বাংলা নিউজ > ময়দান > দুর্ধর্ষ শেষ ওভার নটরাজনের, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে একদিনের সিরিজ জয় ভারতের
জয়ের পর অধিনায়কের আদর। (ছবি সৌজন্য পিটিআই)

দুর্ধর্ষ শেষ ওভার নটরাজনের, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে একদিনের সিরিজ জয় ভারতের

দুর্দান্ত শেষ ওভার করলেন টি নটরাজন।

লম্বা সিরিজের কী দুর্দান্ত শেষ! একেবারে শেষ মুহূর্ত চলল লড়াই। দুর্দান্ত শেষ ওভার করলেন টি নটরাজন। বিশেষত এত আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা যেভাবে স্নায়ু ধরে রাখলেন, তাতে আশ্বস্ত হবে ভারত। সেইসঙ্গে তৃতীয় একদিনের ম্যাচে সাত রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেন বিরাট কোহলিরা। ফলে ভারত সফর থেকে খালি হাতেই ফিরতে হল ইংল্যান্ডকে।

29 Mar 2021, 12:19:54 AM IST

ODI-তে আট বা নীচে ব্যাট করে সর্বোচ্চ রানের নজির কারানের, ছুঁলেন প্রাক্তন নাইটকে

ODI-তে আট বা নীচে ব্যাট করে সর্বোচ্চ রানের নজির কারানের, ছুঁলেন প্রাক্তন নাইটকে -- পড়ে নিন বিস্তারিত

29 Mar 2021, 12:01:51 AM IST

শার্দুল ম্যাচের সেরা, ভুবি সিরিজের সেরা নয় কেন? তীব্র অসন্তোষ প্রকাশ বিরাটের

শার্দুল ম্যাচের সেরা, ভুবি সিরিজের সেরা নয় কেন? তীব্র অসন্তোষ প্রকাশ বিরাটের –পড়ে নিন বিস্তারিত

29 Mar 2021, 12:01:12 AM IST

তিনে তিন, টুইট বিরাট কোহলির

টেস্ট, টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের সিরিজও জয়। টুইট বিরাট কোহলি।

28 Mar 2021, 11:14:07 PM IST

২২ জন ব্যাট করেই একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড তৃতীয় ম্যাচে

২২ জন ব্যাট করেই একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড তৃতীয় ম্যাচে – পড়ে নিন এখানে

28 Mar 2021, 10:57:57 PM IST

ছক্কার নিরিখে বিশ্বরেকর্ড ভারত-ইংল্যান্ড সিরিজে, ৩ ম্যাচে কতগুলি ছক্কা হয়েছে?

ছক্কার নিরিখে বিশ্বরেকর্ড ভারত-ইংল্যান্ড সিরিজে, ৩ ম্যাচে কতগুলি ছক্কা হয়েছে? – পড়ে নিন বিস্তারিত

28 Mar 2021, 10:43:11 PM IST

ট্র্যাজিক নায়ক স্যাম কারান, হলেন ম্যাচের সেরা, গড়লেন বিশ্বরেকর্ড

ম্যাচের সেরা হলেন স্যাম কারান। ৮৩ বলে অপরাজিত ৯৫ রান করেন। আট নম্বরে সর্বোচ্চ রান বিশ্বের ক্রিকেট ইতিহাসে (একদিনের ম্যাচে)।

28 Mar 2021, 10:17:21 PM IST

দুর্ধর্ষ শেষ ওভার নটরাজনের, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে একদিনের সিরিজ জয় ভারতের

দুর্ধর্ষ শেষ ওভার নটরাজনের। মাত্র ছ'রান দিলেন তিনি। সেই ওভারের সৌজন্য রুদ্ধশ্বাস ম্যাচ জিতে একদিনের সিরিজ জয় ভারতের। ভারত জিতল সাত রানে। কাজে এল না স্যাম কারানের অপরাজিত ৯৫ রান।

28 Mar 2021, 10:16:21 PM IST

এক বলে চাই আট রান

৪৯.৫ ওভার - চার রান। এক বলে চাই আট রান।

28 Mar 2021, 10:15:42 PM IST

কোনও রান নয়

৪৯.৪ ওভার - ফুল টস। কোনও রান নয়। ২ বলে চাই ১২ রান।

28 Mar 2021, 10:14:47 PM IST

কোনও রান নয়

৪৯.৩ ওভার - সোজা, ফুল বল। দুর্দান্ত বোলিং। কোনও রান নয়। তিন বলে চাই 

28 Mar 2021, 10:14:23 PM IST

এক রান রিকি টপলির

৪৯.২ ওভার - এক রান রিকি টপলির। স্ট্রাইকে স্যাম কারান।

28 Mar 2021, 10:12:32 PM IST

৫০ তম ওভারের প্রথম বলেই উইকেট পড়ল ইংল্যান্ডের, রকেট থ্রো হার্দিকের

দুর্দান্ত প্রথম বল টি নটরাজনের। ইয়র্কার লেংথে বল। লং-অনে বল ঠেলে এক রান নেন। দ্বিতীয় রান নিতে গিয়ে স্লিপ করে যান। লং-অন থেকে দুর্দান্ত থ্রো করেন হার্দিক পান্ডিয়া। একেবারে উইকেটের উপরে। ব্যাটিং স্ট্রাইকের দিকে রান-আউট মার্ক উড। পাঁচ বলে চাই ১৪ রান। হাতে পড়ে এক উইকেট।

28 Mar 2021, 10:09:05 PM IST

শেষ ওভারে চাই ১৪ রান

৪৯ তম ওভারে রান দিলের হার্দিক পান্ডিয়া। ৪৮.৪ ওভারে টপ-এজ গেলে স্যাম কারানের ক্যাচ উঠেছিল। কঠিন সুযোগ ফস্কালেন নটরাজন। এবার তাঁর কাঁধেই ভার। শেষ ওভারে চাই ১৪ রান।

28 Mar 2021, 10:06:04 PM IST

সহজ ক্যাচ ফস্কালেন শার্দুল, সিরিজ ফেললেন?

৪৮.৩ ওভারে সহজ ক্যাচ ফস্কালেন শার্দুল ঠাকুর। একেবারে সোজা ক্যাচ ফস্কালেন। শর্ট বলে কোনওরকম টাইম করতে পারেননি মার্ক উড। মিড উইকেটে ক্যাচের সঙ্গে সিরিজ ফেললেন শার্দুল ঠাকুর?

28 Mar 2021, 10:03:05 PM IST

৪৯ তম ওভার পেলেন হার্দিক পান্ডিয়া

টি নটরাজন নন, ৪৯ তম ওভার পেলেন হার্দিক পান্ডিয়া। রবিবারের নিরিখে তাঁর ইকোনমি রেট নটরাজনের থেকে ভালো। 

28 Mar 2021, 10:01:10 PM IST

৪৮ তম ওভারে মাত্র ৪ রান দিলেন ভুবি, এখনও এগিয়ে ইংল্যান্ড

৪৭.৪ ওভারে এলবিডব্লুইয়ের জোরালো আপিল ভুবির। আউট দেন অনফিল্ড আম্পায়ার। রিভিউ নেন মার্ক উড। রিভিউয়ে বেঁচে যায় ইংল্যান্ড। বল স্টাম্পে লাগেনি। ৪৮তম ওভারে উঠল চার রান। ১৯ বলে ১২ রান ইংল্যান্ডের।

28 Mar 2021, 09:52:16 PM IST

৪৭ তম শার্দুল দিলেন ১৮ রান

১৮ রান উঠল ৪৭ তম ওভারে। শার্দুল ঠাকুর দুটি চার, একটি ছক্কা খেলেন। কার্যত ইংল্যান্ডের হাতের মুঠোয় ম্যাচ। ভুবনেশ্বরের হাতে এক ওভার, নটরাজনের হাতে এক ওভার আছে। হার্দিকের হাতে আছে ২ ওভার। ৪৮ তম ভুবি করলে ৪৯ তম ওভার কি নটরাজন করবেন নাকি হার্দিক? হার্দিক রবিবার কম রান দিয়েছেন।

28 Mar 2021, 09:50:28 PM IST

ছক্কা মেরে ৩০০ রান পার ইংল্যান্ডের, ভারতের পথের কাঁটা সেই কারান

ছক্কা মেরে ইংল্যান্ডকে ৩০০ রানের গণ্ডি পার করিয়ে দিলেন স্যাম কারান। ৪৬.৪ ওভারে ইংল্যান্ডের স্কোর আট উইকেট ৩০১ রান। ইতিমধ্যে ৪৭ তম ওভারের চার বলে ১২ রান এসে গিয়েছে।

28 Mar 2021, 09:39:17 PM IST

সিরিজ জিততে ভারতের পথে অন্তরায় স্যাম কারান, বিরাটদের চাই ২ উইকেট

শেষ পাঁচ ওভারে ইংল্যান্ডের চাই ৪৮ রান। ক্রিজে আছেন স্যাম কারান (৫৮ বলে ৬০ রান) এবং মার্ক উড (১৭ বলে ১২ রান)।

28 Mar 2021, 09:37:57 PM IST

ঝাঁপিয়ে এক হাতে দুর্ধর্ষ ক্যাচ - বিরাটের জাদুতে ভয়ঙ্কর জুটি ভাঙল ভারত : ভিডিয়ো

ঝাঁপিয়ে এক হাতে দুর্ধর্ষ ক্যাচ - বিরাটের জাদুতে ভয়ঙ্কর জুটি ভাঙল ভারত : ভিডিয়ো

28 Mar 2021, 09:12:16 PM IST

দুর্ধর্ষ ক্যাচ বিরাটের, অবশেষে জুটি ভাঙল রশিদ-কারানের জুটি, ২ উইকেট চাই ভারতের

একটা দুর্ধর্ষ মুহূর্তের দরকার ছিল। আর সেই মুহূর্ত নিয়ে আসলেন খোদ অধিনায়ক বিরাট কোহলি। কভারে দাঁড়িয়ে একহাতে অসাধারণ ক্যাচ নিয়ে আদিল রশিদ এবং স্যাম কারানের ৫৭ রানের জুটি ভাঙলেন। ইংল্যান্ডের স্কোর ৩৯.২ ওভারে আট উইকেটে ২৫৭ রান।

28 Mar 2021, 08:49:33 PM IST

তিনে তিন হওয়া থেকে একধাপ দূরে, সিরিজ জিততে ভারতের চাই আর ৩ উইকেট

৩৫ ওভারে ইংল্যান্ডের স্কোর সাত উইকেটে ২৩৫ রান। ১৫ ওভারে ইংল্যান্ডের চাই ৯৫ রান। ক্রিজে আছেন স্যাম কারান (৩৪ রান) এবং আদিল রশিদ (১০ রান)।

28 Mar 2021, 08:32:04 PM IST

বল হাতে নিয়েই বড় ধাক্কা দিলেন ভুবনেশ্বর, সাত উইকেট পড়ল ইংল্যান্ডের

আউট মইন আলি। বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড। ৩০.৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩০.৩ ওভারে সাত উইকেটে ২০০ রান। ২৫ বলে ২৯ রান করলেন মইন। বিরাট কোহলি হাতে বল তুলে দিতেই গুরুত্বপূর্ণ উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার।

28 Mar 2021, 08:29:01 PM IST

ছ'উইকেট হারালেও এখনও ম্যাচে ইংল্যান্ড, এখনও থাকছে ভালো রানরেট 

৩০ ওভারে ইংল্যান্ডের স্কোর ছ'উইকেটে ১ রান। ক্রিজে আছেন মইন আলি (২৫ রান) এবং স্যাম কারান (৯ রান)। পরের বলেই চার মেরে ২০০-তে পৌঁছাল ইংল্যান্ড। ১৯.৫ ওভারে ইংল্যান্ডের চাই ১৩০ রান। 

28 Mar 2021, 08:01:10 PM IST

অর্ধশতরানের পরেই আউট মালান, মাঝের ওভারে আবারও কামাল শার্দুলের

অর্ধশতরান পূরণ করলেন ডেভিড মালান। শার্দুল ঠাকুরকে চার মেরে সেই মাইলস্টোনে পৌঁছান। পরের বলেই ব্যাটের তলায় লেগে ঋষভ পন্তের সামনে পড়ে। তার পরের বলেই বড় শট মারতে গিয়ে শর্ট মিড-উইকেটে রোহিত শর্মার হাতে জমা পড়েন। ৫০ বলে ৫০ রান করলেন মালান। ২৫.৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৬৮ রান। তৃতীয় উইকেট শার্দুলের।

28 Mar 2021, 07:53:06 PM IST

লিভিংস্টোন-মালানের জুটি ভাঙলেন শার্দুল, ৫ উইকেট পড়ল ইংল্যান্ডের

পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড। আউট হলেন লিয়ান লিভিংস্টোন। আবারও মাঝের ওভারে উইকেট নিলেন শার্দুল ঠাকুর। ফুল বলকে ফুলটস হিসেবে খেলতে চেয়েছিলেন। কিন্তু শার্দুলের অ্যাকশনে সম্ভবত বোকা বনে যান। হাত দেখে ঢিমে গতির বল মনে হলেও ঘণ্টায় ১৩৩ কিলোমিটারের বল ছিল। শেষপর্যন্ত বোলারের দিকে ক্যাচ তুলে দেন ইংল্যান্ড ব্যাটসম্যান। ক্যাচ নিতে কোনও ভুল করেননি শার্দুল। ২৩.৫ ওভারে ইংল্যান্ডের স্কোর পাঁচ উইকেটে ১৫৫ রান। ভাঙল মালান-লিভিংস্টোনের ৬০ রানের জুটি।

28 Mar 2021, 07:37:13 PM IST

চাপে KKR পেসার, ৪ উইকেট হারানোর পর ইংল্যান্ডকে টানছেন মালান-লিভিংস্টোন

২০ ওভারে ইংল্যান্ডের স্কোর চার উইকেট ১৩২ রান। দশম ওভারে ১৩ রান দিলেন প্রসিধ কৃষ্ণা। ডেভিড মালান করেছেন ৩৬ বলে ৩৬ রান। লিয়াম লিভিংস্টোন অপরাজিত ১৭ বলে ২২ রানে। চার ওভারে কেকেআরের পেসার ৪৩ রান দিয়েছেন।

28 Mar 2021, 07:19:57 PM IST

সহজ ক্যাচ ফস্কে ছিলেন নিজে, স্টোকস আউট হতে কী করলেন হার্দিক, দেখে নিন ভিডিয়োয়

সহজ ক্যাচ ফস্কে ছিলেন নিজে, স্টোকস আউট হতে কী করলেন হার্দিক, দেখে নিন ভিডিয়োয়

28 Mar 2021, 07:15:54 PM IST

আউট বাটলার, চার উইকেট পতন ইংল্যান্ডের

১৫.১ ওভারে শার্দুল ঠাকুরের বল জোস বাটলারের প্যাডে লাগে। জোরালো আপিল করলেও এলবিডব্লিউ দেওয়া হয়নি। ঋষভ পন্তের সঙ্গে আলোচনা করে ডিআরএস নেন কোহলি। রিভিউয়ে দেখা যায়, লেগ স্টাম্পে বল লাগছে। অনফিল্ড আম্পায়ারকে সিদ্ধান্ত বদল করতে হল। রিভিউয়ের একেবারে সঠিক সিদ্ধান্ত। ১৮ বলে ১৫ রানে আউট বাটলার। ১৫.১ ওভারে ইংল্যান্ডের স্কোর চার উইকেটে ৯৫ রান।

28 Mar 2021, 06:45:26 PM IST

বড়সড় সাফল্য ভারতের, আউট স্টোকস, ফুলটসে উইকেট নটরাজনের

আগের দু'বার ভাগ্যের সহায়তা পেয়েছিলেন স্টোকস। এবার ভাগ্য গেল ভারতের দিকে। বড়সড় সাফল্য ভারতের। টি নটরাজনের ফুলটসে আউট হলেন। ক্রিজ থেকে এগিয়ে এসে বড় শট মারতে যান। তা শিখর ধাওয়ানের হাতে জমা পড়ে। বলের উচ্চতার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে যাওয়া হয়েছিল। কিন্তু স্টোকস এগিয়ে এসেছিলেন আর নীচু হচ্ছিল। ফলে আউট হলেন স্টোকস। ৩৯ বলে ৩৫ রান। ইংল্যান্ডের স্কোর ১০.৩ ওভারে তিন উইকেটে ৬৮ রান।

28 Mar 2021, 06:42:47 PM IST

দু'বার জীবনদান স্টোকসের, প্রথম ১০ ওভারে ভারতের থেকে বেশি রান ইংল্যান্ডের

দশম ওভারে ১৫ রান দিলেন প্রসিধ কৃষ্ণা। তার জেরে ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়াল ২ উইকেটে ৬৬ রান। স্টোকস অপরাজিত ৩৩ রানে। ১২ রান করেছেন ডেভিড মালান। একবার স্টোকসের ক্যাচ ফস্কেছে। তারপর রান-আউটের সুযোগও হাতছাড়া হয়েছে।

28 Mar 2021, 06:15:33 PM IST

বড় সুযোগ হাতছাড়া ভারতের, স্টোকসের সহজ ক্যাচ ফস্কালেন হার্দিক

বড় সুযোগ হাতছাড়া ভারতের। বেন স্টোকসের ক্যাচ ফস্কালেন হার্দিক পান্ডিয়ার। একেবারে সহজ সুযোগ ছিল ভারতের কাছে। ফ্রন্টফুট রেখে স্ট্রেট ডাইভ মারতে যান স্টোকস। কিন্তু বল উপরে উঠে যায়। সহজ ক্যাচ ছিল হার্দিকের মতো খেলোয়াড়ের কাছে। কিন্তু ক্যাচ ফস্কান তিনি। সেই সময় স্টোকস ১৫ বলে ১৫ রানে খেলছিলেন। ইংল্যান্ডের স্কোর ৪.৪ ওভারে দু'উইকেটে ৩৬ রান। 

28 Mar 2021, 06:08:21 PM IST

‘আমি ও পন্ত ভুল সময় আউট হয়েছি, ৩৯০ রানের লক্ষ্য নিচ্ছিলাম’, হতাশ হার্দিক

‘আমি ও পন্ত ভুল সময় আউট হয়েছি, ৩৯০ রানের লক্ষ্য নিচ্ছিলাম’, হতাশ হার্দিক – আরও পড়ুন

28 Mar 2021, 06:05:27 PM IST

দুইয়ে দুই ভুবির, প্রথম ৩ ওভারেই আউট ইংল্যান্ডের দুই ওপেনার

আবারও ভুবি। ইংল্যান্ডের দুই রান মেশিনকে প্রথম তিন ওভারেই প্যাভিলিয়নে পাঠালেন ভুবনেশ্বর কুমার। তৃতীয় ওভারের শেষ বলে স্টাম্প থেকে অনেকটা সরে এসেছিলেন জনি বেয়ারস্টো। ভুবির বল প্যাডে লাগে। রিভিউ নেন বেয়ারস্টো। রিভিউয়ে লেগ স্টাম্পে বল লাগতে দেখা যায়। চার বলে এক রান করলেন বেয়ারস্টো। তিন ওভারে ইংল্যান্ডের স্কোর দু'উইকেট ২৮ রান।

28 Mar 2021, 05:55:22 PM IST

প্রথম ওভারেই সাফল্য, শেষ বলে রয়কে আউট ভুবির

প্রথম ওভারেই সাফল্য। প্রথম পাঁচ বলে ১৪ রান তুলেছিল ইংল্যান্ড। কিন্তু ষষ্ঠ বলে শেষ হাসি হাসেন ভুবনেশ্বর কুমার। প্রথম দুই বলে চার মারেন রয়। পঞ্চম বলেও চার মারেন। ষষ্ঠ বলে রয়ের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে ভুবির বল গলে যায়। এক ওভারে ইংল্যান্ডের স্কোর এক উইকেটে ১৪ রান।

28 Mar 2021, 05:25:06 PM IST

একনজরে ইংল্যান্ডের বোলিং

স্যাম কারান - এক উইকেট, রিকি টপলে - এক উইকেট, মার্ক উড - তিন উইকেট (৭ ওভারে দিয়েছেন মাত্র ৩৪ রান), আদিল রশিদ - দু'উইকেট, মইন আলি - এক উইকেট, লিয়াম লিভিংস্টোন - এক উইকেট।

28 Mar 2021, 05:21:09 PM IST

একনজরে ভারতের ব্যাটিং

৪৮.২ ওভারে ভারতের স্কোর ৩২৯ রান অলআউট। রোহিত শর্মা - ৩৭, শিখর ধাওয়ান - ৬৭, বিরাট কোহলি - ৭, ঋষভ পন্ত - ৭৮, কে এল রাহুল - ৭, হার্দিক পান্ডিয়া - ৬৪, ক্রুণাল পান্ডিয়া - ২৫, শার্দুল ঠাকুর - ৩০, ভুবনেশ্বর কুমার - ৩।

28 Mar 2021, 05:16:51 PM IST

৫০ ওভারই খেলতে পারল না ভারত, আট রানে পড়ল শেষ ৪ উইকেট

৫০ ওভারই খেলতে পারল না ভারত। আট রানে পড়ল শেষ ৪ উইকেট। ৫০ ওভারে ভারতের স্কোর ন'উইকেটে ৩২৯ রান।

28 Mar 2021, 05:15:36 PM IST

নবম উইকেট পড়ল ভারতের

নবম উইকেট পড়ল ভারতের। ৪৮ তম ওভারে জোড়া উইকেট নিলেন মার্ক উড। বোল্ড হলেন প্রসিধ কৃষ্ণা। ভারতের স্কোর ৪৮ ওভারে ৯ উইকেটে ৩২৯ রান। পুরো ফিট না হলেও দুর্দান্ত বোলিং উডের।

28 Mar 2021, 05:12:59 PM IST

ছন্দহীন ইনিংসের পর আউট ক্রুণাল, দুর্দান্ত ক্যাচ রয়ের

একেবারেই ছন্দে ছিলেন না ক্রুণাল পান্ডিয়া। একটাও বাউন্ডারি মারতে পারেননি। শেষপর্যন্ত বড় শট মারতে গিয়ে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। পয়েন্ট থেকে পিছনে থেকে দৌড়ে দুর্দান্ত ক্যাচ ধরলেন জেসন রয়। ৪৭.২ ওভারে ভারতের স্কোর আট উইকেটে ৩২৮ রান। ৩৪ বলে ২৫ রান করেছেন ক্রুণাল।

28 Mar 2021, 05:04:28 PM IST

তিন ছক্কা, এক বাউন্ডারি - ৩০ রান করে আউট শার্দুল

বড় শট মারতে গিয়ে আউট হয়ে গেলেন শার্দুল ঠাকুর। ২১ বলে করলেন ৩০ রান। মেরেছেন তিনটি ছক্কা এবং একটি বাউন্ডারি। ৪৬ ওভারে ভারতের স্কোর সাত উইকেটে ৩২১ রান।

28 Mar 2021, 05:00:10 PM IST

চার বছরে প্রথমবার, সেই কাজের ফল কি ভুগতে হবে ভারতকে?

চার বছরে প্রথমবার, সেই কাজের ফল কি ভুগতে হবে ভারতকে? – আরও পড়ে নিন

28 Mar 2021, 04:51:53 PM IST

৪৪ তম ওভারে ৩০০ পার ভারতের, টানছেন ক্রুণাল-শার্দুল

৪৩.২ ওভারে ৩০০ রানে পৌঁছাল ভারত। ক্রিজে আসেন ক্রুণাল পান্ডিয়া এবং শার্দুল ঠাকুর। ১২ বলে ১৪ রান করেছেন শার্দুল। ২১ বলে ক্রুণালের অবদান ১৫ রান।

28 Mar 2021, 04:31:27 PM IST

বড় ধাক্কা ভারতের, ৬৪ রান করে আউট হার্দিক পান্ডিয়া

বড় ধাক্কা ভারতের। আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। ৪৪ বলে ৬৪ রান করে বেন স্টোকসের বলে আউট হলেন। চার ওভারের ব্যবধানে পন্ত এবং হার্দিককে হারাল ভারত। ৩৯ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ২৭৬ রান।

28 Mar 2021, 04:25:06 PM IST

মাঠ ছাড়লেন বেয়ারস্টো

৩৭.৫ ওভারে ক্রুণাল পান্ডিয়ার শট রুখতে গিয়ে বুড়ো আঙুলে লাগল জনি বেয়ারস্টোর। উঠে গেলেন তিনি।

28 Mar 2021, 04:20:41 PM IST

৩৬ বলে ৫০ রান হার্দিক পান্ডিয়ার, অব্যাহত ভালো ফর্ম

৩৬.৩ ওভারে আদিল রশিদের বলে একরান নিয়ে অর্ধশতরান পূরণ করলেন হার্দিক পান্ডিয়া। নিলেন ৩৬ বল। একদিনের ক্রিকেটে এটা তাঁর সপ্তম অর্ধশতরান।

28 Mar 2021, 04:15:04 PM IST

সেই শতরান অধরা পন্তের, নিজের সর্বোচ্চ রান করেই আউট

একদিনের ক্রিকেটে নিজের সর্বোচ্চ রান করেই পরের বলে আউট হলেন ঋষভ পন্ত। ৬২ বলে ৭৮ রান করলেন তিনি। ৩৬ তম শেষ বল একেবারেই ফুল করেছিলেন স্যাম কারান। পন্তের ব্যাটের পিছন দিকে লেগে উইকেটের পিছনের দিকে চলে যায়। দারুণ ক্যাচ ধরেন জস বাটলার। ভারতের স্কোর পাঁচ উইকেটে ২৫৬ রান।

28 Mar 2021, 04:08:37 PM IST

আক্রমণাত্মক পন্ত-হার্দিক, ৩৫ ওভারে ২৪৩ রান ভারতের

৩৫ ওভারে ভারতের স্কোর চার উইকেটে ২৪৩ রান। ৫৯ বলে ঋষভ পন্ত করেছেন ৭৩ রান। হার্দিক পান্ডিয়া করেছেন ৩০ বলে ৪৪ রন।

28 Mar 2021, 04:02:19 PM IST

চার উইকেটই নিলেন ইংল্যান্ড স্পিনাররা, বিশেষজ্ঞ স্পিনার নেই ভারতের, উত্তাল টুইটার

চার উইকেটই নিলেন ইংল্যান্ড স্পিনাররা, বিশেষজ্ঞ স্পিনার নেই ভারতের, উত্তাল টুইটার --আরও পড়ে নিন

28 Mar 2021, 03:48:18 PM IST

ছক্কা মেরে ৫০ পূরণ ঋষভ পন্তের, খেলছেন আক্রমণাত্মক ছন্দেই

ছক্কা মেরে অর্ধশতরান পূরণ করলেন ঋষভ পন্ত। তাঁর মারার জায়গায় বল করেছিলেন আদিল রশিদ। কোনওরকম ভুল করেননি পন্ত। পুণের গ্যালারিতে বল পাঠিয়ে পরপর দু'ম্যাচে অর্ধশতরান করলেন। ৪৪ বলে পন্ত করেছেন ৫৪ রান।

28 Mar 2021, 03:42:44 PM IST

৩০ তম ওভারে ২০০ রান পার ভারতের, ভরসা পন্ত-হার্দিক

২০০ পার করল ভারত। ২৯.২ ওভারে ভারতের স্কোর চার উইকেটে ২০০ রান।

28 Mar 2021, 03:36:28 PM IST

উইকেটের পালটা আক্রমণ, এক ওভারে তিন ছক্কা হার্দিক পান্ডিয়ার

২৮ তম ওভারে মইন আলিকে তিনটি ছক্কার মারলেন হার্দিক পান্ডিয়া। ওভারে উঠল ২০ রান। ২৮ ওভারে ভারতের স্কোর চার উইকেটে ১৯০ রান। পন্ত করেছেন ৩৭ বলে ৪৩ রান। হার্দিক করেছেন ১০ বলে ২১ রান।

28 Mar 2021, 03:22:25 PM IST

লেগ স্টাম্পের বাইরে ফুলটস বল, পার্টটাইম বোলারকে উপহার দিলেন রাহুল

আর যে কোনওদিন বলটা মাঠের বাইরে যেত। কিন্তু রবিবার সেই বলেই উইকেট উপহার দিয়ে এলেন কে এল রাহুল। লেগ স্টাম্পের বাইরে ফুলটস বল করেছিলেন লিয়াম লিভিংস্টোন। ছক্কা মারার বলে জোরে মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রাহুল। সুইপ মারেন কোনওক্রমে। শর্ট ফাইন লেগে বাঁ-দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন মইন আলি। ২৪.২ ওভারে ভারতের স্কোর চার উইকেটে ১৫৭ রান। রাহুল করলেন ১৮ বলে সাত রান। একদিনের ক্রিকেটে এটাই প্রথম উইকেট। ফাটকা লেগে গেল ইংল্যান্ডের।

28 Mar 2021, 03:19:59 PM IST

পরপর ধাক্কার পর পন্ত-রাহুলের হাত ধরে ঘুরে দাঁড়াচ্ছে ভারত

২৪ ওভারে ভারতের স্কোর তিন উইকেটে ১৫৬ রান। ঋষভ পন্ত করেছেন ২৪ বলে ৩০ রান। ১৭ বলে কে এল রাহুল অপরাজিত সাত রানে।

28 Mar 2021, 03:17:10 PM IST

১০ বছরে প্রথম ১০ ওভারে সবথেকে বেশি রান, তাও অক্ষুূণ্ণ ২০১১ বিশ্বকাপের রেকর্ড

১০ বছরে প্রথম ১০ ওভারে সবথেকে বেশি রান, তাও অক্ষুূণ্ণ ২০১১ বিশ্বকাপের রেকর্ড --আরও পড়ে নিন এখানে

28 Mar 2021, 02:56:09 PM IST

আউট কোহলি, ১৫ বলে তিন উইকেট হারিয়ে চাপে ভারত

এবার আউট বিরাট কোহলি। ১৮ বলে তিন উইকেট হারাল ভারত। এবার উইকেট নিলেন মইন আলি। অফস্টাম্পের লাইন থেকে বল সামান্য ঘুরেছিল। ফাঁকা জায়গা তৈরি করতে গিয়ে বোল্ড হলেন কোহলি। তারপর যেন নিজেকেই বিশ্বাস করতে পারলেন না। ১০ বলে সাত রান করলেন কোহলি। ১৭.৪ ওভারে ভারতের স্কোর তিন উইকেটে ১২১ রান।

28 Mar 2021, 02:53:39 PM IST

চারে এলেন পন্ত

কে এল রাহুল নন, চারে নম্বরে এলেন ঋষভ পন্ত। সম্ভবত ডানহাতি এবং বাঁ-হাতি ব্যাটসম্যানের কারণে পন্তকে আগে পাঠানো হল। সঙ্গে ক্রিজে আছেন বিরাট কোহলি। নাকি স্পিনারদের ছড়ি ঘোরানোর জন্য পন্তকে আগে পাঠানো হল?

28 Mar 2021, 02:51:15 PM IST

এবার রশিদের গুগলির জালে পড়লেন ধাওয়ান, ২ উইকেট পড়ল ভারতের

আউট শিখর ধাওয়ান। সম্ভবত আদিল রশিদের গুগলি অনুধাবন ধরতে পারেননি। বোলারের দিকে বল তুলে দেন ধাওয়ান। ক্যাচ ধরতে ভুল করেননি রশিদ। ৫৬ বলে ৬৭ রান করেন ধাওয়ান। ১৬.৪ ওভারে ভারতের স্কোর দু'উইকেটে ১১৭ রান।

28 Mar 2021, 02:41:15 PM IST

প্রথম উইকেট পড়ল ভারতের, রশিদের বলে বোল্ড তারকা ওপেনার

প্রথম উইকেট হারাল ভারত। আদিল রশিদের বলে আউট হলেন রোহিত শর্মা। ১৪.৪ ওভারে ভারতের স্কোর এক উইকেটে ১০৩ রান। ৩৭ বলে রোহিত করলেন ৩৮ রান। লেগস্পিনের জন্য খেলতে গিয়েছিলেন রোহিত। ধরতে পারেননি বল। ফলে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে অফস্টাম্পের উপরের দিকে বল লাগল। প্রথম ওভারেই উইকেট পেলেন রশিদ।

28 Mar 2021, 02:36:46 PM IST

১৪ ওভারেই ১০০ ছুঁয়ে ফেলল ভারত, দলকে টানছেন ওপেনাররা

১৪ ওভারেই ১০০ ছুঁয়ে ফেলল ভারত। ১৪ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১০০ রান। শিখর ধাওয়ান করেছেন ৪৮ বলে ৫৯ রান। রোহিত করেছেন ৩৬ বলে ৩৭ রান।

28 Mar 2021, 02:31:18 PM IST

মাত্র ৪৪ বলে অর্ধশতরান পূরণ ধাওয়ানের

আদিল রশিদকে চার মেরে অর্ধশতরান পূরণ করলেন শিখর ধাওয়ান। একদিনের ক্রিকেটে তাঁর ৩২ তম অর্ধশতরান। ৪৪ বলে অর্ধশতরান করলেন। এবার লক্ষ্য শতরান। যা সিরিজের প্রথম ম্যাচে অধরা থেকে গিয়েছিল।

28 Mar 2021, 02:24:54 PM IST

প্রথম ১০ ওভারেই নয়া নজির ভারতের

২০১১ সালের বিশ্বকাপের পর ঘরের মাঠে প্রথম ১০ ওভারে ভারতের সর্বোচ্চ স্কোর বিনা উইকেটে ৬৫ রান। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৫ রান তুলেছিল ভারত।

28 Mar 2021, 02:17:21 PM IST

আক্রমণাত্মক ধাওয়ান, প্রথম ১০ ওভারে ৬৫ রান তুলল ভারত

প্রথম ১০ ওভারে কোনও উইকেট হারাল না ভারত। ১০ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৬৫ রান। রোহিত করেছেন ২৮ বলে ২৪ রান। শিখর করেছেন ৩২ বলে ৩৮ রান।

28 Mar 2021, 02:09:51 PM IST

Ind vs Eng: বিরাটের হতশ্রী ভাগ্য, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নজির ইংল্যান্ডের!

বিরাটের হতশ্রী ভাগ্য, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নজির ইংল্যান্ডের! – আরও পড়ুন 

28 Mar 2021, 02:01:43 PM IST

মেডেন সপ্তম ওভার

সপ্তম ওভারে এক রানও খরচ করলেন না মার্ক উড। মেডেন ওভার। ৭ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৬ রান।

28 Mar 2021, 01:56:42 PM IST

ভালো শুরু ভারতের, ৬ ওভারে উঠল ৩৬ রান

ভালো শুরু টিম ইন্ডিয়ার। ছ'ওভারে স্কোর বিনা উইকেটে ৩৬ রান। রোহিত শর্মা করেছেন অপরাজিত ১৭ রান। শিখর ধাওয়ান ১৬ রানে অপরাজিত আছেন।

28 Mar 2021, 01:51:28 PM IST

৩৬ বছরের রেকর্ড অক্ষুণ্ণ রাখতে পারবে ভারত? পুণেতে চ্যালেঞ্জের মুখে বিরাটরা

৩৬ বছরের রেকর্ড অক্ষুণ্ণ রাখতে পারবে ভারত? পুণেতে চ্যালেঞ্জের মুখে বিরাটরা – আরও পড়ুন

28 Mar 2021, 01:46:37 PM IST

প্রথমে ব্যাট করে কত রান উপযুক্ত হবে? উত্তরের সন্ধানে ভারত

দ্বিতীয় ম্যাচে ৩৩৬ রান তুলেও জয় আসেনি। সহজে রান তুলে নিয়েছিল ইংল্যান্ড। ফলে কত রান উপযুক্ত হবে, আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে ভারত।

28 Mar 2021, 01:35:08 PM IST

প্রথম ওভারে ৫ রান ভারতের

প্রথম ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে পাঁচ রান। ক্রিজে আছেন রোহিত শর্মা (২ রান) এবং শিখর ধাওয়ান (৩ রান)। প্রথম ওভারে করেন স্যাম কারান।

28 Mar 2021, 01:13:51 PM IST

তৃতীয় ম্যাচের আগে প্রস্তুতিতে বিরাটরা

তৃতীয় ম্যাচের আগে প্রস্তুতিতে টিম ইন্ডিয়া।

28 Mar 2021, 01:10:40 PM IST

ভারতের প্রথম একাদশ

ভারতের প্রথম একাদশ : রোহতি শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), কে এল রাহুল, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, ক্রণাল পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, প্রসিধ কৃষ্ণা এবং টি নটরাজন।

28 Mar 2021, 01:09:21 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

ইংল্যান্ডের প্রথম একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ডেভিড মালান, জোস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, আদিল রশিদ, রিকি টপলে এবং মার্ক উড।

28 Mar 2021, 01:03:54 PM IST

একটি পরিবর্তন ভারতের, কুলদীপের পরিবর্তে দলে নটরাজন

ভারতীয় দলে একটি পরিবর্তন হল। কুলদীপ যাদবের পরিবর্তে দলে এলেন টি নটরাজন।দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্সের পর তাঁকে বাদ দেওয়া হতে পারে বলে জল্পনা ছিল। তবে বিরাট কোহলি জানিয়েছেন, পিচের পরিস্থিতির কথা বিবেচনা করে কৌশলগত পরিবর্তন করা হয়েছে।

28 Mar 2021, 01:02:00 PM IST

টসে জিতে প্রথমে বোলিং ইংল্যান্ডের

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। একদিনের সিরিজে প্রতিটি ম্যাচেই প্রথমে বোলিং করেছেন বাটলাররা। দলে একটি পরিবর্তন ইংল্যান্ডের। টম কারানের পরিবর্তে প্রথম একাদশে মার্ক উড।

28 Mar 2021, 01:02:00 PM IST

তিনে তিনের লক্ষ্যে নামছে ভারত, স্পিনিং বিভাগের সমস্যা কীভাবে সমাধান বিরাটের?

লম্বা সিরিজের শেষ ম্যাচ। আর ভারত তা জিততে পারলেই খালি হাতে ফিরতে হবে ইংল্যান্ডকে। সেই পরিস্থিতিতে রবিবার পুণেতে তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলি এবং জস বাটলাররা। আপাতত সিরিজের ফলাফল ১-১। ফলে রবিরাবের ম্যাচ হতে চলেছে ফাইনাল।

28 Mar 2021, 12:32:19 PM IST

স্পিনার চিন্তায় বিরাট

একদিনের সিরিজের প্রথম ম্যাচ জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচে সমতা ফেরায় ইংল্যান্ড। তবে এই মুহূর্তে ভারতীয় দলের সবথেকে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বোলিং বিভাগ। বিশেষত স্পিনাররা। একদিনের সিরিজে এখনও ৩৫ ওভার বল করেছেন স্পিনাররা। দিয়েছেন ২৮৩ রান। ঝুলিতে উইকেট মাত্র এক। পেস বোলাররাও শুরুটা ভালো করতে পারছেন না। সেই পরিস্থিতিতে তৃতীয় একদিনের ম্যাচে দলে একাধিক পরিবর্তন করতে পারেন বিরাট কোহলিরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ? আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: টস জিতে ফিল্ডিং নিল নাইট রাইডার্স, দলে এক পরিবর্তন লোকসভার সান্ত্বনা বিধানসভার উপ-নির্বাচনে! সায়ন্তিকাকে টিকিট TMC-র, ভগবানগোলায় কে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.