বাংলা নিউজ > ময়দান > IND vs ENG Cricket: ফাইনালে উঠে ক্রিকেটে ঐতিহাসিক পদক জয় নিশ্চিত করল ভারত
ডাঙ্কলিকে ফেরালেন দীপ্তি। ছবি- এপি (AP)
লাইভ আপডেটস

IND vs ENG Cricket: ফাইনালে উঠে ক্রিকেটে ঐতিহাসিক পদক জয় নিশ্চিত করল ভারত

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে উত্তেজক জয় ছিনিয়ে নেন হরমনপ্রীত কউররা।

৩ ম্যাচের ২টিতে জয় তুলে নিয়ে এ-গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কমনওয়েলথ গেমস ক্রিকেটের সেমিফাইনালে ওঠে ভারত। শেষ চারে হরমনপ্রীত কউরদের সামনে ছিল আয়োজক ইংল্যান্ডের কড়া চ্যালেঞ্জ। শেষমেশ সেমিফাইনালের হার্ডল টপকে পদক (অন্ততপক্ষে রুপো) নিশ্চিত করে ভারত।

06 Aug 2022, 06:48:39 PM IST

ঐতিহাসিক পদক জয় নিশ্চিত ভারতের

ভারতের ৫ উইকেটে ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৬ উইকেটে ১৬০ রানে আটকে যায়। ৪ রানে ম্য়াচ জিতে ফাইনালে ওঠে ভারত। সেই সঙ্গে চলতি বার্মিংহ্যাম কমনওেলথ গেমসের ক্রিকেট থেকে অন্ততপক্ষে রুপোর পদক নিশ্চিত করেন হরমনপ্রীত কউররা। ফাইনালে জিতে গোল্ড মেডেল গলায় ঝোলানোর হাতছানি রয়েছে ভারতের মহিলা ক্রিকেটারদের সামনে। উল্লেখ্য, কোনও মাল্টি স্পোর্টস ইভেন্টে এই প্রথম ক্রিকেট থেকে পদক জিততে চলেছে ভারত।

06 Aug 2022, 06:41:50 PM IST

৪ রানে জয়ী ভারত

শেষ ওভারে স্নেহ রানার প্রথম বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি বাউচার। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। তৃতীয় বলে হরমনপ্রীতের হাতে ধরা পড়েন ব্রান্ট। তিনি ২ বল খেলে খাতা খুলতে পারেননি। ব্যাট করতে নামেন একলেস্টোন। চতুর্থ বলে তাঁর ক্যাচ ছাড়েন হার্লিন দেওয়ল। সেই বলে ১ রান ওঠে। পঞ্চম বলে ১ রান নেন বাউচার। শেষ বলে ছক্কা মারেন একলেস্টোন। ওভারে ৯ রান ওঠে। ৪ রানে ম্যাচ জিতে ফাইনালে ওঠে ভারত।   

06 Aug 2022, 06:35:16 PM IST

রান-আউট সিভার

১৮.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন ন্যাট সিভার। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৪১ রান করেন তিনি। ইংল্যান্ড ১৫১ রানে ৫ উইকেট হারায়। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৪ রান।

06 Aug 2022, 06:28:25 PM IST

রান-আউট জোনm

১৭.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন অ্যামি জোনস। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৩১ রান করেন অ্যামি। ইংল্যান্ড ১৩৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাইয়া বাউচার। ১৮ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৩৮।

06 Aug 2022, 06:22:46 PM IST

শেফালির ওভারে ওঠে ১৫ রান

১৬তম ওভারে শেফালি বর্মা ১৫ রান খরচ করেন। ২টি চার মারেন জোনস। ইংল্যন্ডের স্কোর ৩ উইকেটে ১৩২ রান।

06 Aug 2022, 06:18:00 PM IST

৫ ওভারে ইংল্যান্ডের দরকার ৪৮ রান

জয়ের জন্য শেষ ৫ ওভারে ইংল্যান্ডের দরকার ৪৮ রান। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১১৭ রান। ৩২ বলে ২৯ রান করেছেন ন্যাট সিভার। ১৪ বলে ১৫ রান করেছেন অ্যামি জোনস।

06 Aug 2022, 06:10:58 PM IST

১০০ টপকাল ইংল্যান্ড

১৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১০৪ রান। ২৭ বলে ২৪ রান করেছেন ন্যাট সিভার। ৭ বলে ৭ রান করেছেন অ্যামি জোনস।

06 Aug 2022, 05:56:14 PM IST

ওয়াটকে ফেরালেন রানা

৮.৬ ওভারে স্নেহ রানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ড্যানি ওয়াট। ৬টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন ওয়াট। ইংল্যান্ড ৮১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যামি জোনস।

06 Aug 2022, 05:42:29 PM IST

রান-আউট ক্যাপসি

৬.২ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন ক্যাপসি। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১৩ রান করেন তিনি। ইংল্যান্ড ৬২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ন্যাট সিভার।

06 Aug 2022, 05:40:23 PM IST

৫০ টপকাল ইংল্যান্ড

পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৫৮ রান। ২১ বলে ২৮ রান করেছেন ড্যানি ওয়াট। ৬ বলে ৮ রান করেছেন অ্যালিস ক্যাপসি।

06 Aug 2022, 05:25:20 PM IST

ডাঙ্কলিকে ফেরালেন দীপ্তি

২.৫ ওভারে সোফিয়া ডাঙ্কলিকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ালেন দীপ্তি শর্মা। ৪টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন ডাঙ্কলি। ইংল্যান্ড২৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালিস ক্যাপসি।

06 Aug 2022, 05:12:25 PM IST

ইংল্যান্ডের রান তাড়া করা শুরু

ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন ডাঙ্কলি ও ওয়াট। বোলিং শুরু করেন রেনুকা। শুরুতেই নো বলে চার মারেন ডাঙ্কলি। রেনুকা পুনরায় প্রথম বল করলে ফের চার মারেন ডাঙ্কলি। ওভারের পঞ্চম বলে চার মারেন ওয়াট। ইংল্যান্ড প্রথম ওভারে ১৫ রান তোলে।

06 Aug 2022, 04:58:56 PM IST

ইংল্যান্ডের দরকার ১৬৫ রান

শেষ ওভারের পঞ্চম বলে রান-আউট হন পূজা বস্ত্রকার। ভারত ১৬০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্নেহ রানা। শেষ বলে বাউন্ডারি মারেন জেমিমা। ভারত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৬৫। জেমিমা ৭টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৪৪ রান করে নট-আউট থাকেন। 

06 Aug 2022, 04:55:02 PM IST

দীপ্তি আউট

১৯.৪ ওভারে ব্রান্টের বলে তাঁর হাতেই ধরা পড়েন দীপ্তি শর্মা। ২টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ২২ রান করেন তিনি। ভারত ১৫৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পূজা বস্ত্রকার।

06 Aug 2022, 04:49:29 PM IST

১৫০ টপকাল ভারত

১৯তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ভারতের স্কোর ৩ উইকেটে ১৫৫ রান। দীপ্তি ১৮ ও জেমিমা ৩৯ রানে ব্যাট করছেন।

06 Aug 2022, 04:47:15 PM IST

ব্যাট চালাচ্ছেন জেমিমা

১৮তম ওভারে ন্যাট সিভারের বলে ৩টি চার মারেন জেমিমা। ওভারে মোট ১৪ রান ওঠে। ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৬ রান। জেমিমা ২৬ বলে ৩৩ রান করেছেন। ১৩ বলে ১৫ রান করেছেন দীপ্তি। উল্লেখ্য, ১৬.৬ ওভারে ব্রান্টের বলে দীপ্তির সহজ ক্যাচ ছাড়েন কেম্প।

06 Aug 2022, 04:38:18 PM IST

সোফির ওভারে উঠল ১২ রান

১৬তম ওভারে সোফি একলেস্টোনের বলে ২টি বাউন্ডারি মারেন দীপ্তি শর্মা। ওভারে মোট ১২ রান ওঠে। ১৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১২৭ রান। দীপ্তি ১২ ও জেমিমা ১৮ রানে ব্যাট করছেন।

06 Aug 2022, 04:26:46 PM IST

হরমনপ্রীত আউট

১৩.১ ওভারে কেম্পকে ছক্কা মারেন হরমনপ্রীত। পরের বলেই বাউচারের হাতে ধরা পড়েন তিনি। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ২০ রান করেন ভারতের ক্যাপ্টেন। ভারত ১০৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা। ১৪ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১১৩ রান।

06 Aug 2022, 04:23:56 PM IST

১০০-য় পৌঁছল ভারত

১৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১০০ রান। হরমনপ্রীত ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৪ রান করেছেন। জেমিমা ১১ বলে ১০ রান করেছেন। তিনি ১টি চার মেরেছেন।

06 Aug 2022, 04:14:31 PM IST

অর্ধেক ইনিংস শেষ

১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৯ রান। জেমিমা রডরিগেজ ৪ বলে ২ রান করেছেন। ৭ বলে ১ রান করেছেন হরমনপ্রীত।

06 Aug 2022, 04:06:20 PM IST

মন্ধনা আউট

৮.৩ ওভারে সিভারের বলে স্কুপ শট খেলতে গিয়ে ওংয়ের হাতে ধরা পড়েন স্মৃতি মন্ধনা। ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৬১ রান করেন মন্ধনা। ভারত ৭৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর।

06 Aug 2022, 04:02:44 PM IST

শেফালি আউট

৭.৫ ওভারে কেম্পের বলে ব্রান্টের হাতে ধরা পড়েন শেফালি বর্মা। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৫ রান করেন তিনি। ভারত ৭৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমিমা। মন্ধনা ৬১ রানে ব্যাট করছেন।

06 Aug 2022, 03:54:01 PM IST

২৩ বলে হাফ-সেঞ্চুরি মন্ধনার

৫.১ ওভারে একলেস্টোনের বলে চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মন্ধনা। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ২৩ বলে অর্ধশতরানের গণ্ডি টপকে যান মন্ধনা। ভারত পাওয়ার প্লে-র ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৪ রান তুলেছে। মন্ধনা ৫১ ও শেফালি ১৩ রানে ব্যাট করছেন।আরও পড়ুন:- Fastest 50: ভারতের হয়ে সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন মন্ধনা

06 Aug 2022, 03:50:18 PM IST

৫০ টপকাল ভারত

৫ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টুরে গেল ভারত। পঞ্চম ওভারে সিভারের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন স্মৃতি। ওভারে মোট ১১ রান ওঠে। ভারতের স্কোর বিনা উইকেটে ৫১ রান। মন্ধনা ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ৪৬ রান করেছেন।

06 Aug 2022, 03:48:40 PM IST

ঝড় তুললেন মন্ধনা

চতুর্থ ওভারে ওংয়ের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন মন্ধনা। ওভারে মোট ১২ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪০ রান। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৫ রান করেছেন মন্ধনা।

06 Aug 2022, 03:43:56 PM IST

তৃতীয় ওভারেও ওঠে ১১ রান

তৃতীয় ওভারে ব্রান্টের বলে ২টি চার মারেন মন্ধনা। ওভারে মোট ১১ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২৮ রান। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ২৪ রান করেছেন মন্ধনা।

06 Aug 2022, 03:42:01 PM IST

দ্বিতীয় ওভারে ওঠে ১১ রান

অ্যালিস ক্যাপসির দ্বিতীয় ওভারে ২টি চার মারেন মন্ধনা। ওভারে ১১ রান ওঠে। ২ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১৭ রান। মন্ধনা ১৪ রানে ব্যাট করছেন।

06 Aug 2022, 03:33:16 PM IST

ম্যাচ শুরু

শেফালি বর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ক্যাথেরিন ব্রান্ট। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন মন্ধনা। দ্বিতীয় বলে ১ রান নেন শেফালি। চতুর্থ বলে চার মারেন মন্ধনা। প্রথম ওভারে ৬ রান ওঠে।

06 Aug 2022, 03:20:43 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

ড্যানি ওয়াট, সোফিয়া ডাঙ্কলি, অ্যালিস ক্যাপসি, ন্যাট সিভার (ক্যাপ্টেন), অ্যামি জোনস (উইকেটকিপার), মাইয়া বাউচার, ক্যাথেরিন ব্রান্ট, সোফি একলেস্টোন, ফ্রেয়া কেম্প, ইসি ওং, সারা গ্লেন।

06 Aug 2022, 03:09:46 PM IST

ভারতের প্রথম একাদশ

হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), জেমিমা রডরিগেজ, পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মা, রাধা যাদব, স্নেহ রানা, মেঘনা সিং ও রেনুকা ঠাকুর।

06 Aug 2022, 03:03:14 PM IST

টস জিতল ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে হাই-ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে টস জিতলেন হরমনপ্রীত কউর। টস জিতে ভারতের ক্যাপ্টেন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, এজবাস্টনে রান তাড়া করবে আয়োজক ইংল্যান্ড।

06 Aug 2022, 02:44:12 PM IST

গ্রুপে ভারতের ফলাফল

গ্রুপ লিগের প্রথম ম্যাচে ভারত ৩ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করেন হরমনপ্রীত কউররা। তৃতীয় ম্যাচে ভারতীয় দল ১০০ রানে জয় তুলে নেয় বার্বাডোজের বিরুদ্ধে

06 Aug 2022, 02:39:35 PM IST

জিতলেই পদক নিশ্চিত

এর আগে একবার মাত্র কমনওেলথ গেমসের আসরে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল। সেবার ভারত কোনও পদক জিততে পারেনি। এবার হরমনপ্রীত কউররা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারালেই অন্ততপক্ষে রুপোর পদক নিশ্চিত করবে। ফাইনালে উঠলে লড়াই চালানো যাবে গোল্ড মেডেলের জন্যও। তবে সেমিফাইনালে হারলে ব্রোঞ্জ পদক জয়ের জন্য লড়তে হবে ভারতের মহিলা ক্রিকেট দলকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এগরায় রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ, জখম ৪, আটক ৪ 'রামভক্ত' সৃজিতের প্রথম ছবির নায়িকা, আছে অমর্ত্য সেনের সঙ্গে নিবিড় যোগ, বলুন তো কে? জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল লোকসভা ভোটের আগে বিস্ফোরণ রাজ্যে, রামনবমীর রাতে বিকট আওয়াজে কাঁপল জামুড়িয়া জুড়তে পারে আরও ৬ লাইন! ৫ মিনিট ছাড়া মেট্রো চালাতে পরিকল্পনা ইস্ট-ওয়েস্ট করিডরে বিতর্কের আবহে বদলাবে আকবর ও সীতার 'পরিচয়', দুই সিংহের নয়া নামের প্রস্তাব বাংলার রাত ২ টোয় স্নান করতে যান দিব্যাণী! অজানা গল্প ফাঁস 'ফুলকি'র দিদার সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের আফগানদের বিরুদ্ধে T20I সিরিজে না অজিদের, পালটা বিগ ব্যাশে না খেলার হুমকি রশিদের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট

Latest IPL News

জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত IPL-এ ঝড় তুলেও বিশ্বকাপে ডাক পাবেন না রিয়ানরা! সামনে এল সম্ভাব্য ভারতীয় স্কোয়াড মার খেয়ে হাড় গুঁড়ো হচ্ছে বোলারদের, IPL-এ ইমপ্যাক্ট বদলি তুলে দেওয়ার দাবি মুডির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.