PM IST

ডার্বিশায়ারের টি২০ রেকর্ড

সার্বিকভাবে টি-টোয়েন্টিতে ডার্বিশায়ারের রেকর্ড আহামরি নয়। তবে মিকি আর্থার কোচ হওয়ার পর এবং শান মাসুদের হাত ধরে এবার ভালো ছন্দে আছে। এবারের ভাইটালিটা ব্লাস্টে ১৩ ম্যাচে আটটি ম্যাচে জিতেছে ডার্বিশায়ার। শেষ পাঁচটি ম্যাচে মাত্র একটিতে হেরেছে। গত ২৪ জুন ল্যাঙ্কাশায়ারকে পাঁচ রানে হারিয়ে দিয়েছে।

01 Jul 2022, 11:10:30 PM IST

তিন ম্যাচের টি২০ সিরিজ পরের সপ্তাহে

আগামী সাত, নয় ও দশ তারিখ তিনটি টি২০ ম্যাচ হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে। প্রথম ম্যাচ থেকেই অধিনায়ক থাকবেন রোহিত শর্মা যিনি কোভিডের জন্য টেস্টে খেলতে পারলেন না। পরের ম্যাচ থেকে কোহলি সহ ভারতীয় ওডিআই দলের তারকারা যোগ দেবেন। তাই এই দুই প্রস্তুতি ম্যাচের গুরুত্ব অসীম। কারণ সবাই ভালো খেলে প্রথম একাদশে ঢুকতে চাইবেন। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ? বয়স মাত্র ৪৮! ঘুমের মধ্যেই প্রয়াত ‘কভি খুশি কভি গম’ খ্যাত অভিনেতা বিকাশ শেঠি এবার কি পদত্যাগ করবেন সুখেন্দু? কী বললেন আরজি কর আবহে বিদ্রোহী হয়ে ওঠা সাংসদ? চুক্তি এখনও বহাল, ঝুলে গেল রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের মুক্তি প্রক্রিয়া ‘ম্যাসেজ করে সাইজ জানতে চায়…’, অভিযোগে বিদ্ধ জয়জিৎ! ফোনে হেসে ফেলে জবাব দিলেন… আমি ওর খুব বড় ভক্ত- কোহলি, স্মিথ বা রুটের মধ্যে সেরা কে? কাকে বাছলেন উইলিয়ামসন পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশ গঠন বোলপুরে, সব জেলায় গড়বে সরকার ‘আজ প্রমাণ হল যে কোনও সুবিবেচক মানুষ তৃণমূলের সঙ্গে সহবৎ করতে পারেন না’ আরজি কর কাণ্ডের তদন্তে এবার বড় পদক্ষেপ? CBI নজরে শাসকদলের ২ 'প্রভাবশালী' নেতা রবিবার দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে হল দীপবীরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.