
IND vs ENG: স্টোকস-বেয়ারস্টোর জোড়া ফলায় বিদ্ধ ভারত, সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
Updated: 26 Mar 2021, 09:59 PM IST- কোহলিদের ঝুলিয়ে দেওয়া বিরাট টার্গেট অনায়াসে টপকে যান বাটলাররা।
৪ ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে পকেটে পুরেছে ভারত। পরবর্তী ৫ ম্যাচের টি-২০ সিরিজে কোহলিরা জয় তুলে নিয়েছেন ৩-২ ব্যবধানে। এবার ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। পুণের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে পারলে ওয়ান ডে সিরিজেরও দখল নেবে মেন ইন ব্লু।
১২৪ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন জনি বেয়ারস্টো।
প্রসিধ কৃষ্ণা ৫৮ রানে ২টি উইকেট নেন। ভুবনেশ্বর ৬৩ রানে ১টি উইকেট দখল করেন। ক্রুণাল পান্ডিয়া ৬ ওভারে ৭২ রান খরচ করেন। কুলদীপ ১০ ওভারে ৮৪ রান দেন। শার্দুল ৭.৩ ওভারে ৫৪ রান করচ করেন।
জেসন রয় ৫৫, বেয়ারস্টো ১২৪, স্টোকস ৯৯, মালান অপরাজিত ১৬, বাটলার ০ ও লিভিংস্টোন অপরাজিত ২৭ রান করেন।
দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ের সুবাদে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল ইংল্যান্ড। ফলে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচ কার্যত ফাইনালের রূপ নেয়।
ভারতের ৬ উইকেটে ৩৩৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৩.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৩৭ রান তুলে নেয়। ডেভিড মালান ১টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ১৬ ও এবং লিয়াম লিভিংস্টোন ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২১ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন।
৪২ ওভার শেষে ইংল্যান্ড ৪ উইকেটের বিনিময়ে ৩২৮ রান তুলেছে। জয়ের জন্য দরকার ৯ রান।
৪১ ওভার শেষে ইংল্যান্ড ৪ উইকেটের বিনিময়ে ৩২০ রান তুলেছে।
৪০ ওভার শেষে ইংল্যান্ড ৪ উইকেটের বিনিময়ে ৩১৭ রান তুলেছে। জয়ের জন্য ১০ ওভারে ২০ রান দরকার ব্রিটিশদের। লিভিংস্টোন ২৬ ও মালান ৫ রানে ব্যাট করছেন।
৩৯তম ওভারে দলগত ৩০০ রান পূর্ণ করে ইংল্যান্ড।
ম্যাচে রংবদল। বেয়ারস্টোকে ফেরানোর পর একই ওভারে প্রসিধ কৃষ্ণা তুলে নেন ইংল্যান্ড দলনায়ক জোস বাটলারের উইকেট। ৩ বলে কোনও রান না করেই বোল্ড হন বাটলার। ইংল্যান্ড ২৮৭ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষেককারী লিভিংস্টোন।
৩৭তম ওভারের প্রথম বলে প্রসিধ কৃষ্ণা ফেরত পাঠালেন বেয়ারস্টোকে। ১১টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ১১২ বলে ১২৪ রান করে কোহলির হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ২৮৭ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্য়াটসম্যান বাটলার। জয়ের জন্য ইংল্য়ান্ডের এখনও প্রয়োজন ৫০ রান।
ব্যক্তিগত ৯৯ রানে আউট হয়ে বসলেন বেন স্টোস। ৩৬তম ওভারে ভুবনেশ্বরের দ্বিতীয় বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন স্টোকস। ৪টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৯৯ রান করে সাজঘরে ফেরেন ব্রিটিশ অল-রাউন্ডার। স্টোকস হাফ-সেঞ্চুরি করেছিলেন ৪০ বলে। আউট হওয়ার বলটি বাদ দিলে ৫০ থেকে ৯৯ রানে পৌঁছতে মাত্র ১১টি বল খরচ করেন তিনি। ইংল্যান্ড ২৮৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মালান।
৩৪ ওভারে ইংল্যান্ড ২৫০ রান টপকে যায়। ইংল্যান্ডের স্কোর ২৬৬/১। ক্রুণাল পান্ডিয়াকে ৩টি ছক্কা ও ১টি চার মারেন স্টোকস। ওভারে মোট ২৮ রান ওঠে। বেয়ারস্টো ১০৯ ও স্টোকস ৯৫ রানে ব্যাট করছেন।
৩৩তম ওভারে কুলদীপ যাদবকে পরপর তিনটি ছক্কা মারেন বেন স্টোকস।
২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বেন স্টোকস। ৩২ ওভারে ইংল্যান্ড ২১৮/১।
কুলদীপকে ছক্কা মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূ৪ণ করেছিলেন জনি বেয়ারস্টো। কুলদীপকে ছক্কা হাঁকিয়েই শতরান পূর্ণ করলেন তিনি। ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৯৫ বলে সেঞ্চুরি করেন জনি। ইংল্যান্ড ৩১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ২১১ রান তুলেছে।
৩১চম ওভারে ২০০ রান টপকে গেল ইংল্যান্ড।
২৬ ওভারে ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ১৭০ রান তুলেছে। বেয়ারস্টো ৭৭ ও স্টোকস ৩৩ রানে ব্যাট করছেন।
২৩তম ওভারে ইংল্যান্ড দলগত ১৫০ রানপূর্ণ করে।
২০ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ১২৮ রান তুলেছে।
বেয়ারস্টোর সঙ্গে বোঝাপড়ার অভাবে দুর্ভাগ্যজনক রান-আউট হলেন জেসন রয়। ১৭তম ওভারের তৃতীয় বলে তিনি সাজঘরে ফেরেন তিনি। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৫৫ রান করেন জেসন। ইংল্যান্ড ১১০ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বেন স্টোকস
কুলদীপকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন জনি বেয়ারস্টো। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৫ বলে অর্ধশতরান পূর্ণ করনে তিনি।
১৬ ওভারে ইংল্যান্ড দলগত ১০০ রান পূর্ণ করে। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১০২/০। জেসন ৫৫ ও বেয়ারস্টো ৪৪ রানে ব্যাট করছেন।
১৫ ওভার খেলা হয়ে গেলেও ভারত এখনও কোনও উইকেট তুলতে পারেনি। ইংল্যান্ড বিনা উইকেটে ৮৭ রান তুলেছে। জেসন ৫৪ ও বেয়ারস্টো ৩০ রানে ব্যাট করছেন।
৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জেসন রয়।
১০ ওভার শেষে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৫৯ রান তুলেছে। জেসন ৩৯ ও বেয়ারস্টো ১৯ রানে ব্যাট করছেন।
৯ ওভার ইংল্যান্ড দলগত ৫০ রান পূর্ণ করে।
৭ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ৪০ রান তুলেছে। জেসন রয় ৩৪ ও বেয়ারস্টো ৫ রানে ব্যাট করছেন।
৫ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ১৭ রান তুলেছে। জেসন রয় ১২ ও বেয়ারস্টো ৫ রানে ব্যাট করছেন।
ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জনি বেয়ারস্টো ও জেসন রয়। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। ১ ওভারে ইংল্যান্ড বিনা উইকেটে ৩ রান তুলেছে।
ইংল্যান্ডের হয়ে রীস টপলি ৫০ রানে ২টি, টম কারান ৮৩ রানে ২টি, স্যাম কারান ৪৭ রানে ১টি ও আদিল রশিদ ৬৫ রানে ১টি উইকেট নেন। মঈন আলি ১০ ওভারে ৪৭ ও স্টোকস ৫ ওভারে ৪২ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
ভারতের হয়ে রোহিত শর্মা ২৫, শিখর ধাওয়ান ৪, বিরাট কোহলি ৬৬, লোকেশ রাহুল ১০৮, ঋষভ পন্ত ৭৭, হার্দিক পান্ডিয়া ৩৫ ও ক্রুণাল পান্ডিয়া অপরাজিত ১২ রান করেন।
ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৩৬ রান তোলে। ক্রুণাল ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। সুতরাং, জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৩৭।
শেষ ওভারে টপলির পঞ্চম বলে জেসন রয়ের হাতে দরা পড়েন হার্দিক পান্ডিয়া। ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩৫ রান করে ক্রিজ ছাড়েন হার্দিক। ভারত ৩৩৪ রানে ৬ উইকেট হারায়। শার্দুল ক্রিজে এলেও কোনও বল খেলার সুযোগ পাবেন না। শেষ বলে স্ট্রাইকার প্রান্তে রয়েছেন ক্রুণাল।
৪৯ ওভার শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ৩২৭ রান তুলেছে। হার্দিক ৩০ ও ক্রুণাল ৮ রানে ব্যাট করছেন।
৪৮ ওভার শেষে বারত ৫ উইকেটে ৩১৩ রান তুলেছে। হার্দিক ২৩ ও ক্রুণাল ২ রানে ব্যাট করছেন।
৪৮তম ওভারের প্রথম বলে হার্দিকের ক্যাচ ছাড়লেন জোস বাটলার।
৪৭তম ওভারের পঞ্চম বলে আউট হলেন ঋষভ পন্ত। টম কারানের বলে জেসন রয়ের হাতে ধরা পড়েন তিনি। ৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৭৭ রান করেন ঋষভ। ভারত ৩০৮ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রুণাল পান্ডিয়া। ভারত ৪৭ ওভারে ৩০৯/৫
৪৭তম ওভারে দলগত ৩০০ রান টপকে যায় ভারত।
ক্রিজে এসে স্যাম কারানকে নিজের প্রথম বলেই ছক্কা মারেন হার্দিক। ৪৬তম ওভারে পান্ডিয়া মোট ২টি ও পন্ত ১টি ছক্কা মারেন। ২১ রান ওঠে ওভারে। ভারতের স্কোর ২৯৪/৪।
৪৫তম ওভারের পঞ্চম বলে টন কারান আউট করেন শতরানকারী লোকেশ রাহুলকে। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৪ বলে ১০৮ রান করে টপলির হাতে ধরা পড়েন তিনি। ভারত ২৭১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া।
৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন লোকেশ রাহুল। ৪৪ ওভারে ভারত ২৬৭/৩।
ঝড়ের গতিতে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ঋষভ পন্ত। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন ঋষভ। ভারত ৪২ ওভারে ৩ উইকেটে ২৪৭ রান তোলে। রাহুল অপরাজিত ব্যক্তিগত ৯৭ রানে।
৪০ ওভারে টিম ইন্ডিয়া ৩ উইকেটের বিনিময়ে ২১০ রান তুলেছে। রাহুল ৮৪ ও পন্ত ২৭ রানে ব্যাট করছেন।
ইনিংসের ৩৯তম ওভারে ভারত দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায়। ভারতের স্কোর ২০৩/৩। রাহুল ৮২ ও পন্তচ ২২ রানে ব্যাট করছেন।
৩৫ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তুলেছে। রাহুল ৬৯ ও পন্ত ৬ রানে ব্যাট করছেন।
৩২তম ওভারের শেষ বলে আদিল রশিদ আউট করেন বিরাট কোহলিকে। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৯ বলে ৬৬ রান করে বাটলারের দস্তানায় ধরা পড়েন বিরাট। ১২১ রানের জুটিতে ছেদ পড়ে। ভারত ১৫৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।
৩টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। চলতি ওয়ান ডে সিরিজে এটি তাঁরও টানা দ্বিতীয় হাফ-সেঞ্চুরি।
৩০ ওভার শেষে টিম ইন্ডিয়া ২ উইকেটে ১৪২ রান তুলেছে। কোহলি ৬১ ও লোকেশ রাহুল ৪৯ রানে ব্যাট করছেন।
৩টি বাউন্ডারির সাহায্যে ৬২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। ওয়ান ডে সিরিজের দু'টি ম্যাচের ৫০ রানের গণ্ডি টপকালেন ভারত অধিনায়ক। টিম ইন্ডিয়া ২৭ ওভারে ১২৬/২।
অর্ধেক ইনিংস শেষ। ভারত ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলেছে।
২৩ ওভারে ভারত দলগত ১০০ রান পূর্ণ করে। ভারতের স্কোর ১০৩/২। কোহলি ৩৯ ও রাহুল ৩২ রানে ব্যাট করছেন।
২০ ওভার শেষে টিম ইন্ডিয়া ২ উইকেটে ৮৯ রান তুলেছে। কোহলি ৩২ ও রাহুল ২৫ রানে ব্যাট করছেন।
১৮ ওভার শেষে ভারত ২ উইকেটে ৭৭ রান তুলেছে। বিরাট ২৮ ও রাহুল ১৭ রানে ব্যাট করছেন।
১৫ ওভার শেষে টিম ইন্ডিয়া ২ উইকেটের বিনিময়ে ৬৬ রান তুলেছে। বিরাট কোহলি ২৩ ও লোকেশ রাহুল ১১ রানে ব্যাট করছেন।
১৩ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করল টিম ইন্ডিয়া।
১০ ওভার শেষে টিম ইন্ডিয়া ২ উইকেটের বিনিময়ে ৪১ রান তুলেছে। কোহলি ১১ রানে ব্যাট করছেন।
নবম ওভারের চতুর্থ বলে স্যান কারান ফিরিয়ে দিলেন রোহিত শর্মাকে। ৫টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২৫ রান করে আদিল রশিদের হাতে ধরে পড়েন হিটম্যান। ভারত ৩৭ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লোকেশ রাহুল।
ইনিংসের অষ্টম ওভারে টপলিকে ৩টি বাউন্ডারি মারেন রোহিত। ভারত ৮ ওভার শেষে ১ উইকেটে ৩৬ রান তুলেছে। রোহ্িত ২৫ ও কোহলি ৬ রানে ব্যাট করছেন।
৫ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ১৩ রান তুলেছে। রোহিত ৮ রানে অপরাজিত রয়েছেন।
চতুর্থ ওভারের পঞ্চম বলে টপলি ফিরিয়ে দিলেন শিখর ধাওয়ানকে। ১৭ বলে ৪ রান করে বেন স্টোকসের হাতে ধরা দিলেন গব্বর। ভারত ৯ রানে ১ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ৪ ওভারে ভারত ৯/১।
৩ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৭ রান তুলেছে।
ভারতের হয়ে যথারীতি ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন স্যাম কারান। প্রথম ওভারে ভারত বিনা উইকেটে ৪ রান তোলে।
জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ডেভিড মালান, জোস বাটলার (ক্যাপ্টেন ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কারান, টম কারান, আদিল রশিদ ও রীস টপলি।
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেটকিপার), ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণা।
মর্গ্যান চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। চোটের জন্যই দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারবেন না স্যাম বিলিংস। ফলে ইংল্যান্ডের প্রথম একাদশে দু'টি পরবির্তন অবসম্ভাবী ছিল। ব্রিটিশরা তাদের প্লেয়িং ইলেভেনে ৩টি রদবদল করে। মর্গ্যানের বদলে মাঠে নামেন ডেভিড মালান। বিলিংসের পরিবর্তে ওয়ান ডে অভিষেক হয় লিভিংস্টোনের। মার্ক উডের পরিবর্তে মাঠে নামেন রীস টপলি।
শ্রেয়স আইয়ার চোটের জন্য ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে সূর্যকুমার যাদবের ওয়ান ডে অভিষেকের সম্ভাবনা ছিল। তবে শেষমেশ শিকে ছিঁড়ল না সূর্যকুমারের ভাগ্যে। শ্রেয়সের পরিবর্তে ওয়ান ডে দলে কামব্যাক করলেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। পন্ত দলে ফেরায় তিনিই কিপিংয়ের দায়িত্ব সামলাবেন। লোকেশ রাহুল খেলবেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে।
মর্গ্যানের পরিবর্তে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে নামা জোস বাটলার টস জিতলেন। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় ইংল্যান্ড।
ইসিবির তরফে আগেই জানানো হয়েছিল যে, দ্বিতীয় ম্যাচে ওয়ান ডে অভিষেক হতে চলেছে লিয়াম লিভিংস্টোনের। সেই মতো ম্যাচ শুরুর আগে ওয়ান ডে ক্যাপ হাতে পেলেন লিভিংস্টোন।
প্রথম ম্যাচের পিচ ব্যাটসম্যানদের জন্য আদর্শ ছিল। অজিত আগরকর ও দীপ দাশগুপ্ত পিচ রিপোর্টে জানান যে, দ্বিতীয় ম্যাচের বাইশগজ ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্যে পরিণত হতে চলেছে। সুতরাং, আরও একটি হাই-স্কোরিং ম্যাচ চোখে পড়ার সম্ভাবনা প্রবল।