তৃতীয় টি-২০ ম্যাচে ৮ উইকেটে জয় তুলে নিয়ে ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ২-১'এ এগিয়ে গেল ইংল্যান্ড।
ম্যাচের সেরা বাটলার
৮৩ রানের ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন জোস বাটলার।
সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড
৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
ভারতের বোলিং পারফর্ম্যান্স
যুজবেন্দ্র চাহাল ৪১ রানে ১টি ও ওয়াশিংটন সুন্দর ২৬ রানে ১টি উইকেট নেন।
ইংল্যান্ডের ব্যাটিং পারফর্ম্যান্স
জেসন রয় ৯, বাটলার অপরাজিত ৮৩, মালান ১৮ ও বেয়ারস্টো অপরাজিত ৪০ রান করেন।
ম্যাচ জিতল ইংল্যান্ড
১৯তম ওভারে শার্দুল ঠাকুরের প্রথম ২ বলে ২টি বাউন্ডারি মেরে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন বেয়ারস্টো। ভারতের ৬ উইকেটে ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৮.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তুলে ম্যাচ জিতে যায়। বেয়ারস্টো ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। বাটলার ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৮৩ রান করে নট-আউট থেকে যান।
১৮ ওভারে ইংল্যান্ড ১৫০/২
১৮ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ১৫০ রান তুলেছে। বাটলার ৮৩ ও বেয়ারস্টো ৩২ রানে ব্যাট করছেন।
১৬ ওভারে ইংল্যান্ড ১৩২/২
১৬ ওভার শেষে ইংল্যানড ২ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলেছে। বাটলার ৮১ রানে ব্যাট করছেন। বেয়ারস্টো অপরাজিত ১৬ রানে।
১৪ ওভারে ইংল্যান্ড ১২০/২
১৪ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ১২০ রান তুলেছে। বাটলার ৭৩ ও বেয়ারস্টো ১২ রানে ব্যাট করছেন।
ইংল্যান্ড ১০০
১২ ওভারে দলগত ১০০ রান পূর্ণ করল ইংল্যান্ড। ১২ ওভার শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১০২ রান। বাটলার ৬৩ ও বেয়ারস্টো ৪ রানে ব্যাট করছেন।
মালান আউট
দশম ওভারে ওয়াশিংটনের চতুর্থ বলে সাজঘরে ফিরলেন ডেভিড মালান। ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৮ রান করে ক্রিজ ছাড়েন তিনি। মালামকে স্টাম্প আফট করেন পন্ত। ইংল্যান্ড ৮১ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ১০ ওভারে ইংল্যান্ড ৮৩/২।
হাফ-সেঞ্চুরি বাটলারের
৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৬ বলে ব্যক্তিগত ৫০ রান পূর্ণ করেন জোস বাটলার।
৮ ওভারে ইংল্যান্ড ৬৮/১
৮ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৬৮ রান তুলেছে। বাটলার ৪৮ ও মালান ৯ রানে ব্যাট করছেন।
৬ ওভার ইংল্যান্ড ৫৭/১
৬ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৫৭ রান তুলেছে। বাটলার ১৭ বলে ৪৩ রান করে অপরাজিত রয়েছেন। মালান ৪ রানে ব্যাট করছেন।
জেসন রয় আউট
চতুর্থ ওভারে যুজবেন্দ্র চাহালের তৃতীয় বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন জেসন রয়। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৯ রান করে ক্রিজ ছাড়েন। ইংল্যান্ড দলগত ২৩ রানে ১ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ডেভিড মালান। জেসন রয় প্রথম ম্যাচে ৪৯ ও দ্বিতীয় ম্যাচে ৪৬ রান করেন। ইংল্যান্ড ৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৩০ রান তুলেছে।
২ ওভারে ইংল্যান্ড ৭/০
২ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ৭ রান তুলেছে।বাটলার ৬ ও জেসন ১ রানে ব্যাট করছেন।
ইংল্যান্ডের ব্যাটিং শুরু
ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জেসন রয় ও জোস বাটলার। বোলিং শুরু করেন ভুবনেশ্বর।
ইংল্যান্ডের বোলিং পারফর্ম্যান্স
মার্ক উড ৩১ রানে ৩টি উইকেট নেন। জর্ডন ৩৫ রানে ২ উইকেট দখল করেন।
ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স
ভারতের হয়ে লোকেশ রাহুল ০, রোহিত শর্মা ১৫, ইশান কিষাণ ৪, বিরাট কোহলি অপরাজিত ৭৭, ঋ।ভ পন্ত ২৫, শ্রেয়স আইয়ার ৯ ও হার্দিক পান্ডিয়া অপরাজিত ১৭ রান করেন।
২০ ওভারে ভারত ১৫৬/৬
শেষ ওভারে হার্দিক ১টি ছক্কা মারেন। কোহলি ১টি চার মারেন। মোট ১৪ রান ওঠে ওভারে। ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলে। কোহলি অপরাজিত থাকেন ৭৭ রান করে। ৪৬ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ৪টি ছক্কা মারেন। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৫৭ রান।
পান্ডিয়া আউট
ইনিংসের শেষ বলে পান্ডিয়া আউট হন। ২টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৭ রান করে আর্চারের হাতে ধরা পড়েন তিনি। তাঁকে সাজঘরে ফেরান জর্ডন।
১৯ ওভারে ভারত ১৪২/৫
১৯ তম ওভারে পান্ডিয়া ১টি ছক্কা হাঁকান। কোহলি ১টি চার মারেন। ১১ রান ওঠে জোফ্রা আর্চারের ওভারে। ১৯ ওভার শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলেছে। কোহলি ৭০ ও পান্ডিয়া ১০ রানে ব্যাট করছেন।
১৮ ওভারে টিম ইন্ডিয়া ১৩১/৫
মার্ক উডকে ইনিংসের ১৮তম ওভারে ২টি ছক্কা ও ১টি চার মারেন বিরাট। ভারত ১৮ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৩১ রান তুলেছে। কোহলি ৬৬ ও পান্ডিয়া ৪ রানে ব্যাট করছেন।
কোহলির হাফ-সেঞ্চুরি
পরপর দ্বিতীয় ম্যাচে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। ৩৭ বলে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন ভারত অধিনায়ক। ১৭তম ওভারের শেষ বলে জর্ডনকে বাউন্ডারি মেরে ৫০ করেন বিরাট। এই ওভারেই একটি ছক্কা হাঁকান তিনি। ভারত ১৭ ওভার শেষে ৫ উইকেটে ১১৪ রান তুলেছে।
ভারত ১০০
১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁল টিম ইন্ডিয়া। কোহলি ৩৯ রানে ব্যাট করছেন।
শ্রেয়স আউট
ভারতীয় শিবিরে তৃতীয়বার ধাক্কা দিলেন মার্ক উড। রাহুল ও রোহিতের পর তিনি তুলে নিলেন শ্রেয়স আইয়ারের উইকেট। ১৫তম ওভারের তৃতীয় বলে মালানের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন শ্রেয়স। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৯ রান করেন তিনি। বারত ৮৬ রানে ৫ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। ১৫ ওভারে ভারত ৮৭/৩। কোহলি ব্যাট করছেন ২৮ রানে।
১৪ ওভারে ভারত ৮৩/৪
১৪ ওভার শেষে টিম ইন্ডিয়া ৪ উইকেটের বিনিময়ে ৮৩ রান তুলেছে। কোহলি ২৬ ও শ্রেয়স ৭ রানে ব্যাট করছেন।
১২ ওভারে ভারত ৭১/৪
১২ ওভার শেষে টিম ইন্ডিয়া ৪ উইকেটের বিনিময়ে ৭১ রান তুলেছে। কোহলি ব্যাট করছেন ২০ রানে
রান-আউট পন্ত
১২তম ওভারের প্রথম বলে দুর্ভাগ্যজনক রান-আউট হলেন ঋষভ পন্ত। ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ২৫ রান করে ডাগ-আউটে ফেরেন তিনি। ভারত দলগত ৬২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।
১০ ওভার শেষে টিম ইন্ডিয়া ৫৫/৩
অর্ধেক ইনিংস অতিক্রান্ত। ভারত ১০ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৫৫ রান তুলেছে। পন্ত ২০ ও কোহলি ১৪ রানে ব্যাট করছেন।
৮ ওভারে ভারত ৩৮/৩
৮ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৩৮ রান তুলেছে। কোহলি ১১ ও পন্ত ৭ রানে ব্যাট করছেন।
ইশান কিষাণ আউট
ব্যাটিং অর্ডার বদলাতেই ব্যর্থ ইশান। গত ম্যাচে ওপেন করতে নেমে দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন ইশান। এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৯ বলে ৪ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ডর্জন আউট করেন ইশানকে। তিনি বাটলারের দস্তানায় ধরা দেন। ভারত ২৪ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত। পাওয়ার প্লে'র ৬ ওভারে ভারত ৩ উইকেটের বিনিময়ে ২৪ রান তুলেছে।
রোহিত আউট
ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে মার্ক উড তুলে নেন রোহিত শর্মার উইকেট। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৫ রান করে আর্চারের হাতে ধরা দেন রোহিত। ভারত ২০ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কোহলি। উড দুই ভারতীয় ওপেনারকেই সাজঘরে ফেরান।
ভারত ৪ ওভারে ১৬/১
৪ ওভার শেষে টিম ইউন্ডিয়া ১ উইকেটের বিনিময়ে ১৬ রান তুলেছে। রোহিত শর্মা ১১ ও ইশান কিষাণ ৪ রানে ব্যাট করছেন।
লোকেশ রাহুল
ফের ব্যর্থ লোকেশ রাহুল। খাতা খোলার আগেই সাজঘরে ফিরলেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে মার্ক উড বোল্ড করেন লোকেশকে। ভারত দলগত ৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইশান কিষাণ।
২ ওভারে ভারত ৬/০
২ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৬ রান তুলেছে।
ম্যাচ শুরু
ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন রোহিত ও রাহুল। বোলিং শুরু করেন আদিল রশিদ।
ইংল্যান্ডের প্রথম একাদশ
জেসন রয়, জোস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), স্যাম কারান, মার্ক উড, জোফ্রা আর্চার, ক্রিস জর্ডন, আদিল রশিদ।
ভারতের প্রথম একাদশ
লোকেশ রাহুল, রোহিত শর্মা, ইশান কিষাণ, বিরাট কোহলি (ক্যাপ্টেন), ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল।
ভারতীয় দলে চমক
দলে ফিরলেন রোহিত শর্মা। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত স্বাভাবিক মনে হলেও আসলে চমক রয়েছে অন্য জায়গায়। সূর্যকুমার যাদব অভিষেক ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও তাঁকে বসিয়ে দেওয়া হল পরের ম্যাচেই। আরও চমক এই যে, রোহিতকে ওপেনিং স্লট ছেড়ে দিতে হচ্ছে গত ম্যাচের সেরা ক্রিকেটার ইশান কিষাণকে। লোকেশের সঙ্গে ওপেন করবেন রোহিত। ইশান ব্যাট করবেন তিন নম্বরে। কোহলি চার নম্বরে ব্যাট করতে আসবেন।
মাইলস্টোন ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক
ইংল্যান্ড দলনায়ক ইয়ম মর্গ্যানের এটি কেরিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। সেদিক থেকে মাইলস্টোন ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দিল মর্গ্যানকে।
টস জিতল ইংল্যান্ড
সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতল ইংল্যান্ড। প্রত্যাশা মতোই ব্রিটিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, মোতেরায় সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে শুরুতে ব্যাটিং ভারতের।